কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা জুলাই-সেপ্টম্বর ২০১৩

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৩

জুলাইসেপ্টেম্বর ২০১৩

সেশন বিষয় :- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ( বিষয় কোড :- ৭৬)

 

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (১০)

. প্রশ্ন: MS Access কোন ধরনের প্রোগ্রাম?
উত্তর: মাইক্রোসফট এক্সেস একটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন টেবিল তৈরি করে ডাটা এন্ট্রির জন্য সহজবোধ্য আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায় এবং রিপোর্ট তৈরি করা যায়

. প্রশ্ন: RAM- এর পূর্ণ অর্থ কী?
উত্তর: Random Access Memory.

. প্রশ্ন: DVD-এর Capacity কতো?
উত্তর: সাধারণ ডিভিডির ধারণক্ষমতা . জিবি (তবে প্রশ্নে প্রদত্ত অপশন অনুযায়ী: 750 MB থেকে 4GB বা তার বেশি বিভিন্ন মানের হয়ে থাকে)

. প্রশ্ন: Scanner এর কাজ কী?
উত্তর: স্ক্যানারের মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা মুদ্রিত তথ্য হুবহু ডিজিটাল অবজেক্ট বা ইমেজ আকারে কম্পিউটারে ইনপুট করা হয়

. প্রশ্ন: MS Word (2003) এর Menu Bar ব্যবহৃত Menu গুলোর নাম লেখ
উত্তর: File, Edit, View, Insert, Format, Tools, Table, Window, Help.

. প্রশ্ন: Excel program এর একটি শীটে মোট কতটি সেল বা ঘর আছে? (Excel 2003 অনুযায়ী)
উত্তর: এক্সেল ২০০৩এর একটি শীটে ৬৫,৫৩৬ টি রো (Row) এবং ২৫৬ টি কলাম (Column) থাকে। ফলে মোট সেল সংখ্যা = ৬৫,৫৩৬ × ২৫৬ = ,৬৭,৭৭,২১৬ টি

. প্রশ্ন: Column auto fit কেন করা হয়?
উত্তর: সেলের ভেতরের লেখা বা কন্টেন্ট অনুযায়ী কলামের প্রশস্ততা (Width) বা রোর উচ্চতা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে স্ট্যান্ডার্ড সাইজ রাখার জন্য Auto fit ব্যবহার করা হয়

. প্রশ্ন: Document Close করার কী বোর্ড কমান্ড লেখ
উত্তর: Ctrl + F4 (অথবা Ctrl + W)

. প্রশ্ন: Merge cell- এর কাজ কী?
উত্তর: একাধিক সেলকে একত্রিত করে একটি সেলে পরিণত করা

১০. প্রশ্ন: Yahoo Messenger এর কাজ কী?
উত্তর: চ্যাটিং (Chatting) করা এবং Text, Audio, Video ইত্যাদি মেসেজ পাঠানো


সত্য/মিথ্যা নির্ণয় সঠিক উত্তর (১১২০)

১১. প্রশ্ন: Orientation program ব্যবহৃত হয় বাংলা বানান শুদ্ধ করার জন্য
উত্তর: মিথ্যা
সঠিক উত্তর: বাংলা বানান শুদ্ধ করার জন্য Spell Checker বা বাংলা সফটওয়্যার (যেমনবিজয়/অভ্র) এর সহায়তা নেওয়া হয়। (Orientation পৃষ্ঠার সজ্জা বা দিক পরিবর্তনের কাজ করে)

১২. প্রশ্ন: Gutter option –টি ব্যবহৃত হয় ভাইরাস ঠেকানোর জন্য
উত্তর: মিথ্যা
সঠিক উত্তর: বই বা দলিলাদি বাইন্ডিং করার জন্য মার্জিনের সাথে বাড়তি যে জায়গা রাখা হয় তাকে Gutter বলে

১৩. প্রশ্ন: Office clip board ব্যবহৃত হয় তথ্য হারানো থেকে বাঁচাতে
উত্তর: সত্য। (কাট বা কপি করা তথ্য সাময়িকভাবে জমা রাখে)

১৪. প্রশ্ন: Microsoft Office একটি Graph ডিজাইন Software
উত্তর: মিথ্যা
সঠিক উত্তর: Microsoft Office একটি প্যাকেজ প্রোগ্রাম বা অফিস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার

১৫. প্রশ্ন: MS word-এর কোনো ফাইল মুছে গেলে তা Recycle bin থেকে উদ্ধার করা যায়
উত্তর: সত্য

১৬. প্রশ্ন: Tab বাটন ব্যবহার করা হয় ফাঁকা জায়গা তৈরি করতে
উত্তর: সত্য। (নির্দিষ্ট দূরত্বে কার্সর সরাতে বা ফাঁকা জায়গা তৈরি করতে ব্যবহৃত হয়)

১৭. প্রশ্ন: পুরাতন File খুলতে Open ব্যবহৃত হয়
উত্তর: সত্য

১৮. প্রশ্ন: Cut Paste –এর মাধ্যমে তথ্য স্থানান্তর করা হয়
উত্তর: সত্য

১৯. প্রশ্ন: MS Excel PMT ফাংশন ব্যবহৃত হয় কিস্তি হিসাব করার জন্য
উত্তর: সত্য

২০. প্রশ্ন: Page setup, File menu –এর একটি Option
উত্তর: সত্য। (অফিস ২০০৩ ভার্সন অনুযায়ী)


শূন্যস্থান পূরণ এক কথায় উত্তর (২১৩০)

২১. প্রশ্ন: প্রথম কম্পিউটারের প্রোগ্রাম রচনা করেন
উত্তর: লেডি এডা অগাস্টা (Lady Ada Augusta)

২২. প্রশ্ন: MS Access মেন্যু বারে মেন্যুর সংখ্যা
উত্তর: ৭টি (File, Edit, View, Insert, Tools, Window, Help – অফিস ২০০৩ অনুযায়ী)

২৩. প্রশ্ন: Format থেকে Font –এর শর্টকাট কীবোর্ড কমান্ড
উত্তর: Ctrl + D (মেনু এক্সেস করতে Alt + O চাপতে হয়)

২৪. প্রশ্ন: Attach file বলতে ——— করাকে বুঝায়
উত্তর: ফাইল সংযুক্ত

২৫. প্রশ্ন: Count ( ) function ব্যবহৃত হয় ——— কাজে
উত্তর: গণনা করার (সংখ্যা বা সেল গণনা)

২৬. প্রশ্ন: Print Area ব্যবহৃত হয়
উত্তর: MS Excel এর ক্ষেত্রে নির্দিষ্ট Area প্রিন্ট করার জন্য সিলেক্ট করতে

২৭. প্রশ্ন: সাধারণ হিসাব নিকাশ করা হয় ——— Program
উত্তর: MS Excel.

২৮. প্রশ্ন: Page break- এর কাজ হল ——— করা
উত্তর: একটি পাতাকে খন্ডিত (বা নতুন পৃষ্ঠা শুরু করা)

২৯. প্রশ্ন: Macro এর কাজ কী?
উত্তর: অনেক নির্দেশাবলীকে একটি নির্দেশ হিসেবে সংক্ষিপ্ত করে রাখা (কাজের পুনরাবৃত্তি রোধে অটোমেশন করা)

৩০. প্রশ্ন: ইন্টারনেটে বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়
উত্তর: অভ্র (Avro) বা বিজয় (Bijoy)


সঠিক উত্তরটি লেখ (MCQ) [৩১৪০]

৩১. প্রশ্ন: 2 G.B = কত কিঃ বাঃ (কিলোবাইট)?
) (৩০) কিঃ বাঃ
) (২১) কিঃ বাঃ
) (২০) কিঃ বাঃ
) (৪০) কিঃ বাঃ
সঠিক উত্তর: ) (২১) কিঃ বাঃ (কারণ,

        2 GB=2×1024 MB=2×1024×1024 KB=2×210×210=221 KB2 \text{ GB} = 2 \times 1024 \text{ MB} = 2 \times 1024 \times 1024 \text{ KB} = 2 \times 2^{10} \times 2^{10} = 2^{21} \text{ KB}2 GB=2×1024 MB=2×1024×1024 KB=2×210×210=221 KB
      

)

৩২. প্রশ্ন: MS Access এর একটি Database file এর File extension কী?
) .DOC
) .Mob
) .Mdb
) .dbb
সঠিক উত্তর: ) .Mdb (পুরানো ভার্সনে) বা .accdb (নতুন ভার্সনে)

৩৩. প্রশ্ন: 25(10)- এর বাইনারি কত?
) (11011)2
) (11001)2
) (101010)2
) (111011)2
সঠিক উত্তর: ) (11001)2

৩৪. প্রশ্ন: নিচের কোনটি Financial ফাংশন?
) INFO
) DDB
) AND
) COS
সঠিক উত্তর: ) DDB (Double Declining Balance)

৩৫. প্রশ্ন: ফার্মওয়্যার (Firmware) কোথায় থাকে?
) FDD
) HDD
) ROM
) RAM
সঠিক উত্তর: ) ROM

৩৬. প্রশ্ন: নিচের কোনটি সহায়ক (Secondary) মেমোরি?
) ROM
) HDD
) কোনোটিই নয়
) RAM
সঠিক উত্তর: ) HDD (Hard Disk Drive)

৩৭. প্রশ্ন: MS Word – Drop Cap কোন মেন্যুর অধীনে?
) Format menu
) Insert menu
) File menu
) Tool menu
সঠিক উত্তর: ) Format menu (অফিস ২০০৩ অনুযায়ী) (অফিস ২০০৭+ এটি Insert মেনুতে থাকে)

৩৮. প্রশ্ন: কোন প্রোগ্রাম দিয়ে Presentation তৈরি করা হয়?
) MS Access
) MS Word
) MS Power point
) MS Excel
সঠিক উত্তর: ) MS Power point

৩৯. প্রশ্ন: CPU-এর কয়টি অংশ থাকে?
) টি
) ৪টি
) ৩টি
) ৫টি
সঠিক উত্তর: ) ৩টি (ALU, Control Unit, Memory Unit)

৪০. প্রশ্ন: তৃতীয় প্রজন্ম Computer এর বৈশিষ্ট্য কোনটি?
) Transistor
) I.C
) Vacum tube
) Microproccessor
সঠিক উত্তর: ) I.C (Integrated Circuit)


English Question & Answer (51-60)

51. Question (Translation): ঢাকা বাংলাদেশের রাজধানী
Answer: Dhaka is the Capital of Bangladesh.

52. Question (Translation): তুমি কী চাও?
Answer: What do you want?

53. Question (Translation): বাংলাদেশ আমার জন্মভূমি
Answer: Bangladesh is my motherland.

54. Question (Choose correct sentence): How many brothers and sisters do you have?
Answer: I have one sister but no brother.

55. Question (Choose correct tense): What do you do after training?
Answer: I will find a suitable job.

56. Question (Fill in the blank): I want to ——- a letter.
Answer: write (I want to write a letter.)

57. Question (Fill in the blank): I am too ——- to walk.
Answer: weak (I am too weak to walk.)

58. Question (Fill in the blank): I gave ——- a book for his birthday.
Answer: him (I gave him a book for his birthday.)

59. Question (Fill in the blank): My father is ——- than your father.
Answer: funnier (My father is funnier than your father.)

(Note: প্রদত্ত টেক্সটে ৫৯টি প্রশ্ন পাওয়া গিয়েছে, তাই ৫৯ পর্যন্ত দেওয়া হলো।)

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!