কম্পিউটার (Computer)
কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র । কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। Compute শব্দ থেকে Computer কথাটির উৎপত্তি হয়েছে। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। প্রাথমিক অবস্থায় এটি শুধু গণনার কাজে ব্যবহার করা হত । বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক, যৌক্তিক ও সিদ্ধান্ত মূলক কাজ করা যায়। কম্পিউটার এমন একটি যন্ত্র ,যার মধ্যে কোন ডাটা ইনপুট করলে নির্ভর ফলাফল আমরা পেতে পারে।
অর্থাৎ কম্পিউটার একটি জটিল ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ডিভাইস যাহা ব্যবহারকারী থেকে নির্দেশনা গ্রহণ করে ও সে অনুযায়ী উপযুক্ত ফলাফল প্রদর্শন করে । যার মধ্যে গাণিতিক, যৌক্তিক, সিদ্ধান্ত মূলক কোন ডেটা প্রেরণ(Data Input) করলে সেটা প্রক্রিয়াকরণ ( Process) হওয়ার পর ফলাফল (Output) হিসেবে পাওয়া যায়, তাকে কম্পিউটার বলে ।
কম্পিউটারের কাজ করার ধরণ ( Functions of Computer)
কি-বোর্ড, মাউস ইত্যাদি ইনপুট ডিভাইসের মাধ্যমে কোন ডাটা কম্পিউটারে ইনপুট করলে তার প্রসেস করে থাকে।
প্রসেস কৃত সকল ডাটা কম্পিউটার বাইনারি নাম্বার (0) এবং(1) পদ্ধতিতে পরিবর্তন করে কাজ করে থাকে।
কম্পিউটার ডাটা গ্রহণ, স্টোর ও অ্যানালাইসিস করে এর ফলাফল মনিটর, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি আউটপুট ডিভাইসের মাধ্যমে দেখায় এবং প্রিন্টারের মাধ্যমেপ্রিন্ট করা যায়।