গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১১ প্রশ্ন ও উত্তর (জুলাই-ডিসেম্বর)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১১ প্রশ্ন ও উত্তর (জুলাই-ডিসেম্বর)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১১

অক্টোবর-ডিসেম্বর/জুলাই-ডিসেম্বর ২০১১ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া

১।Resoulation এর একক কোনটি?

(ক) ইঞ্চি

(খ)ডি. পি.আই

(গ)পিক্সেল

(ঘ)সেন্টিমিটার

উত্তরঃ(গ)পিক্সেল

২।Revert কী জন্য ব্যবহার করা হয়?

(ক)সেভ করা কাজ দেখার জন্য

(খ)দুটি কাজ একসাথে দেখার জন্য

(গ)সর্বশেষ সেভ করা কাজ দেখার জন্য

(ঘ)কালার পরিবর্তন এর জন্য

উত্তরঃ(খ)দুটি কাজ একসাথে দেখার জন্য

৩।কপি মার্জ কী?

(ক)ফাইল এর সিলেক্ট অংশ ব্যাকগ্রাউন্ড কপি করা

(খ)সিলেক্ট লেয়ার কপি করা

(গ)লেয়ার হতে লেয়ারের কাজ কপি করা

(ঘ)সব লেয়ার একত্রীকরণ

উত্তরঃ(ঘ)সব লেয়ার একত্রীকরণ

৪।কোন সিলেকশনে Define Pattern হয় না?

(ক)ইলিপস মারিকউ টুল

(খ)রেকট্যাঙ্গল মারিকউ টুল

(গ)লেসু টুল

(ঘ) ইলিপস টুল

উত্তরঃ(ঘ) ইলিপস টুল

৫।Magenta 100%,Yellow 100% মিলে কোন রং তৈরি হয়?

(ক)Green

(খ)Red

(গ)Blue

(ঘ)Black

উত্তরঃ(ঘ)Black

৬।Feather এর শর্টকার্ট কীবোর্ড কমান্ড কোনটি?

(ক)Shift>Ctrl>C

(খ)Ctrl>Alt+D

(গ)Shift+Ctrl+E

(ঘ)Ctrl+E

উত্তরঃ(গ)Shift+Ctrl+E

৭।ফ্লিপ হরিজন্টাল কী?

(ক)ছবি বড় করা

(খ)ছবি ছোট করা

(গ)বিপরীত দিকে ঘোরানো

(ঘ)উপরে নিচে ও বিপরীত দিকে ঘোরানো

উত্তরঃ(ঘ)উপরে নিচে ও বিপরীত দিকে ঘোরানো

৮।Platoon ইমেজ কী?

(ক)লেয়ার লিঙ্ক করা

(খ)ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ করা

(গ)লেয়ার মার্জ করা

(ঘ)ইমেজ ইফেক্ট দেয়া

উত্তরঃ(খ)ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ করা

৯।Drop Shadow কী?

(ক)একটি ইফেক্ট

(খ)কালার

(গ)স্ট্রোক

(ঘ)ফিল

উত্তরঃ(ঘ)ফিল

১০।ফটোশপে অ্যাঙ্কর পয়েন্ট কয় প্রকার?

(ক)৭ প্রকার

(খ)৪ প্রকার

(গ)৫ প্রকার

(ঘ)৩ প্রকার

উত্তরঃ(ঘ)৩ প্রকার

১১। Illustrator প্রোগ্রামের তথ্য অন্য প্রোগ্রাম এ পাঠানোর পদ্ধতিকে বলে-

(ক)Replace

(খ)Import

(গ)Export

(ঘ)Send to

উত্তরঃ(খ)Import

১২। Illustrator ডকুমেন্টে রুলার ব্যবহারের কমান্ড কোনটি?

(ক)Edit>Show Rulers

(খ)Window>Show Rulers

(গ)View>Show Rulers

(ঘ)Insert>Show Tools

উত্তরঃ(গ)View>Show Rulers

১৩। Illustrator ডকুমেন্টে টুলবার না থাকলে কীভাবে তা আনতে হয়?

(ক)Edit>Show tools

(খ)Window>Show tools

(গ)View>Show Tools

(ঘ)Insert>Show Tools

উত্তরঃ(গ)View>Show Tools

১৪। Illustrator  এ ডিফল্ট Artboard এর মাপ কত?

(ক)৬”X১২”

(খ)৮.৫”X ১১”

(গ)৮.৫”X১০”

(ঘ)৬”X১০”

উত্তরঃ(খ)৮.৫”X ১১”

১৫।Quark Xpress এ File Extension কী?

(ক).Qai

(খ).QPSd

(গ).QXPd

(ঘ).QXd

উত্তরঃ(ঘ).QXd

১৬।Quark Xpress এ Kearning and Tracking অপশন আছে-

(ক)৫টি

(খ)২টি

(গ)৪টি

(ঘ)৩টি

উত্তরঃ(গ)৪টি

১৭।Macromedia Flash এর মুভিতে কয় ধরনের Symbol ব্যবহার করা হয়?

(ক)২ ধরনের

(খ)৩ ধরনের

(গ)৪ ধরনের

(ঘ)৫ ধরনের

উত্তরঃ(খ)৩ ধরনের

১৮।<EM>………MEm> অথবা <l>…….</I> ব্যবহার করে ওয়েব থেকে কী সুবিধা পাওয়া যায়?

(ক)লেখার রং দেখা যায়

(খ)লেখার রং মুছা যায়

(গ)লেখা ইটালিক করা যায়

(ঘ)লেখা বড়/ছোট করা যায়

উত্তরঃ(গ)লেখা ইটালিক করা যায়

১৯।Maximum Movie Frame এর সাউজ কত?

(ক)2000*2400 pixels

(খ)2880*2880 pixels

(গ)3200*320 pixels

(ঘ)5000*4000 pixels

উত্তরঃ(ঘ)5000*4000 pixels

২০।সাউন্ড এডিটিং এর ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক)Window>Panels>Sound

(খ)File>Open>Sound

(গ)Format>Sound>Edit

(ঘ)View>Edit>Sound

উত্তরঃ(ক)Window>Panels>Sound

২১।Brusheer Palate এ …………..ধরনের Brush আছে।

উত্তরঃ১২

২২।Vector ইমেজকে ……..ইমেজে রূপান্তর করা যায়।

উত্তরঃRaster বা Pixel

২৩।প্রিন্ট করার পর Image এর  চারপাশে সমানভাবে কাটার জন্য দেয়া ছককে বলে…………..।

উত্তরঃCMYK

২৪।প্রোগ্রামে মোট………….টি টুল আছে।

উত্তরঃ১৩

২৫।যে কোন Printing Matter প্রিন্ট দিতে হলে………….করে নিতে হয়।

উত্তরঃSelect

২৬।Scratch Area তে বিদ্যমান অবজেক্টগুলোকে প্রিন্ট করা যায়।

উত্তরঃ”স”

২৭।Polygon দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়।

উত্তরঃ”স”

২৮।অবজেক্টকে Hide করার মাধ্যমে কাজের গতি বাড়ানো যায়।

উত্তরঃ”স”

২৯।Line ও Cruve এই দু’ধরনের Bezier Path বিদ্যামান।

উত্তরঃমি

৩০।প্রেসের প্রিন্ট মেশিনে প্রিন্ট RGB Color Mode করতে ব্যবহৃত হয়?

উত্তরঃ”স”

৩১।মাল্টিমিডিয়া কোর্সটির প্রয়োজনীয়তা উল্লেখ কর।

উত্তরঃমাল্টিমিডিয়া কোর্স শিখে একজন শিক্ষার্থী গাফ্রিক্সের বিভিন্ন ধরনের কাজ করতে পারবে।

৩২।Vector এবং Rester গ্রাফিক্স বলতে কী বোঝায়?

উত্তরঃগ্রাফিক্স মোড।

৩৩।মাল্টিমিডিয়া বলতে কী বোঝায়?

উত্তরঃMilti অর্থ বহু এবং Media অর্থ মাধ্যম। অর্থাৎ বহু মিডিয়া হলো মাল্টিমিডিয়ার পূর্ণনাম।

৩৪।Adobe Photoshop কোন ধরনের প্রোগ্রাম?

উত্তরঃগ্রাফিক্স সফটওয়্যার

৩৫।Adobe Photoshop প্রোগ্রামে লেয়ার ব্যবহার হয় কেন?

উত্তরঃলেয়ার উপরে নিচে দেয়ার জন্য

৩৬।Adbo Illustrator প্রোগ্রামে কয় ধরনের গ্রাফ আছে?

উত্তরঃ২

৩৭।গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে Quark Xpress এর কাজ কী?

উত্তরঃলেখালেখি করা।

৩৮।গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে Micro Media Flash এর ভূমিকা কী?

উত্তরঃগ্রাফিক্সের মধ্যে দৃশ্যমান ফুটিয়ে তোলা

৩৯।Adobe Illustrator কোন ধরনের প্রোগ্রাম ,সংক্ষেপে বর্ণনা কর।

উত্তরঃগ্রাফিক্স সফটওয়্যার ।তবে এখানে গ্রাফিক্সের সাথে লেখালেখির কাজ করা হয়।

৪০।Color Separation বলতে কী বোঝায়?

উত্তরঃColor এর সঠিক নির্দেশনা বা ঠিক কম কালার তৈরি করা।

৪১।Screw driver is…………….useful tool.

Ans.an

৪২।Television is an……………..appliance.

Ans.intersting

৪৩।Ohm is the unit of……………………..

Ans.cirrent

৪৪।…………………is the capital of Bangladesh.

Ans.Dhaka

৪৫।How many parts of a hammer has?

Ans.Two

৪৬।What is the Full meaning of A.C?

Ans.Alternating Current.

৪৭।What is meant by the memory of computer.

Ans.It is a storage device

৪৮।Write down the name of your institute in English.

Ans.Star Computers

৪৯।Bangladesh is located in-

Ans.Asia

৫০।We can print a document by using-

Ans.A printer

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!