About Lesson
Shapes (শেপ)
ডকুমেন্টকে সুন্দর ও আর্কষনীয় ভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের সেপের মাধ্যমে টেক্সটকে সজ্জিত করা যায়।
- মেনুবার থেকে Insert অপশন সিলেক্ট অবস্থায় Illustrator কমান্ড গ্রুপ থেকে Shapes-এ ক্লিক করলে বিভিন্ন ধরনের ShapesToolbar আসবে।
1.Recently Used Shapes:যে সকল Shapes ব্যবহার করা হয়েছে সে সকলকে Recently Used Shapes-G দেখাবে।
2.Basic Shapes:সাধারণ কাজের জন্য Basic Shapes ব্যবহার করা হয়।
3.Block Arrows: বিভিন্ন ধরনের অ্যারো অংকনের জন্য এই শেপ ব্যবহার করা হয়।
4.Flow chart প্রোগ্রামিং এর জন্য এই শেপ ব্যবহার করা হয়।
5.Stars and Banners:বিভিন্ন ধরনের ব্যানার, ফেষ্টুন তৈরীর ক্ষেত্রে এই শেপ বেশি ব্যবহার হয়।
যে কোন শেপ নির্বাচন করে ডকুমেন্টে সেটি আকাতে হয়।