কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০১৯

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০১৯ (Current Affairs March 2019)

  • ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং ‘সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে’ গান দুটির সুরকার কে?
    উত্তর: আহমেদ ইমতিয়াজ বুলবুল।
  • ২০১৮ সালে পৃথিবীর সবচেয়ে বেশি তেল কোন দেশে উৎপাদিত হয়?
    উত্তর: যুক্তরাষ্ট্রে।
  • আন্তর্জাতিক দাতব্য গোষ্ঠী অক্সফামের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে নারীরা পুরুষদের চেয়ে কত শতাংশ কম আয় করেন?
    উত্তর: ২৩ শতাংশ।
  • আন্তর্জাতিক মুদ্র তহবিলের( IMF) প্রথম নারী প্রধান অর্থনীতিবিদের নাম গীতা গোপীনাথ।দায়িত্ব গ্রহণ করেন ০১ জানুয়ারি ২০১৯।
  • রাতকানা রোগ প্রতিরোধে কত সাল থেকে বাংলাদেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে?
    উত্তর: ১৯৯৪ সাল থেকে।
  • আহমেদ ইমতিয়াজ বুলবুল কোন ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন?
    উত্তর: সংগীত।
  • কত সাল থেকে বাংলাদেশ জাহাজ রপ্তানি শুরু করে?
    উত্তর: ২০০৮ সাল থেকে।
  • গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল কত বছর বয়সে, মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
    উত্তর: সাড়ে ১৪ বছর বয়সে, ২ নম্বর সেক্টরে।
  • গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
    উত্তর: ১২তম।
  • গরিব মানুষের বসবাসে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর: পঞ্চম (ভারত প্রথম)।
  • চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে কততম?
    উত্তর: নবম (প্রথম চীন)।
  • চিকিৎসাশাস্ত্র-বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এর তথ্যমতে, ২০৫০ সাল নাগাদ পৃথিবীতে জনসংখ্যা কত হবে?
    উত্তর: এক হাজার কোটি।
  • ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
    উত্তর: দ্বিতীয় (ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে চতুর্থ)।
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
    উত্তর: ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
  • যুক্তরাষ্ট্রে বর্তমান বিরোধী দলের নাম কী?
    উত্তর: ডেমোক্রেটিক পার্টি।
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের প্রথাগতভাবে কোন ভাষণটি দিতে হয়?
    উত্তর: স্টেট অব দ্য ইউনিয়ন ।
  • যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের মতে ধনী বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর: তৃতীয় (অতি ধনী বৃদ্ধির হারে প্রথম)।
  • পাটপণ্য বাদে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিপণ্যে দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করা করের নাম কী?
    উত্তর: উৎসে কর।
  • পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধানের নাম কী?
    উত্তর: কিম জং ইয়াং।
  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কর্তৃক ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাড়ি তৈরির জন্য যে ঋণ দেওয়া হবে, তার নাম কী?
    উত্তর: নগরবন্ধু।
  • বাংলাদেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠনের নাম কী?
    উত্তর: এইওএসআইবি (অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ)।
  • বিশ্বে সবচেয়ে বড় আকারের সামরিক বাহিনীর নাম কী?
    উত্তর: চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
  • বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্সের (এলপিআই) মতে, বন্দর সুবিধায় বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর: ১০০তম (আগে ৮৭তম ছিল)।
  • বর্তমানে বাংলাদেশে নদীবন্দরের সংখ্যা ৩৩টি, দেশের ৩৩তম নদীবন্দরের নাম মেঘাই ঘাট-নাটুয়ারপাড়া।এটি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় অবস্থিত। নদীবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হয় ৭ জানুয়ারি ২০১৯
  • রেস্তোরাঁর মান নির্ধারণে দেশে প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতি চালু করেছে কারা?
    উত্তর: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
  • সবশেষ কখন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হয়?
    উত্তর: ৬ জুন, ১৯৯০ সালে।
  • সম্প্রতি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
    উত্তর: আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।
  • ‘আবু সায়াফ’ কোন দেশের জঙ্গিগোষ্ঠী?
    উত্তর: ফিলিপাইন।
  • আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যমতে ২০১৯ ও ২০২০ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কত হবে?
    উত্তর: ৩ দশমিক ৫ এবং ৩ দশমিক ৬ শতাংশ।
  • এ বছর কততম বারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলো
    উত্তর: ২৪তম।
  • এ বছর ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হয়?
    উত্তর: ৭০তম।
  • এ বছর মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার কে পেয়েছেন?
    উত্তর: আফসান চোধুরী।
  • ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্য দেশ কয়টি?
    উত্তর: ১৮৩টি (এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয় ২৬ জানুয়ারি)।
  • কোরীয় যুদ্ধ কবে শুরু হয়?
    উত্তর: ১৯৫০ সালে।
  • যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত দশকের সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের কে স্থান পেয়েছেন?
    উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরিতে)।
  • টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড় কে?
    উত্তর: রজার ফেদেরার (২০টি)।
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর: ১৩তম।
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়?
    উত্তর: জার্মানির বার্লিনে।
  • তৃতীয় পণ্য হিসেবে বাংলাদেশের কোন পণ্যটি ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেতে যাচ্ছে?
    উত্তর: চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম।
  • দুর্নীতিতে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?
    উত্তর: চতুর্থ (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়)।
  • পাট থেকে উৎপাদিত পচনশীল পলিমার ব্যাগের নাম কী দেওয়া হয়েছে?
    উত্তর: সোনালি ব্যাগ।
  • প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর: তৃতীয়।
  • বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশন মুঠোফোনসেবায় স্বল্পমেয়াদি ইন্টারনেট ও ভয়েস কল প্যাকেজের মেয়াদ ন্যূনতম কত দিন নির্ধারণ করেছে?
    উত্তর: তিন দিন।
  • বাংলাদেশে আবাসন ব্যবসায়ীদের সংগঠনের নাম কী?
    উত্তর: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
  • বাংলাদেশের কোন পণ্যটি সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পায়?
    উত্তর: জামদানি শাড়ি।
  • বর্তমান মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য কে?
    উত্তর: কমলা হ্যারিস।
  • ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
    উত্তর: ভারতরত্ন।
  • ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম কী?
    উত্তর: নিকোলা মাদুরো।
  • মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন কে?
    উত্তর: সুলতান আবদুল্লাহ।
  • মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রে টানা কয়দিন অচলাবস্থা ছিল?
    উত্তর: ৩৫ দিন।
  • সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
    উত্তর: সোমালিয়া (সবচেয়ে কম ডেনমার্ক)।
  • সম্প্রতি ইতিহাসের প্রথম যুব আন্তর্জাতিক টি-টোয়েন্টিটি কোন দুটি দেশের মধ্যে হয়?
    উত্তর: বাংলাদেশ ও ইংল্যান্ড যুবদলের মধ্যে।
  • সম্প্রতি কোন দেশ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় ব্যর্থ হয়?
    উত্তর: ভেনেজুয়েলা।
  • ‘আনাক ক্রাকাতোয়া’ কিসের নাম?
    উত্তর: ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরির নাম।
  • ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর: ১৩৬


  • আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এআইআইবির পুরো নাম কী?
    উত্তর: দ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
  • আন্দামান ও নিকোবরের তিন দ্বীপের পরিবর্তিত নাম কী?
    উত্তর: রোজ, নেইল ও হেভলক দ্বীপের পরিবর্তিত নাম যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বরাজ ও শহীদ দ্বীপ।
  • উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নেন কোথায়?
    উত্তর: লন্ডনের ইকুয়েডর দূতাবাসে, ২০১২ সালে।
  • একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়?
    উত্তর: ৬টি আসনে (৮৪৫টি কেন্দ্র)।
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সের (জিসিআই) প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর: ১০৩
  • ক্লাব ওয়ার্ল্ড কাপের একমাত্র হ্যাটট্রিক শিরোপাজয়ী দল কোনটি?
    স্প্যা উত্তর: নিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
  • জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নিউইয়র্ক কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ১ জানুয়ারি সারা বিশ্বে যত শিশু জন্মেছে, তাদের মধ্যে কত শতাংশের জন্ম বাংলাদেশে?
    উত্তর: ২ দশমিক ১৩।
  • জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা কত?
    উত্তর: ৩৮ লাখ।
  • দেশের প্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কোন প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে যাচ্ছে?
    উত্তর: ই-জেনারেশন লিমিটেড।
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নাম কী?
    উত্তর: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই।
  • পায়রা বন্দর কোথায় অবস্থিত?
    উত্তর: পটুয়াখালীর কলাপাড়ায়।
  • বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কোন পুরস্কার প্রদান করতে যাচ্ছে?
    উত্তর: কবি জসীমউদ্​দীন সাহিত্য পুরস্কার।
  • বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হলো (৩০ ডিসেম্বর, ২০১৮), একই দিনে বিশ্বের আর কোন দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
    উত্তর: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
  • বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে কারা?
    উত্তর: স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন—বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
  • বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কে?
    উত্তর: লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, বিশ্বের কত শতাংশ মানুষ নির্মল বায়ু বঞ্চিত?
    উত্তর: ৯১ শতাংশ।
  • বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস-২০১৯ প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ব্যবসায়ের সবচেয়ে ভালো পরিবেশ কোন দেশে বিদ্যমান?
    উত্তর: ভারতে (সবচেয়ে খারাপ পরিবেশ বাংলাদেশে)।
  • ব্রাজিলের নতুন প্রেসিডেন্টের নাম কী?
    উত্তর: জইর বলসোনারো।
  • বর্তমান বিশ্বে বন্দরকেন্দ্রিক প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি?
    উত্তর: পায়রা গভীর সমুদ্রবন্দর।
  • বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?
    উত্তর: ৩০ শতাংশ।
  • সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সিপিজের পুরো নাম কী?
    উত্তর: কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।
  • সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ শুরু হয়েছিল কবে?
    উত্তর: ২০১১ সালে।
  • সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার চুক্তি হয় কবে?
    উত্তর: ১৯২২ সালের ৩০ ডিসেম্বর।
  • সম্প্রতি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের কোন নারী ক্রিকেটার?
    উত্তর: রুমানা আহমেদ।
  • সম্প্রতি কোন দুটি দেশ ইউনেসকো ছেড়েছে?
    যু উত্তর: ক্তরাষ্ট্র ও ইসরায়েল।
  • সম্প্রতি মৌলভীবাজারে কোন অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে?
    উত্তর: শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল।
  • সম্প্রতি ময়মনসিংহের কোথায় অর্থনৈতিক অঞ্চল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে?
    উত্তর: ত্রিশালে।
  • সরকারি চাকরির ক্ষেত্রে অবসরের পর পেনশনের পুরো টাকা যাঁরা তুলে নিয়েছেন, তাঁদের ন্যূনতম কত টাকা ভাতা দেওয়ার নিয়ম করা হয়েছে?
    উত্তর: ৩ হাজার টাকা।
  • আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)–এর মতে বর্ষসেরা দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের নাম কী?
    উত্তর: ডেনমার্কের ডানস্কে ব্যাংক
  • ইউরোপিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
    উত্তর: দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)
  • ইউরোপীয় ইউনিয়নের মোট কতটি দেশে ইউরো প্রচলিত?
    উত্তর: ১৯টি
  • ঐতিহাসিক নিমতলী প্রাসাদের স্থানে গড়ে ওঠা জাদুঘরের নাম কী?
    উত্তর: এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর
  • ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন) সদস্য দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের নাম কী?
    উত্তর: পিইউআইসি
  • কিম জং উন উত্তর কোরিয়ার কোন পদটিতে আছেন?
    উত্তর: শীর্ষ নেতা
  • গম আমদানিতে বাংলাদেশ বিশ্বে কততম?
    উত্তর: পঞ্চম


  • চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ কখন এবং কীভাবে শুরু হয়?
    উত্তর: ২০১৮ সালের জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র চীনের ২৫০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক আরোপের মাধ্যমে
  • যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড রিসার্চ (সিইবিআর)–এর প্রতিবেদন অনুযায়ী কত সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ২৫টি বড় অর্থনীতির দেশের একটি হবে?
    উত্তর: ২০৩২ সালের মধ্যে
  • দ্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম (জিইএফ)–এর মতে, ২০১৯ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত হবে?
    উত্তর: ৭ দশমিক ৫ শতাংশ
  • দ্য সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) কোন দেশের প্রধান তদন্তকারী সংস্থা?
    উত্তর: ভারত
  • নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া এ কে আবদুল মোমেন পূর্বে কোন দায়িত্বে ছিলেন?
    উত্তর: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এর চেয়ারম্যান
  • প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান কে?
    উত্তর: রাষ্ট্রপতি
  • বিনিয়োগকারীদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সেবা কারা চালু করতে যাচ্ছে?
    উত্তর: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)
  • বিশ্বব্যাংক প্রতিবছর কত তারিখে ‘ওয়ার্ল্ড পভার্টি ডে’ পালন করে থাকে?
    উত্তর: ১৭ অক্টোবর
  • বেবিচক কী?
    উত্তর: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • ব্রিটিশ ম্যাগাজিন দ্য গার্ডিয়ান-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে সম্ভাব্য প্রবৃদ্ধির হারের দিক দিয়ে প্রথম স্থানে থাকবে কোন দেশ?
    উত্তর: সিরিয়া (প্রবৃদ্ধির হার ৯.৯ শতাংশ)
  • ব্রিটিশ ম্যাগাজিন দ্য গার্ডিয়ান-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে বাংলাদেশের সম্ভাব্য প্রবৃদ্ধির হার কত?
    উত্তর: ৭ দশমিক ৯ শতাংশ
  • বর্তমান বিশ্বের কোন প্রেসিডেন্ট গরিবকে চ্যাম্পিয়ন বানানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন?
    উত্তর: মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর
  • ভারতে গঠিত জাতীয় পর্যায়ের প্রথম নারীকেন্দ্রিক রাজনৈতিক দলের নাম কী?
    উত্তর: ন্যাশনাল উইমেন্স পার্টি
  • সার্ক মহাসচিবের নাম কী?
    উত্তর: আমজাদ হোসেন বি সিয়াল
  • সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা আইনস্টাইন ও নিউটনের আবিষ্কারকে ভুল বলে দাবি করেছেন?
    উত্তর: ভারতীয় বিজ্ঞানীরা
  • সম্প্রতি কোন দেশের সীমান্তে দেয়াল নির্মাণ করা নিয়ে যুক্তরাষ্ট্রে অচলাবস্থা দেখা দিয়েছে?
    উত্তর: মেক্সিকো
  • সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোতে কোন সেবাটি চালু করার নির্দেশ দেয়?
    উত্তর: ‘ব্যাংকিং বুথ’ সেবা
  • সম্প্রতি বিশ্বব্যাংকের পদত্যাগকারী প্রেসিডেন্টের নাম কী?
    উত্তর: জিম ইয়ং কিম
  • সম্প্রতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পদত্যাগকারী গভর্নরের নাম কী?
    উত্তর: উর্জিত প্যাটেল (নতুন গভর্নর শক্তিকান্ত দাস)
  • সম্প্রতি কোন দেশের মহাকাশযান প্রথমবারের মতো চাঁদের দূর প্রান্তে বা অন্ধকার পৃষ্ঠে অবতরণ করেছে?
    উত্তর: চীনের চাং ’ই-৪ নামের মহাকাশযান
  • ২০১৮ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক কত?
    উত্তর: ১৫ দশমিক ৬৯ কোটি।
  • আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম?
    উত্তর: ৯৪তম ।
  • কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
    উত্তর: দ্বিতীয় ।
  • কোন দেশি মুদ্রার নাম লিরা?
    উত্তর: তুরস্কের।
  • কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে মানুষের জীবনযাত্রার ব্যয় কত শতাংশ বেড়েছে?
    উত্তর: ৬ শতাংশ (২০১৭ সালে ছিল ৮ দশমিক ৪৪) ।
  • কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে কত শতাংশ?
    উত্তর: ৫ দশমিক ১৯ শতাংশ (২০১৭ সালে ছিল ৭ দশমিক ১৭ শতাংশ)
  • কলকাতায় প্রথমবারের মতো নির্বাচিত মুসলিম মেয়র কে?
    উত্তর: ফিরহাদ হাকিম।
  • গ্রামীণ সড়ক উন্নয়নে কে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে?
    উত্তর: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ।
  • চলতি অর্থবছরে এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) আকার কত?
    ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা (১ হাজার ৫০৭টি প্রকল্প) ।
    গ্রন্থনা: মাহবুব আলম
  • জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ কত সালে করা হয়?
    উত্তর: ২০১১ সালে।
  • জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম?
    উত্তর: অষ্টম ।
  • ঢাকায় বাণিজ্য মেলার আয়োজক কে?
    উত্তর: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ।
  • পরিবার থেকে পালিয়ে যাওয়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল কুনুনকে কোন দেশ আশ্রয় দিয়েছে?
    উত্তর: কানাডা।
  • প্রথমবারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন একজন নারী। তাঁর নাম কী?
    উত্তর: ভারতের কলকাতার গীতা গোপীনাথ।
  • বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিশেষ গবেষণা জরিপ অনুযায়ী, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর কত শতাংশ ডায়াবেটিস রোগে আক্রান্ত?
    উত্তর: ১০ দশমিক ১৫ শতাংশ।
  • বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের নাম কী?
    উত্তর: মোহাম্মদ রেজা নাওফর।
  • বাংলাদেশের কোথায় জাপান এক হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে?
    উত্তর: নারায়ণগঞ্জের আড়াইহাজারে
  • বাংলাদেশের কোন জেলায় কুঁড়ার তেল উৎপাদিত হয়?
    উত্তর: বগুড়ায়।
  • বাংলাদেশের মোট কতটি পণ্য জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) সনদ পেয়েছে?
    উত্তর: ২টি (প্রথমটি জামদানি, দ্বিতীয়টি ইলিশ) ।
  • বাংলাদেশ-ভারত সীমান্ত হাট কোথায় অবস্থিত?
    উত্তর: ফেনীর ছাগলনাইয়ার রাধানগরে।
  • বিশ্বব্যাংকের মতে, কোন অঞ্চল বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমাণ অর্থনৈতিক অঞ্চল?
    উত্তর: দক্ষিণ এশিয়া।
  • বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০১৯-এর তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
    উত্তর: ৯৭তম (২০১৮ সালে ছিল ১০০তম) ।
  • সম্প্রতি নোবেল বিজয়ী কোন মার্কিন বিজ্ঞানী বর্ণবাদী মন্তব্য করে নিজের পদ হারিয়েছেন?
    উত্তর: জেমস ওয়াটসন।
  • হেমন্ত মেলার আয়োজক কে?
    উত্তর: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ।
  • শরণার্থীদের নিয়ে লেখা নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের সম্প্রতি প্রকাশিত বইটির নাম কী?
    উত্তর: উই আর ডিসপ্লেসড।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!