কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা জানুয়ারি-মার্চ ২০১৫

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৫

জানুয়ারিমার্চ ২০১৫

সেশন বিষয় :- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ( বিষয় কোড :- ৭৬)

 সঠিক উত্তরটি লেখ (MCQ) [১০]

. প্রশ্ন: এক কিলোবাইট সমান কত?
) ১০১১ কিলোবাইট
) ১০২৪ কিলোবাইট
) ১১২৪ কিলোবাইট
) ১০১৪ কিলোবাইট
সঠিক উত্তর: ) ১০২৪ কিলোবাইট (দ্রষ্টব্য: প্রকৃত উত্তর ১০২৪ বাইট, তবে অপশন অনুযায়ী ১০২৪ সংখ্যাটি সঠিক)

. প্রশ্ন: ডট মেট্রিক্স প্রিন্টার হলো
) মেমোরি
) প্রক্রিয়াকরণ ডিভাইস
) আউটপুট ডিভাইস
) ইনপুট ডিভাইস
সঠিক উত্তর: ) আউটপুট ডিভাইস

. প্রশ্ন: Save এর কী বোর্ড কমান্ড কোনটি?
) Ctrl + P
) Ctrl + S
) Ctrl + X
) Ctrl + C
সঠিক উত্তর: ) Ctrl + S

. প্রশ্ন: ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন Object টি ব্যবহৃত হয়?
) OLE
) Yes/No
) Text
) Hyperlink
সঠিক উত্তর: ) OLE (Object Linking and Embedding)

. প্রশ্ন: কোন মেনুতে Sort/formula থাকে?
) Insert
) Edit
) Table
) Tools
সঠিক উত্তর: ) Table (পুরাতন ভার্সন অনুযায়ী) অথবা Data মেনু (নতুন ভার্সন অনুযায়ী) অপশন অনুযায়ী ‘Table’ সঠিক

. প্রশ্ন: ফার্মওয়্যার হচ্ছে
) HDD
) ROM
) কোনোটিই নয়
) RAM
সঠিক উত্তর: ) ROM

. প্রশ্ন: নিচের কোনটি সহায়ক (Secondary) মেমোরি?
) কোনোটিই নয়
) RAM
) ROM
) HDD
সঠিক উত্তর: ) HDD (Hard Disk Drive)

. প্রশ্ন: কোন প্রোগ্রাম দিয়ে Presentation তৈরী করা হয়?
) MS Excel
) MS Powerpoint
) MS-Word
) MS Access
সঠিক উত্তর: ) MS Powerpoint

. প্রশ্ন: LAN শব্দের পূর্ণরূপ কোনটি?
) Local Area network
) Logal Assemble network
) Lokal Area network
) Local Assemble network
সঠিক উত্তর: ) Local Area network

১০. প্রশ্ন: কোনটি Antivirus ডিভাইস/সফটওয়্যার নয়?
) Norton
) AVG
) Avast
) Linax
সঠিক উত্তর: ) Linax (এটি একটি অপারেটিং সিস্টেম, লিনাক্স)


শূন্যস্থান পূরণ কর [১১২০]

১১. প্রশ্ন: RAM এর পূর্ণরূপ ………….
উত্তর: Random Access Memory.

১২. প্রশ্ন: A4 সাইজ কাগজের পরিমাপ হচ্ছে ……………..
উত্তর: প্রস্থ .২৭” , দৈর্ঘ্য ১১.৬৯” (8.27 inch x 11.69 inch)

১৩. প্রশ্ন: Excel এর Row সংখ্যা ………টি [Excel 2003]
উত্তর: ৬৫,৫৩৬ টি

১৪. প্রশ্ন: Recycle Bin ফোল্ডারে …………….ফাইল জমা থাকে
উত্তর: অপ্রয়োজনীয় ডিলেটকৃত (Deleted) ফাইল

১৫. প্রশ্ন: একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য………………কমান্ড ব্যবহৃত হয়
উত্তর: Mail merge.

১৬. প্রশ্ন: কম্পিউটারের মাধ্যমে পারস্পারিক যোগাযোগকে……………….. বলে
উত্তর: নেটওয়ার্ক (Network)

১৭. প্রশ্ন: WWW এর পূর্ণরূপ ………..
উত্তর: World Wide Web.

১৮. প্রশ্ন: Page break এর কাজ হলো……………..করা
উত্তর: একটি পেইজকে দ্বিখন্ডিত করা (বা নতুন পৃষ্ঠা সংযোজন করা)

১৯. প্রশ্ন: স্ক্যানার এক প্রকার………………ডিভাইস
উত্তর: ইনপুট (Input)

২০. প্রশ্ন: Data Paste করার সংক্ষিপ্ত কমান্ড হলো……………
উত্তর: Ctrl + V.


সত্য/মিথ্যা নির্ণয় সঠিক উত্তর [২১৩০]

২১. প্রশ্ন: কম্পিউটারের প্রধান ভাষা বাংলা
উত্তর: মিথ্যা
সঠিক উত্তর: কম্পিউটারের প্রধান ভাষা হলো যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ (বাইনারি)

২২. প্রশ্ন: ওয়ার্কসীট ওয়ার্কবুকের অংশবিশেষ
উত্তর: সত্য

২৩. প্রশ্ন: মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sign in ক্লিক করতে হয়
উত্তর: মিথ্যা
সঠিক উত্তর: মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sign out বা Log out ক্লিক করতে হয়

২৪. প্রশ্ন: ১০(১০) কে বাইনারিতে প্রকাশ করলে (১০১০) হবে
উত্তর: সত্য

২৫. প্রশ্ন: Facebook একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার
উত্তর: মিথ্যা
সঠিক উত্তর: Facebook একটি সামাজিক যোগাযোগের মাধ্যম (Social Media) (ব্রাউজার হলো Chrome, Firefox ইত্যাদি)

২৬. প্রশ্ন: Data sort দুই প্রকার
উত্তর: সত্য। (Ascending Descending)

২৭. প্রশ্ন: কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard
উত্তর: মিথ্যা
সঠিক উত্তর: কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে CPU বা মাইক্রোপ্রসেসর

২৮. প্রশ্ন: ফোল্ডারের ভিতর ফাইল ফোল্ডার উভয়ই থাকে
উত্তর: সত্য

২৯. প্রশ্ন: কম্পিউটার ভাইরাস একটি প্রোগ্রাম
উত্তর: সত্য

৩০. প্রশ্ন: Google একটি Browser
উত্তর: মিথ্যা
সঠিক উত্তর: Google একটি সার্চ ইঞ্জিন (Search Engine) (Google Chrome হলো ব্রাউজার)


সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর [৩১৪০]

৩১. প্রশ্ন: Mail Merge কী?
উত্তর: একই চিঠি বা বিজ্ঞপ্তি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হলে, উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ (Mail Merge) বলে

৩২. প্রশ্ন: ROM- এর পূর্ণরূপ লেখ
উত্তর: ROM এর পূর্ণ অর্থ Read Only Memory প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় অধ্বাংসাত্নক। কম্পিউটার তৈরির সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলে এই স্মৃতিতে রক্ষিত কোনো তথ্য মুছে যায় না

৩৩. প্রশ্ন: Mozilla Firefox কী?
উত্তর: এটি একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার (Web Browser)

৩৪. প্রশ্ন: স্প্রেডশীট প্যাকেজ দিয়ে কী ধরনের কাজ করা হয়?
উত্তর: স্প্রেডশীট প্যাকেজ দিয়ে মূলত হিসাবনিকাশ বা Accounting এর কাজ করা হয়

৩৫. প্রশ্ন: কয়েকটি Anti-Virus এর নাম লেখ
উত্তর: Kaspersky, AVG, Avast, Avira, Norton ইত্যাদি

৩৬. প্রশ্ন: File বলতে কী বোঝায়?
উত্তর: যখন কোনো ডকুমেন্টকে বা তথ্যকে কোনো নাম দিয়ে সংরক্ষণ করা হয়, তখন তাকে ফাইল (File) বলে

৩৭. প্রশ্ন: Excel Row এর সংখ্যা কয়টি?
উত্তর: MS Excel 2003 রো আছে ৬৫,৫৩৬ টি এবং MS Excel 2007 বা তার পরবর্তী ভার্সনে রো আছে ১০,৪৮,৫৭৬ টি

৩৮. প্রশ্ন: Desktop কী?
উত্তর: কম্পিউটার অন করার পর বুটিং শেষ হলে স্থির অবস্থায় মনিটরে যে স্ক্রিনটি দেখা যায়, তাকে Desktop বলে

৩৯. প্রশ্ন: Email কী?
উত্তর: ইলেকট্রনিক মেইল (Electronic Mail)-এর সংক্ষিপ্ত রূপই হলো মেইল। এটি ইন্টারনেটের একটি বিশেষ সেবা, যার দ্বারা ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে অবস্থিত মেইল অ্যাড্রেসধারী অন্য ব্যবহারকারীর কাছে দ্রুত বার্তা তথ্য আদানপ্রদান করতে পারে

৪০. প্রশ্ন: বিট বাইট কী?
উত্তর:

·       বিট: বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক এবং কে বিট (Bit) বলে

·       বাইট: বিটে বাইট হয়। এরূপ বিটের কোড দিয়ে যেকোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে


English Question & Answer [৫১৬০]

(আপনার নির্দেশনা অনুযায়ী এই অংশটি ৫১ থেকে ৬০ ক্রমিক দেওয়া হলো)

51. Question (Translation): দেশপ্রেম মহৎ গুণ
Answer: Patriotism is a noble virtue. (or, Patriotism is a great virtue.)

52. Question (Translation): বাংলাদেশ আমার জন্মভূমি
Answer: Bangladesh is my motherland.

53. Question (Translation): তোমার পিতার নাম কী?
Answer: What is your father’s name?

54. Question (Translation): আমি বাড়ি যাব
Answer: I will go home.

55. Question (Translation): তুমি কেমন আছ?
Answer: How are you?

56. Question (Fill in the blank): To be healthy, we must eat …………….
Answer: balanced food.

57. Question (Fill in the blank): He is …………… honest man.
Answer: an (He is an honest man.)

58. Question (Fill in the blank): My mother reads ………. holy Quran.
Answer: the (My mother reads the holy Quran.)

59. Question (Fill in the blank): I want to ………. a letter.
Answer: write (I want to write a letter.)

60. Question (Fill in the blank): Swimming ……… a good exercise.
Answer: is (Swimming is a good exercise.)

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!