এন্টার্কটিকা মহাদেশ (Antarctica)
আয়তন ঃ ১,৩২,০৯০০০ বর্গ কিলোমিটার
জনসংখ্যা ঃ ৪০০০ জন মাত্র (অস্থায়ী)
জলবায়ু ঃ শৈত্যপ্রবাহ, তুষার ঝড় মেঘময়, কুয়াশাচ্ছন্ন, মেরুদেশীয় আবহাওয়া। বড় বড় বরফখন্ড আইসবার্গ উপকূল অঞ্চলকে ঘিরে রেখেছে।
পর্যটন ঃ অধিকাংশ পর্যটক জাহাজে এন্টার্কটিকায় যায়। ১৯৮৩ সালে চীন সেখানকার কিং জর্জ দ্বীপে ৮০ শয্যা বিশিষ্ট একটি হোটেল তৈরী করে।
সম্পদ ঃ সামুদ্রিক পাথর প্রধান সম্পদ
জীবজন্তু ঃ এন্টার্কটিকার প্রাণীদের মধ্যে পেঙ্গুইন অন্যতম।