About Lesson
Symbol (প্রতীক/চিহ্ন):
ডকুমেন্ট টাইপ করার সময় কিছু কিছু চিহ্ন/প্রতীক প্রয়োজন হয়, যা কী-বোর্ডে নাই। এ চিহ্ন/প্রতীকগুলো যেখানে প্রয়োজন সেখানে কার্সর রাখতে হবে।
- মেনু থেকে Insert অপশন সিলেক্ট অবস্থায় সর্বডানে Symbol- কমান্ড গ্রুপে Symbol- এর পুল ডাউন মেনুতে ক্লিক করলে কিছু প্রতীক দেখাবে।
- More Symbols.. এ ক্লিক করলে Symbol ডায়ালগ বক্স আসবে।
- Font: ক্লিক কের বিভিন্ন ধরনের প্রতীক/চিহ্ন দেখা যাবে।
- যে Symbol বা প্রতীক আনতে চাই তাতে Click করলে হবে।
- Insert-এ Click করলে Symbol টি কারসরের স্থানে চলে আসবে।
- Close-এ Click করে Symbol ডায়াগ্রাম থেকে বের হয়ে আসতে হবে।