বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৩
জানুয়ারি–মার্চ ২০১৩
সেশন বিষয় :- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ( বিষয় কোড :- ৭৬)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (শূন্যস্থান পূরণ ও এক কথায় উত্তর) [১–১০]
১. প্রশ্ন: লগারিদম সারণি তৈরী করেন কে?
উত্তর: জন নেপিয়ার।
২. প্রশ্ন: সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে ———।
উত্তর: বাইনারি।
৩. প্রশ্ন: PCI এর পূর্ণরূপ কী?
উত্তর: Peripheral Component Interconnect.
৪. প্রশ্ন: কম্পিউটারের মাধ্যমে পারস্পারিক যোগাযোগকে ——— বলে।
উত্তর: নেটওয়ার্ক।
৫. প্রশ্ন: Recycle Bin ফোল্ডারে ——— ফাইল জমা থাকে।
উত্তর: Delete করা (মুছে ফেলা)।
৬. প্রশ্ন: Legal size কাগজের পরিমাণ হচ্ছে ———।
উত্তর: প্রস্থ ৮.৫” (ইঞ্চি), দৈর্ঘ্য ১৪” (ইঞ্চি)।
৭. প্রশ্ন: একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ——— ব্যবহৃত হয়।
উত্তর: Mail Merge.
৮. প্রশ্ন: Microsoft Power Point একটি ——— Software Package।
উত্তর: Presentation.
৯. প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমষ্টিকে ——— বলে।
উত্তর: সফটওয়্যার (Software) বা প্যাকেজ।
১০. প্রশ্ন: LAN অর্থ কী?
উত্তর: Local Area Network.
সঠিক উত্তরটি লেখ (MCQ) [১১–২০]
১১. প্রশ্ন: CPU- হলো—
ক) Control Problem Unit
খ) Central Providing Unit
গ) Control Programming Unit
ঘ) Central Processing Unit
সঠিক উত্তর: ঘ) Central Processing Unit
১২. প্রশ্ন: Macro কী?
ক) সফটওয়্যার
খ) ফার্মওয়্যার
গ) প্রোগ্রামের ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের নির্দেশনা
ঘ) হার্ডওয়্যার
সঠিক উত্তর: গ) প্রোগ্রামের ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের নির্দেশনা (যা কাজকে স্বয়ংক্রিয় করে)।
১৩. প্রশ্ন: (১১)১০ সংখ্যাটি বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে?
ক) (১০১০)২
খ) (১১০০)২
গ) (১০১১)২
ঘ) (০১১১০)২
সঠিক উত্তর: গ) (১০১১)২
১৪. প্রশ্ন: কোনটি Anti virus নয়?
ক) Kaspersky
খ) Linax
গ) Norton
ঘ) Avast
সঠিক উত্তর: খ) Linax (এটি একটি অপারেটিং সিস্টেম)।
১৫. প্রশ্ন: MS Access একটি—
ক) Accounting Software
খ) Graphics Software
গ) Word Processing Software
ঘ) Database Software
সঠিক উত্তর: ঘ) Database Software
১৬. প্রশ্ন: বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার ব্যবহৃত হয়?
ক) ১৯৬৭
খ) ১৯৬৪
গ) ১৯৯৫
ঘ) ১৯৭৪
সঠিক উত্তর: খ) ১৯৬৪
১৭. প্রশ্ন: F5 হতে F25 সেলের ডাটা যোগ করার ফাংশন—
ক) =Sum(F5;F25)
খ) =Sum(F5+F25)
গ) =Sum(F5:F25)
ঘ) =Sum(F5.F25)
সঠিক উত্তর: গ) =Sum(F5:F25)
১৮. প্রশ্ন: LAN শব্দের পূর্ণরূপ কোনটি?
ক) Local Area Network
খ) Logal Assemble Network
গ) Local Assemble Network
ঘ) Lockal Area Network
সঠিক উত্তর: ক) Local Area Network
১৯. প্রশ্ন: নিচের কোনটি Internet Connectivity এর নাম নয়?
ক) Dial up
খ) Wireless
গ) Yahoo
ঘ) Broadband
সঠিক উত্তর: গ) Yahoo (এটি একটি সার্চ ইঞ্জিন/ওয়েব সার্ভিস)।
২০. প্রশ্ন: নিচের কোনটি NIC এর পূর্ণরূপ?
ক) Network Inter Card
খ) Network Interface Card
গ) উপরের কোনোটিই নয়
ঘ) Net International Communication
সঠিক উত্তর: খ) Network Interface Card
সত্য/মিথ্যা নির্ণয় ও সঠিক উত্তর [২১–৩০]
২১. প্রশ্ন: কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে CPU (Central Processing Unit)।
২২. প্রশ্ন: একটি কম্পিউটারের সাথে ২টি System Software ওপেন করা যায়।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: সাধারণত একটি কম্পিউটারে একটি সময়ে একটি অপারেটিং সিস্টেম (System Software) চালু থাকে।
২৩. প্রশ্ন: MS Excel একটি Spread Sheet Analysis Application Program।
উত্তর: সত্য।
২৪. প্রশ্ন: Sort এর কাজ হলো রেকর্ডগুলোকে সাজানো।
উত্তর: সত্য।
২৫. প্রশ্ন: (১০০১)২ সংখ্যাটিকে দশমিক সহকারে প্রকাশ করলে ১১ হয়।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: (১০০১)২ এর দশমিক মান হলো ৯ (৮+০+০+১)।
২৬. প্রশ্ন: ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে।
উত্তর: সত্য।
২৭. প্রশ্ন: MS Excel –এ Sort করা যায় Data menu ব্যবহার করে।
উত্তর: সত্য।
২৮. প্রশ্ন: Website চিঠিপত্র লেখার কাজে ব্যবহার হয়।
উত্তর: মিথ্যা।
সঠিক উত্তর: চিঠিপত্র লেখার কাজে Word Processing Software (যেমন MS Word) ব্যবহৃত হয়।
২৯. প্রশ্ন: কম্পিউটারের ভাইরাস একটি প্রোগ্রাম।
উত্তর: সত্য।
৩০. প্রশ্ন: Google একটি সার্চ ইঞ্জিন।
উত্তর: সত্য।
সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন ও উত্তর [৩১–৫০]
৩১. প্রশ্ন: একটি System Software ও একটি Application Software এর নাম লেখ।
উত্তর: একটি System Software হলো Windows 10 এবং একটি Application Software হলো Microsoft Word।
৩২. প্রশ্ন: Mail Merge কী?
উত্তর: একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ (Mail Merge) বলে।
৩৩. প্রশ্ন: RAM এবং ROM এর পূর্ণরূপ লেখ।
উত্তর:
RAM = Random Access Memory.
ROM = Read Only Memory.
৩৪. প্রশ্ন: Operating System বলতে কী বুঝায়?
উত্তর: অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে এবং ব্যবহারকারী ও হার্ডওয়্যারের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
৩৫. প্রশ্ন: MS Excel এ Default Sheet Tab কয়টি থাকে? (অফিস ২০০৩/২০০৭ অনুযায়ী)
উত্তর: MS Excel এ Default Sheet Tab সাধারণত ৩টি থাকে। যথা– Sheet1, Sheet2 এবং Sheet3.
৩৬. প্রশ্ন: বিজয় ৫২ কে তৈরী করেছেন?
উত্তর: মোস্তফা জব্বার।
৩৭. প্রশ্ন: File menu Bar এ ব্যবহৃত চারটি Sub-Menu এর নাম লেখ।
উত্তর: New, Open, Save, Print (অথবা Page Setup)।
৩৮. প্রশ্ন: BIOS এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Basic Input Output System.
৩৯. প্রশ্ন: Dialog box কী?
উত্তর: Text এবং Message সম্বলিত বক্স যেখানে ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নির্দেশনা বা অপশন (যেমন– OK, Cancel, Save ইত্যাদি) থাকে।
৪০. প্রশ্ন: একটি English Font এবং একটি Bangla Font এর নাম লেখ।
উত্তর: একটি English Font হলো Times New Roman এবং একটি Bangla Font হলো SutonnyMJ।
(৪১–৫০ প্রশ্নগুলো প্রদত্ত তথ্যে নেই, তাই ইংরেজি অংশে চলে যাওয়া হলো)
English Question & Answer [51-60]
51. Question (Fill in the blank): Mr. Glory is ——- rich man.
Answer: a
52. Question (Fill in the blank): Dhaka is ——- Capital city of Bangladesh.
Answer: the
53. Question (Fill in the blank): The mouse is ——- input device.
Answer: an
54. Question (Fill in the blank): He is ——- honest man.
Answer: an
55. Question (Fill in the blank): My mother reads ——- Holy Quran.
Answer: the
56. Question (Translation): আমি বাড়ি যাব।
Answer: I will go home.
57. Question (Translation): শারীকা স্কুলে যায়।
Answer: Sharika goes to school.
58. Question (Translation): সূর্য পূর্ব দিকে উঠে।
Answer: The sun rises in the east.
59. Question (Translation): তুমি কাকে চাও?
Answer: Whom do you want?
60. Question (Translation): পদ্মা একটি বড় নদী।
Answer: The Padma is a big river.