Course Content
প্রথম অধ্যায়ঃ কম্পিউটার ও অপারেটিং সিস্টেম
• কম্পিউটার • কম্পিউটারের কর্ম প্রক্রিয়া • কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রজন্ম • কম্পিউটারের শ্রেণীবিভাগ • কম্পিউটার হার্ডওয়ার • কম্পিউটার সফটওয়ার • বিভিন্ন ধরনের স্মৃতি • অপারেটিং সিস্টেম • কম্পিউটার সিকিওরিটি, ভাইরাস-এন্টিভাইরাস • উইনডো পরিচিতি, কাম্পউটার চালু করা বন্ধ করা, ফোল্ডার তৈরি, কাট-কপি-পেস্ট, উইনডো পরিচিতি, সময় পরিবর্তন, থিম পরিবর্তন, আইকোন পরিবর্তন • কয়েকজন উদ্ভাবকের সংক্ষিপ্ত পরিচিতি
0/13
দ্বিতীয় অধ্যায়ঃ ওয়ার্ড প্রসেসিং
• ওয়ার্ড কি, ব্যবহার, বিভিন্ন মেনুবার ও টুল এর কাজ, ব্যবহারিক অংশ • Ms-word ওপেন করা • এমএস ওয়ার্ড সেভ করা • পেজ সেটআপ করা • মার্জিন দেয়া • কাট কপি পেস্ট • ফাইন্ড রিপ্লেস গো টু • ফন্ট চেঞ্জ করা • হেডার এবং ফুটার দেওয়া • লাইন স্পেসিং দেয়া • বুলেট এবং নাম্বারিং • পিকচার ইনসার্ট, ক্লিপ আর্ট, সেপ ,সিম্বল, ইকুয়েশন • বাংলা ও ইংরেজী টাইপিং • বিজয় কিবোর্ড পরিচিতি
0/5
তৃতীয় অধ্যায়ঃ স্পেডশিট এনালাইসিস প্রোগ্রাম
• এক্সেল কি, ব্যবহার, বিভিন্ন মেনুবার ও টুল এর কাজ, ব্যবহারিক অংশ • এমএস এক্সেল • ওয়ার্কবুক, ওয়ার্কশীট, কলাম, রো • এম এস এক্সেল ওপেন, সেভ • রো ইনসার্ট করা, কলাম ইনসার্ট করা, হাইট বারানো- কমানো, উইড বাড়ানো বা কমানো • পেজ সেটআপ • ক্যালকুলেশনঃ যোগ, বিয়োগ, গুন, ভাগ, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, ইত্যাদি • ডাটা সাজানো • সেলারি শীট তৈরি করা • বিদ্যুৎ বিলের হিসাব বের করা • রেজাল্ট শীট বা টেবুলেশন শীট এর হিসাব বের করা • ডায়াগ্রাম তৈরি করাঃ কলাম, বার, পাই, লাইন
চতুর্থ অধ্যায়ঃ প্রেজেন্টেশন ডিজাইন ও ডেলিভারি
• পাওয়ার পয়েন্ট কি, ব্যবহার, বিভিন্ন মেনুবার ও টুল এর কাজ, ব্যবহারিক অংশ • Ms-powerpoint ওপেন করা, সেভ করা • স্লাইড ডিজাইন • ফন্ট সাইজ অ্যারেঞ্জমেন্ট • স্লাইড ট্রানজিশন • অবজেক্ট এনিমেশন • পাঁচটি স্লাইড নিয়ে বাংলাদেশ বিষয়ে একটি পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করো
পঞ্চম অধ্যায়ঃ ডাটাবেজ ম্যানেজমেন্ট
• ডাটাবেজ কি, বিট, বাইট, ফিল্ড, রেকর্ড, ফাইল • ডাটাবেজে বিভিন্ন ধরনের কিঃ প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি • ms-access ওপেন, সেভ, টেবিল তৈরি, ডাটা ইনপুট • কুয়েরি ডিজাইন • ফর্ম ডিজাইন • রিপোর্ট ডিজাইন • ডাটাবেজের মধ্যে রিলেশন তৈরি করা • ডেটা টাইপ
ষষ্ঠ অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি
• সংখ্যা পদ্ধতি কি • দশমিক সংখ্যা পদ্ধতি • অক্টাল সংখ্যা পদ্ধতি • বাইনারি সংখ্যা পদ্ধতি • হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
সপ্তম অধ্যায়ঃ ইমেল ও ইন্টারনেট
ইন্টারনেট কি, ইমেল কি, একাউন্ট তৈরি করা, ব্যবহার, গুগলে কোন কিছু সার্চ করার নিয়ম, বিভিন্ন জব সাইটে একাউন্ট খোলা, জবে এপ্লাই করা
অষ্টম অধ্যায়ঃ গুগল জি-সুট
গুগল ডক কি, গুগল সিট কি, গুগল স্লাইড কি, গুগল ড্রাইভ, গুগল ফটো, ব্যবহার, ব্যবহারিক অংশ
নবম অধ্যায়ঃ ইংরেজি
ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, শূন্যস্থান পূরণ
দশম অধ্যায়ঃ ফ্রিল্যান্সিং সম্পর্কে সাধারণ ধারনা
• আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং কি • অনলাইন থেকে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় • ফ্রিল্যান্সিং করতে কি কি দক্ষতার প্রয়োজন হয় • ফ্রিল্যান্সিং করতে কোন কোন ডিভাইস প্রয়োজন হয়
কম্পিউটার অফিস এপ্লিকেশন বই – Computer Office Application Book
About Lesson

. সিস্টেম রিকোয়ারমেন্ট চেক করুন

মাইক্রোসফট অফিস ইনস্টল করার আগে নিশ্চিত করুন যে আপনার ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রয়োজনীয়তাগুলো পূরণ করে।

সাধারণ সিস্টেম রিকোয়ারমেন্ট (মাইক্রোসফট অফিস ২০২১এর জন্য):

  • অপারেটিং সিস্টেম: Windows 10/11 অথবা macOS Mojave এবং তার পরের সংস্করণ।
  • প্রসেসর: ১ গিগাহার্টজ বা তার বেশি স্পিড।
  • র‌্যাম: ৪ জিবি বা তার বেশি।
  • স্টোরেজ: কমপক্ষে ৪ জিবি ফ্রি স্পেস।
  • ইন্টারনেট কানেকশন: অ্যাক্টিভেশন এবং আপডেটের জন্য প্রয়োজন।

টিপস: আপনার ডিভাইসের কনফিগারেশন জানার জন্য Windows-এ “System Information” চেক করুন। macOS ব্যবহারকারীরা “About This Mac” অপশন দেখতে পারেন।

. ইনস্টলেশন ফাইল ডাউনলোড করুন

) অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা:

  1. Microsoft Office ওয়েবসাইটে যান।
  2. আপনার Microsoft অ্যাকাউন্টে সাইন ইন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে, একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
  3. Office 365 Subscription কিনুন অথবা এককালীন মাইক্রোসফট ওয়ার্ড প্যাকেজ কিনুন।
  4. প্রোডাক্ট কেনার পর, “Install Office” অপশনে ক্লিক করুন।
  5. ডাউনলোড শুরু হবে এবং এটি সাধারণত .exe বা .pkg ফাইল হিসেবে সেভ হয়।

) CD/DVD ব্যবহার করে ইনস্টল করা:

  1. সফটওয়্যার CD/DVD ড্রাইভে প্রবেশ করান।
  2. অটোপ্লে অপশন চালু হলে, “Install” এ ক্লিক করুন।
  3. যদি অটোপ্লে চালু না হয়, তবে ড্রাইভে গিয়ে ম্যানুয়ালি exe ফাইল ওপেন করুন।

. মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টলেশন প্রক্রিয়া

) উইন্ডোজে ইনস্টল করা:

  1. ডাউনলোড করা .exe ফাইলটি চালু করুন।
  2. একটি ডায়ালগ বক্সে “Do you want to allow this app to make changes to your device?” দেখাবে। “Yes” ক্লিক করুন।
  3. “Installing Office” স্ক্রিন দেখাবে এবং প্রয়োজনীয় ফাইল ডাউনলোড শুরু হবে।
  4. ইনস্টলেশন সম্পন্ন হলে, “You’re all set! Office is installed now” মেসেজ দেখাবে।
  5. “Close” ক্লিক করুন।

) ম্যাক ইনস্টল করা:

  1. .pkg ফাইল ওপেন করুন।
  2. Installer গাইড অনুসরণ করুন এবং প্রয়োজনীয় অনুমতি দিন।
  3. আপনার Mac অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে অনুমোদন করুন।
  4. ইনস্টলেশন শেষ হলে, মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে Applications Folder থেকে “Microsoft Word” খুঁজে বের করুন।

. প্রোডাক্ট অ্যাক্টিভেশন

ইনস্টলেশনের পর সফটওয়্যার অ্যাক্টিভ করা প্রয়োজন।

) অ্যাক্টিভেশন কী দিয়ে:

  1. মাইক্রোসফট ওয়ার্ড প্রথমবার চালু করার সময় অ্যাক্টিভেশন উইন্ডো দেখাবে।
  2. “Enter Product Key” সিলেক্ট করুন।
  3. কেনার সময় পাওয়া ২৫-সংখ্যার প্রোডাক্ট কী প্রবেশ করান।
  4. “Activate” এ ক্লিক করুন।

) Microsoft 365 সাবস্ক্রিপশন ব্যবহার করে:

  1. আপনার Microsoft অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
  2. সাবস্ক্রিপশন যাচাই হয়ে গেলে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে।

টিপস: যদি অ্যাক্টিভেশন সংক্রান্ত সমস্যা হয়, Microsoft Support এ যোগাযোগ করুন।

error: Content is protected !!