আবহাওয়া ও জলবায়ু

আবহাওয়া ও জলবায়ু (Weather and Climate)

• ভৌগলিকভাবে বাংলাদেশ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত |
• বাংলাদেশের জলবায়ু সমভাবপন্ন
• কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে। এটি ঝিনাইদহ থেকে ঢাকা দিয়ে কুমিল্লা জেলার উপর দিয়ে চলে গেছে।
• দক্ষিণ-পশ্চিমে মৌসুমী বায়ুর প্রভাব বর্ষাকালে বাংলাদেশের প্রচুর বৃষ্টিপাত হয়।
• বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখান আর সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে।
• বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম জেলা রাজশাহী এবং সবচেয়ে উষ্ণতম স্থান নাটোরের লালপুর। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা সিলেট এবং শীতলতম স্থান শ্রীমঙ্গল।
• বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি।
• বাংলাদেশে মোট ৬টি ঋতু। বাংলাদেশে মার্চ থেকে জুন পর্যন্ত গ্রীষ্ম, জুন থেকে অক্টোরব পর্যন্ত বর্ষাকাল, নভেম্বর থেকে জানুয়ারী থেকে ফেব্রুয়ারী পর্যন্ত শীতকাল।
• ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশে আবহাওয়া অফিস প্রতিরক্ষা মন্ত্রানালয়ের অধিনে।
• বাংলাদেশর বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সে.মি।
• সবচেয়ে বড় দিন ও ছোট রাত্রি হচ্ছে ২৩ জুন। সবচেয়ে ছোট দিন ও বড় রাত্রি হচ্ছে ২২ ডিসেম্বর এবং দিবারাত্রি সমান ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর |
• আবহাওয়া কেন্দ্র ৪টি (ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার, খেপুপাড়া)
• আবহাওয়া অধিদপ্তর- ঢাকার আগারগাঁও, বাতিঘর-কুতুবদিয়া
• বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের অধীন
• ঘূর্ণিঝড় ও দূর্যোগের ক্ষেত্রে বাংরাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র- SPARSO
• দূর্যোগ ব্যবস্থাপনা বুরে‌্য প্রতিষ্ঠা- ১৯৯৩
• কালবৈশাখী ঝড়ের কারণ-উত্তর পশ্চিম বায়ু
• Bangladesh Environment Management Foram (BEMF) বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠন।
• ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের মার্কিন যে ট্রান্সফোর্স আসে তার নাম ছিল- অপারেশন সি এঞ্জেল
• এ যাবতকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল- ১৯৭২ সালের ১৮মে, ৪৫.১ ডিগ্রি সে. (রাজশাহীতে)
• বাংলাদেশের শীতকালের বৈশিষ্ট্য- শুল্ক আবহাওয়া, কম বৃষ্টিপাত, প্রচুর শাকসবজি পাওয়া যায়
• আবহাওয়া দপ্তর কমপক্ষে কতঘন্টা পূর্বে বিপদ সংকেত দেয়?- আঘাত হানার পর ১৮ ঘন্টা পূর্বে।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!