About Lesson
ওয়ার্ড মানে শব্দ এবং প্রসেসিং অর্থ প্রক্রিয়াকরণ। কম্পিউটারের মাধ্যমে বর্ণ, সংখ্যা, চিহ্ন, শব্দকে কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করাকে ওয়ার্ড প্রসেসিং বলে। ধারাবাহিক ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে শব্দসমূহকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। সুতরাং ডকুমেন্ট তৈরী ও প্রসেসিং এর জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়াড প্রসেসিং বলা হয়।
কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নাম
- ওয়ার্ডস্টার (Wordstar)
- ওয়ার্ড পারফেক্ট (Wordperfect)
- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)
- লিবরি ওয়ার্ড (Libre Word)
- গুগল ডক (Google Doc)
- ল্যাটেক্র (Latex)
- ম্যাক রাইট (Mac Write)
- নোট প্যাড (Note pad)
- ওয়ার্ড প্যাড (Word pad)
- পি এফ এস: রাইট (PFS: Write)