অজৈব রসায়ন (Inorganic Chemistry)
১.ল্যাকটিক এসিড পাওয়া যায় দুধে।
২. হাইড্রোক্লোরিক এসিড, সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড হলো তীব্র এসিড।
৩. যে কোন ধাতুর অক্সাইড বা হাইড্রোক্লাইড যৌগ বা যাএসিডের বিক্রিয় কেও লবণ ও পানি উৎপন্ন কেও তাকে ক্ষরকe‡j|Ca(OH)2, NaOH, KOH ইত্যাদি।
৪. পানিতে দ্রবীভুত সকল ক্ষারককে ক্ষার বলে। যেমন NaOH, NH4OH ইত্যাদি।
৫.যে পানিতে অল্প সাবানে সহজেই প্রচুর ফেনা উৎপন্ন হয়, তাকে মৃদু পানি বলে। যেমন বৃষ্টির পানি, পুকুরের পানি।
৬.প্রাকৃতিক পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ধাতুর দ্রবণীয় হাইড্রোজেন কার্বনেট, সালফেট ক্লোরাইড প্রভুতি লবণ দ্রবীভুত থাকলে পানি খর হয়। আয়রন বা লোহার উপস্থিতিতে পানিতে খর লক্ষণীয়।
৭. প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবেচেয়ে মৃদু পানি হলো বৃষ্টির পানি।
৮. পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন।
৯. নিউট্রন চার্জবিহীন কণিকা। বিজ্ঞানী চ্যাডউইন,প্রোটন এবং নিউট্রন।
১০.ইলেকট্রন আবিস্কার করন জন থমসন এবংপ্রোটন আবিস্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড।
১১. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে।
১২. পরমাণুর নিউফ্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে।
১৩. পরমাণূতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান হলে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।
১৪.নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পরমাণূও পারমাণবিক সংখ্যা বলে।
১৫.আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩।
১৬. যে সকলমৌলে প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ভর সংখ্য ভিন্ন তাদেও আইসোবার বলে।
১৭. যে সকল ভিন্ন ভিন্ন মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের আইসোটোন বলে।
১৮. যে সকল ভিন্ন ভিন্ন মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেও আইসোটাপ বলে।
১৯. নিস্ক্রিয় গ্যাস গুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন।
২০. ভড়িৎ বিশ্লেষনের সাহায্যেএক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রাপ্লেটিং বা তড়িৎ প্রলেপ বলে। যেমন-লোহর উপর নিকেল ধাতুর তড়িৎ প্রলেপন দেওয়া হয়।
২১. ডিউটেরিয়াম অক্সইডকে ভারি পানি এর সংকেত D2O,
২২. পারমাণবিক চুল্লিতে D2O, ব্যবহৃত হয়।
২৩. সাধরণ বৈদৃতিক বালবের স্থায়িত্ব বৃদ্ধির জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়।
২৪. বেলনে ও বিমানে হিলিয়ম রঙিন বাতিতে নিয়ন বিমানের আলেক সংকেতjvB‡U,TV লীন টিউবলাইটে এবং বৈদ্যুতিক বলবে আর্গন ব্যাবহৃত হয়।
২৫. অগ্নিনির্বাপক সিলিন্ডেও তরণ কার্বন ডাই- অক্সাইড থাকে।
২৬.দুই অণুর মধ্যবতী দূরত্বকে আন্তঃআণবিক দূরত্ব থাকে।
২৭. আকোয়া রেজিয়া হচ্ছে এক আয়তন নাইট্রিক এসিড ও তিন আয়তন HCI এর মিশ্রণ।
২৮. পাস্তুরায়ন হলো দুধকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া।
২৯. বিজ্ঞানী উরে ভারী পানি আবিস্কার করেন।
৩০. পরমানুর নিউক্লিয়াসেপ্রোটন ও নিউট্রন থাকে।.