ড্রাইভিং লাইসেন্স এর পেমেন্ট ভেরিফিকেশন (Payment verification of BRTA driving license)
বিভিন্ন সময় আমরা সময়ের অভাবে অন্য কোন ব্যক্তির মাধ্যমে বিআরটিএ’র ফি জমা দেই। এ ফি সঠিকভাবে জমা হয়েছে কি না তা নিয়ে অনিশ্চয়তা কাজ করে। এখন ঘরে বসেই ফি জমার বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব। ধাপগুলে নিচে দেওয়া হলোঃ
প্রথমে উপরের লিংকে ক্লিক করুন,
(১) “Please Select Your Transaction Type”-এর ঘরে E-Tracking No অথবা Transaction No. নির্বাচন করুন;
(২) “Please Enter Your Search Value”-ঘরে ফি জমার রশিদের উপরের ডান কোনায় উল্লিখিত E-Tracking No অথবা Transaction No. টাইপ করুন; উপরের ঘরে E-Tracking No নির্বাচন করলে E-Tracking No টাইপ করুন অথবা Transaction No. নির্বাচন করলে Transaction No. টাইপ করুন;
(৩) ছবিতে প্রদর্শিত অক্ষর ও সংখ্যাগুলো হুবহু “Code” লেখা ঘরে টাইপ করুন;
(৪) এরপর GO বাটনে ক্লিক করুন।
বি:দ্র: একাধিক পেমেন্ট স্ট্যাটাস যাচাই করতে চাইলে প্রতিবার “Refresh The Image”-লেখাটির উপর ক্লিক করে নিন।
3 Comments
মোঃ শামীম মিয়া
October 23, 2020 at 1:30 amজন্ম তারিখ পরিবর্তন
Md Robiul Haque
January 5, 2022 at 5:38 amMd Robiul Haque Ar Noon Profesonal K Profesonal Kora jabea Ki na ?
Rezwanul Haque Raju
January 5, 2022 at 5:40 amBrate Date Change