About Lesson
Select (লেখা সিলেক্ট করা):
লেখা সিলেক্ট করার জন্য –
- যদি সব লেখা একসাথে সিলেক্ট করতে হয় তাহলে আমরা শর্টকাট কী ব্যবহার করতে পারি – Ctrl+A
- যদি লেখার নির্দিষ্ট আংশ সিলেক্ট করতে হয় তাহলে, যেখান থেকে সিলেক্ট করতে হবে সেখানে কারসর রেখে, মাউসের বাম বাটনে ক্লিক করে ধরে ডানে বা বামে নিলে সিলেক্ট হবে ।
- যেখান থেকে সিলেক্ট করতে হবে সেখানে কারসর রেখে Shift ধরে যে দিকে সিলেক্ট করতে হবে সে দিকে এরো কী (Arrow key) চেপে সিলেক্ট করা যায় ।
- লেখার সম্পূর্ণ আংশ সিলেক্ট করার শর্টকাট কী Ctrl+A