কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা জানুয়ারি-মার্চ ২০১৮

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৮

জানুয়ারি-মার্চ ২০১৮

সেশন বিষয় :- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ( বিষয় কোড :- ৭৬)

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (২৬)

১. প্রশ্ন: Application software কী?
উত্তর: ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়।

২. প্রশ্ন: Mail মার্জ বলতে কী বুঝায়?
উত্তর: একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।

৩. প্রশ্ন: ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী?
উত্তর: ডাটাবেসের উপাদানগুলো হলো— ডাটা, রেকর্ড ও ফিল্ড।

৪. প্রশ্ন: Worksheet ও Workbook কী?
উত্তর: ওয়ার্কশীট: মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিটে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেষণ বা পরিগণনা করা হয়। সংরক্ষিত স্প্রেডশিট ফাইলকে ওয়ার্কশীট বলে।
ওয়ার্কবুক: সুবিশাল শিটের যে অংশে কাজ করা হয় বা একাধিক ওয়ার্কশীটের সমষ্টিকে ওয়ার্কবুক বলে।

৫. প্রশ্ন: MS-Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে কী বলে?
উত্তর: সেল (Cell)।

৬. প্রশ্ন: কম্পিউটার পরিচালনায় Windows সফটওয়্যারের প্রয়োজনীয়তা কী?
উত্তর: অপারেটিং সিস্টেম (যেমন- উইন্ডোজ) কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল করে। যদি কোনো কম্পিউটারে অপারেটিং সিস্টেম না থাকে তাহলে সেই কম্পিউটারে কাজ করা সম্ভব নয়। তাই কম্পিউটার চালাতে হলে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ সফটওয়্যার অপরিহার্য।

৭. প্রশ্ন: Excel-এ “=” চিহ্ন কখন ব্যবহৃত হয়?
উত্তর: ফর্মূলা লেখার জন্য বা গাণিতিক কাজ শুরু করার জন্য ব্যবহৃত হয়।

৮. প্রশ্ন: গ্রাফ বা চার্ট কী?
উত্তর: গাণিতিক তথ্যসমূহের চিত্রসময় উপস্থাপনকে গ্রাফ বা চার্ট বলে।

৯. প্রশ্ন: Speaker notes কী?
উত্তর: স্পিকার নোট হলো পাওয়ার পয়েন্ট স্লাইডে একটি হিডেন (লুকায়িত) এরিয়া, যা উপস্থাপক বা স্পিকারের জন্য রেফারেন্স বা সহায়ক নোট হিসেবে কাজ করে।

১০. প্রশ্ন: MS-Access এর কুয়েরি কেন ব্যবহার করা হয়?
উত্তর: বিপুল পরিমান তথ্য সম্বলিত ডাটাবেস থেকে প্রয়োজনীয় যে কোনো তথ্য কিংবা রেকর্ডসমূহ খুব সহজে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জন্য কুয়েরি ব্যবহার করা হয়।

১১. প্রশ্ন: Yahoo messenger এর কাজ কী?
উত্তর: চ্যাটিং (Chatting) করা এবং Text, Audio, Video ইত্যাদি মেসেজ পাঠানো।

১২. প্রশ্ন: হাইপার লিংক বলতে কী বোঝায়?
উত্তর: একটি ওয়েব পেইজের সাথে অপর একটি ওয়েব পেইজের বা ফাইলের সংযোগ স্থাপন করাকে হাইপার লিংক বলা হয়।

১৩. প্রশ্ন: ENIAC এর পূর্ণনাম কী?
উত্তর: Electronic Numerical Integrator and Calculator.

১৪. প্রশ্ন: Page break এর কাজ হলো ……………….. করা।
উত্তর: পৃষ্ঠাকে দ্বিখন্ডিত করা (নতুন পৃষ্ঠায় যাওয়া)।

১৫. প্রশ্ন: ইন্টারনেটে বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়—
উত্তর: বিজয় বাংলা, অভ্র সফটওয়্যার।

১৬. প্রশ্ন: ‘OR’ একটি ……….. ফর্মূলা।
উত্তর: লজিক্যাল (Logical)।

১৭. প্রশ্ন: স্লাইড শো এর জন্য ………. ফাংশন ’কী’ চাপতে হয়।
উত্তর: F5

১৮. প্রশ্ন: ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী ………।
উত্তর: উপাদান (বা টুল/কমান্ড)।

১৯. প্রশ্ন: Primary Key এর কাজ হলো …………….।
উত্তর: ইউনিক বা অদ্বিতীয় ’কী’ বা ফিল্ড তৈরী করা।

২০. প্রশ্ন: ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ………… বলে।
উত্তর: ই-মেইল (E-mail)।

২১. প্রশ্ন: উইন্ডোজ স্ক্রিন …………….. করা যায়।
উত্তর: ছোট/বড় (Minimize/Maximize/Resize) করা যায়।

২২. প্রশ্ন: কম্পিউটার সংগঠনের প্রধান অংশ ………. টি।
উত্তর: ৩টি (ইনপুট, সিপিইউ, আউটপুট)।

২৩. প্রশ্ন: Mozilla Firefox হলো এক ধরনের …………..।
উত্তর: ওয়েব ব্রাউজার (Web Browser)।

২৪. প্রশ্ন: স্ক্যানার একপ্রকার ………………… ডিভাইস।
উত্তর: ইনপুট (Input)।

২৫. প্রশ্ন: Undo করার জন্য সংক্ষিপ্ত Command …………।
উত্তর: Ctrl+Z

২৬. প্রশ্ন: ভাইরাস প্রটেক্ট করার জন্য …………. ব্যবহৃত হয়।
উত্তর: অ্যান্টিভাইরাস (Antivirus)।

সত্য/মিথ্যা নির্ণয় সঠিক উত্তর (২৭৩৮)

২৭. প্রশ্ন: আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারকে চারভাগে ভাগ করা যায়।
উত্তর: সত্য।

২৮. প্রশ্ন: Office program এর ডাটা My computer এ Save হয়।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: অফিস প্রোগ্রামের ডাটা হার্ড ডিস্ক বা নির্দিষ্ট ড্রাইভে (যেমন Documents ফোল্ডারে) সেভ হয়।

২৯. প্রশ্ন: এক্সেলের ওয়ার্কশিট হলো কলাম ও রো এর সমন্বয়ে গঠিত শিট।
উত্তর: সত্য।

৩০. প্রশ্ন: নতুন প্রেজেনটেশন তৈরীর জন্য Outline অপশনটি ব্যবহৃত হয়।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: নতুন প্রেজেনটেশন তৈরীর জন্য New Slide বা Template ব্যবহৃত হয়। (Outline হলো একটি ভিউ)।

৩১. প্রশ্ন: Form-এর কাজ হলো রেকর্ডগুলো সাজানো।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: Form এর কাজ হলো ডাটা ইনপুট দেওয়া এবং প্রদর্শন করা। (রেকর্ড সাজানোর কাজ করে Sort)।

৩২. প্রশ্ন: Website চিঠিপত্র লেখার কাজে ব্যবহৃত হয়।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: চিঠিপত্র লেখার কাজে ওয়ার্ড প্রসেসর (যেমন MS Word) বা ই-মেইল ব্যবহৃত হয়।

৩৩. প্রশ্ন: ’কী বোর্ডে’ ফাংশন কী এর সংখ্যা ১২ টি।
উত্তর: সত্য।

৩৪. প্রশ্ন: CD ROM-এ CD write করা যায় না।
উত্তর: সত্য। (CD ROM থেকে শুধু পড়া যায়, রাইট করার জন্য CD Writer প্রয়োজন)।

৩৫. প্রশ্ন: কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে প্রসেসর বা CPU (Central Processing Unit)।

৩৬. প্রশ্ন: Exit কমান্ড File মেন্যুতে থাকে।
উত্তর: সত্য।

৩৭. প্রশ্ন: RAM-একটি স্থায়ী মেমরি।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: RAM একটি অস্থায়ী (Volatile) মেমরি।

৩৮. প্রশ্ন: Hard disk একটি Processing ডিভাইস।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: Hard disk একটি স্টোরেজ (Storage) বা মেমরি ডিভাইস।

সঠিক উত্তরটি লেখ (MCQ) [৩৯৫০]

৩৯. প্রশ্ন: মাইক্রোপ্রসেসরের কাজ কী?
ক) তথ্য ইনপুট করা
খ) তথ্য সংরক্ষন করা
গ) তথ্য মুদ্রন করা
ঘ) তথ্য প্রক্রিয়াকরণ করা
সঠিক উত্তর: ঘ) তথ্য প্রক্রিয়াকরণ করা

৪০. প্রশ্ন: কোনটি Desktop icon?
ক) Operating System
খ) Mouse
গ) DOS
ঘ) Recycle bin
সঠিক উত্তর: ঘ) Recycle bin

৪১. প্রশ্ন: এম এস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার?
ক) অপারেটিং সিস্টেম
খ) অনুধাবন প্রোগ্রাম
গ) প্যাকেজ প্রোগ্রাম
ঘ) ইউটিলিটি সফটওয়্যার
সঠিক উত্তর: গ) প্যাকেজ প্রোগ্রাম

৪২. প্রশ্ন: Row hide ব্যবহৃত হয়
ক) Column কে লুকিয়ে রাখতে
খ) Column ও Row কে লুকিয়ে রাখতে
গ) মুছে ফেলতে
ঘ) Row কে লুকিয়ে রাখতে
সঠিক উত্তর: ঘ) Row কে লুকিয়ে রাখতে

৪৩. প্রশ্ন: MS-Powerpoint –এর কয়টি মেন্যু আছে?
ক) ৮টি
খ) ৯টি
গ) ৭টি
ঘ) ১০টি
সঠিক উত্তর: গ) ৭টি (Office 2007 অনুযায়ী) অথবা খ) ৯টি (ভার্সন ভেদে ভিন্ন হতে পারে, তবে বোর্ড প্রশ্নের স্ট্যান্ডার্ড উত্তর ৭ বা ৯ ধরা হয়)

৪৪. প্রশ্ন: =PMT ফর্মুলার মাধ্যমে
ক) পাক্ষিক কিস্তির পরিমাণ বের করা
খ) বাৎসরিক কিস্তির পরিমাণ বের করা
গ) মাসিক কিস্তির পরিমাণ বের করা
সঠিক উত্তর: গ) মাসিক কিস্তির পরিমাণ বের করা

৪৫. প্রশ্ন: (১৫)১০ সংখ্যাটির বাইনারি মান কত?
ক) ১০১০
খ) ১০১১
গ) ১১১১
ঘ) ১১০১
সঠিক উত্তর: গ) ১১১১

৪৬. প্রশ্ন: বিশ্বের বড় বড় গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় গবেষনা প্রতিষ্ঠানের সাথে তথ্য আদান প্রদানের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
ক) ইন্টারনেট
খ) ইনটেল
গ) ফোন
ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর: ক) ইন্টারনেট

৪৭. প্রশ্ন: সম্পূর্ণ ডকুমেন্ট একসাথে Select করতেকীবোর্ড শর্ট কমান্ড কোনটি?
ক) File-OK
খ) Alt-Ctrl-Enter
গ) Alt-Ctrl-OK
ঘ) Ctrl-A
সঠিক উত্তর: ঘ) Ctrl-A

৪৮. প্রশ্ন: =Now ( ) ফাংশন কী নির্দেশ করে?
ক) আজকের সময়
খ) কোনোটিই নয়
গ) আজকের তারিখ
ঘ) আজকের তারিখ ও সময়
সঠিক উত্তর: ঘ) আজকের তারিখ ও সময়

৪৯. প্রশ্ন: Kaspersky একটি
ক) অ্যান্টিভাইরাস
খ) ভাইরাস
গ) কোনোটিই নয়
ঘ) মিডিয়া প্লেয়ার
সঠিক উত্তর: ক) অ্যান্টিভাইরাস

৫০. প্রশ্ন: MS Access এর ক্ষেত্রে Relation হচ্ছে
ক) Table
খ) Record
গ) Information
ঘ) Data
সঠিক উত্তর: ক) Table

English Question & Answer [51-60]

  1. Question: Who is the Prime Minister of Bangladesh? (As per 2018 Context)
    Answer: Sheikh Hasina.
  2. Question: What is the staple food of Bangladesh?
    Answer: Rice.
  3. Question (Translation): চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে।
    Answer: The moon moves round the earth.
  4. Question (Translation): সে তিন দিন থেকে জ্বরে ভুগছে।
    Answer: He has been suffering from fever for three days.
  5. Question (Translation): আমি এইমাত্র এসেছি।
    Answer: I have come just now.
  6. Question (Translation): আমার মা আমাকে খুব ভালোবাসেন।
    Answer: My mother loves me very much.
  7. Question (Translation): তুমি কি অসুস্থ?
    Answer: Are you ill?
  8. Question (Fill in the blank): Rahim is ……………. university student.
    Answer: a (Rahim is a university student.)
  9. Question (Fill in the blank): It is ten o’clock …………. my watch.
    Answer: by (It is ten o’clock by my watch.)
  10. Question (Fill in the blank): Parul and Bokul ………… friends.
    Answer: are (Parul and Bokul are friends.)

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!