কম্পিউটারের ইতিহাস

কম্পিউটারের ইতিহাস( History of Computer)

 

মানুষ প্রথমে নুড়ি, পাথর, ঝিনুক, হাতের আঙ্গুল, দড়ির গিঁট ইত্যাদির মাধ্যমে গণনা করতো ।কালের বিবর্তনে মানুষের চিন্তাশক্তি পরিবর্তনের কারণে ক্রমাগত গবেষণা ও উদ্ভাবনের ফসল হলো কম্পিউটার । কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। গণনাকারী যন্ত্র হিসেবে প্রথমে অ্যাবাকাস নামক কম্পিউটার চীন ১৮দেশে তৈরি করা হয়। তারপর কালের বিবর্তন এর পাশাপাশি কম্পিউটার- এর ব্যাপক পরিবর্তন সাধিত হয়। আধুনিক কম্পিউটার এর রূপরেখা তৈরি করেন ব্রিটিশ গণিত বিশারদ চার্লস ব্যাবেজ । তিনি ১৮৩৩ সালে এনালিটিক্যাল নামক গণনাকারক যন্ত্র তৈরীর পরিকল্পনা করেন। এ যন্ত্রে যাতে স্মৃতি ধরে রাখা যায় তার পরিকল্পনা করেন। কিন্তু অর্থনৈতিক অভাবের কারণে তার এ প্রচেষ্টা সাফল্য অর্জন করতে পারেনি।

তবে তার এ পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের আধুনিক কম্পিউটার। তাই চার্লস ব্যাবেজ কে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। টমি ফ্লাউয়ার্স ,অ্যালেন টারিং প্রমুখ গবেষকদের অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে 1943 সালে নির্মিত Colossus কম্পিউটার । ভ্যাকুয়াম টিউব দিয়ে নির্মিত এটি হচ্ছে সর্বপ্রথম সম্পন্ন ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। অন্যদিকে আটলান্টিক মহাসাগরের ওপারের যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্রের পথ পরিমাপের জন্য দ্রুতগতির হিসাব যন্ত্রের প্রয়োজন উপলব্ধি করে। লক্ষ্য স্থানে দূরত্বের উপর নির্ভর করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কোণ পরিবর্তন করতে হয়।

এর জন্য দূরত্বের সাথে কোণের সম্পর্কের সারণী তৈরীর প্রয়োজন।

 

মেরিল্যান্ড ব্যালিস্টিক রিসার্চ ল্যাব  ১৯৪৩সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার  মূর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক জন মুশলী( John Mauchly) এবং তার প্রকৌশলী জে. প্রেসপার ইকার্ড (J. Presper Eckert) কে এ কাজের জন্য নিয়োজিত করে। এ প্রকল্প থেকেই জন্ম নেয় ENIAC(Electeical Numerical Integrator And Calculator)কম্পিউটার। এ  ENIAC কম্পিউটার নির্মাণ কাজ শেষ হয় হাজার ১৯৪৫ সালের নভেম্বর মাসে। ত্রিশ টন ওজনের ENIAC কম্পিউটার প্রতি সেকেন্ডে ১৪০ কিলোওয়াট বিদ্যুৎ শক্তির প্রয়োজন হত। ১৯৪৪ আমেরিকার চারজন প্রকৌশলীর সহযোগিতায় Mark-1 নামে একটি স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার তৈরি হয়। এটি ছিল ৫১ ফুট লম্বা এবং ৮ ফুট উঁচু।

 

১৯৪৬ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মরিস উইলকশ EDSAC( Electronic Delay Storage Automatic ) নামক স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার প্রস্তুত করেন। রেমিংটন ব্যান্ড নামক কোম্পানি হাজার ১৯৫১ সালে ইউনিভ্যাক -১নামে কম্পিউটার তৈরি করেন। এটি প্রথম বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত হয়। এ কম্পিউটার একই ক্রিস্টাল ডায়োডের সুইচ ও ভ্যাকুয়াম টিউব সার্কিট ব্যবহার করা হয়। এটি একই সাথে তথ্য পড়া, গণনা ও লেখার কাজে কাজ করতে পারে। ট্রানজিস্টর আবিষ্কৃত হওয়ার পর কম্পিউটার আকারে ছোট হয়ে যেতে শুরু করে।IC ব্যবহারে কম্পিউটার এর আকার আরো ছোট হতে থাকে।

 

কম্পিউটারের সবচেয়ে বড় বিপ্লব ঘটে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে । ১৯৭১সালে সর্বপ্রথম আমেরিকায় ইন্টেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে। এটি আবিষ্কারের ফলে কম্পিউটার একটি বক্সের মত ছোট আকার ধারণ করে এবং কাজের গতি বৃদ্ধি পায়। বর্তমান বাজারে 3.0 GHz এর অধিক ক্ষমতা সম্পন্ন মাইক্রোপ্রসেসর পাওয়া যায়।High Speed প্রসেসর এর সাহায্যে ইন্টারনেট ও

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!