কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৭ (জুলাই- ডিসেম্বর)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৬ মাস ও ৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৭
জুলাই- ডিসেম্বর ও অক্টোবর- ডিসেম্বর ২০১৭ সেশন
[পরিক্ষার তারিখ ঃ ০৫-০১-২০১৮]
- অতি সংক্ষেপে উত্তর দাও ?
১। File ও Folder কী ?
উত্তর ঃ ফাইলঃ যখন কোন Document-কে কোন নাম দিয়ে সংরক্ষন করা হয়, তখন তাকে বলে।
ফোল্ডারঃ ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।
২। Computer virus কী ?
উত্তর ঃ কম্পিউটারের পরিভাষায় ভইরাস শব্দের পূর্ণরূপ- Vital Information Resoureces Under Seize, যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
৩। Cell Address কী ?
উত্তর ঃ সেল অ্যাড্রেস ( Cell Address )ঃ ওয়ার্কশীট এর প্রতিটি ঘরকেই সেল ( Cell ) বলা হয়। সেল সমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অর্থাৎ রো ও কলাম দ্বারা কোন সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয়।
৪। দুটি Spreadsheet সফটওয়্যারের নাম লেখ ।
উত্তর ঃ এম এস অ্যাক্সেস, ওরাকল, কোয়াট্রো প্রো ।
৫। Database কী ?
উত্তর ঃ শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ডাটাবেস সংরক্ষন, অ্যানালাইসিস, হিসাবরক্ষণ ইত্যাদিতে ব্যবহার করার জন্য জনপ্রিয়, শক্তিশালি ও সংরক্ষিত একটি প্রোগ্রাম।
৬। File ও Record- এর মাঝে ১ টি পার্থক্য লেখ ।
উত্তর ঃ ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধীনে যেসব তথ্যাবলি সারি বা সারিসমূহের এন্টি করা হয়, উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হলো রেকর্ড। অপরদিকে, ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার।
৭। Table Marge করা বলতে কী বুঝায় ?
উত্তর ঃ দুটো টেবিলতে একত্রিত করাকে টেবিল মার্জ করা বলে।
৮। Primary Key কী ?
উত্তর ঃ প্রাইমারি-কী (Primary Key)t Primary Key এমন একটি Key যা এককভাবে শনাক্ত হবে। কোনো Table-এর কোনো Field-এ Primary Key set করলে Data Entry- এর সময় কোনো ফিল্ড ফাঁকা রেখে অন্য ফিল্ডে যাওয়া যাবে না এবং Field-এ ডাবল কোনো কিছু লেখা যাবে না।
৯। ইমেইল এর ক্ষেত্রে CC ও BCC কী ?
উত্তর ঃ CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি । CC এর মাধ্যমে কোনো মেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের ইমেইল অ্যাড্রেস সো ( Show ) করবে। কিন্তু BCC এর মাধ্যমে কোনো ইমেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের ইমেইল অ্যাড্রেস সো ( Show ) করবে না।
১০। Text alignment কয় ধরনের ?
উত্তর ঃ Text alignment চার ধরনের ।
১১। দুটি জনপ্রিয় Search engine এর নাম লেখ ।
উত্তর ঃ (i) Google, (ii) Yahoo
১২। Home Page কী ?
উত্তর ঃ হোমপেজ (Home Page ) ঃ একটি ওয়েব পেইজ এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেইজ। ওয়েব পেইজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেইজে ।
১৩। Save ও Save As-এর মাঝে ১টি পার্থক্য লেখ ।
উত্তর ঃ কোন ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মত সেভ করতে চাইলে Save ব্যবহার করা হয়। আর পূর্বের কোন ডকুমেন্ট এ নতুন কোন অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save As ব্যবহার করা হয়।
- সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর ঃ
১৪। BIOS- এর পূর্ণরূপ হলো………… ।
উত্তর ঃ Basic Input Output System.
১৫। RAM একটি ………….. মেমরি ।
উত্তর ঃ অস্থায়ী ।
১৬। Linax হলো ………. সফটওয়্যার ।
উত্তর ঃ অপারেটিং সিস্টেম।
১৭। A4 কাগজের দৈর্ঘ ও প্রস্থ যথাক্রমে…… ইঞ্চি ও …… ইঞ্চি।
উত্তর ঃ ১১.৬৯ ইঞ্চি ও ৮.২৭ ইঞ্চি।
১৮। ৮- বিট সমান ……….. বাইট ।
উত্তর ঃ ১(এক) ।
১৯। ই-মেইল Account বন্ধ করার জন্য ………. বাটনে ক্লিক করতে হয়।
উত্তর ঃ Sign out ।
২০। OMR একটি ……….. ডিভাইস।
উত্তর ঃ আউটপুট ।
২১। ডাটার গড় মান নির্ণয়ের জন্য …….. ফাংশন ব্যবহৃত হয়।
উত্তর ঃ Average
২২। Record হলো কতগুলো …….. এর সমষ্টি ।
উত্তর ঃ ফিল্ড
২৩। MS- Word-এ ইংরেজি ভুল বানান শুদ্ধ করার জন্য ………… মেন্যু ব্যবহৃত হয়।
উত্তর ঃ Spelling & Grammer
২৪। Copy ও Paste এর “কী”-বোর্ড কমান্ড যথাক্রমে………. ও …………।
উত্তর ঃ Ctrl+C ও Ctrl+V
২৫। ডকুমেন্টের সব পৃষ্ঠা Print করতে Print dialog box-এ ………… করতে হয়।
উত্তর ঃ SELECT ALL
২৬। MS Office প্রোগ্রামে কোনো নতুন File save করলে Default folder হিসেবে………. ফোল্ডার জমা হয়।
উত্তর ঃ ডকুমেন্ট
- বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ ঃ
২৭। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো Artificaial Intelligence (Al)-এর ব্যবহার।
উত্তর ঃ “স”
২৮। Copy-Paste ও Cut-Paste-এর মাঝে কোনো পার্থক্য নেই ।
উত্তর ঃ“মি”
২৯। । A-Z পর্যন্ত Key গুলোকে নিউমেরিক Key বলে।
উত্তর ঃ “স”
৩০। ফাইলের ভেতরে Folder ও File উভয়ই থাকতে পারে ।
উত্তর ঃ “স”
৩১। Recycle Bin-এর Data ফিরিয়ে আনা যায়।
উত্তর ঃ “স”
৩২। Worksheet হলো Workbook এর অংশ।
উত্তর ঃ “স”
৩৩। Ctrl+Alt+V-এই Keyboard কমান্ডটি বাংলা ইংরেজি মোডে Keyboard পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।
উত্তর ঃ“মি”
৩৪। ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা।
উত্তর ঃ “স”
৩৫। Text Box-এ কিছু লেখা যায় না।
উত্তর ঃ“মি”
৩৬। “পিপীলিকা” একটি বাংলা সার্চ ইঞ্জিন।
উত্তর ঃ “স”
৩৭। Nikosh একটি বাংলা Font এর নাম।
উত্তর ঃ “স”
৩৮। MS-Access একটি Programming language|
উত্তর ঃ“মি”
- সঠিক উত্তরটি লেখ।
৩৯। কোনটি অপারেটিং সিস্টেম ?
(ক) Linux (খ) Cale
(গ) Press (ঘ) Avast
উত্তর ঃ (ক) Linux
৪০। USB – এর পূর্ণরূপ হলো
(ক) Uni Serial Bus (খ) Universal Serial Bus
(গ) Unicode System Bus (ঘ) Uni System Bus
উত্তর ঃ (খ) Universal Serial Bus
৪১। নিচের কোনটি বাংলা সফটওয়্যার ?
(ক) বিজয় (খ) অভ্র
(গ) প্রশিকা (ঘ) সবগুলো
উত্তর ঃ (ঘ) সবগুলো
৪২। 1TB সমান কত ?
(ক) 1000 MB (খ) 1000GB
(গ) 1000XB (ঘ) 1024GB
উত্তর ঃ (ঘ) 1024GB
৪৩। প্রিন্ট-এর Keyboard কমান্ড কোনটি ?
(ক) Alt+P (খ) Ctrl+P
(গ) Win+P (ঘ) সবগুলো
উত্তর ঃ (খ) Ctrl+P
৪৪।সমান কত ?ABS (5.555) সমান কত ?
(ক) 5 (খ) 5.5
(গ) 5.55 (ঘ) 5.555
উত্তর ঃ (ঘ) 5.555
৪৫। MS-Excel-G একাধিক Cell কে একত্রিত করাকে কী বলে ?
(ক) Marge (খ) Add
(গ) Join (ঘ) Union
উত্তর ঃ (ক) Marge
৪৬। ছবি, Text ও Graph- এর জন্য কোন ডাটা টইপ ব্যবহৃত হয় ?
(ক) Text (খ) Number
(গ) Hyperlink (ঘ) OLE
উত্তর ঃ (ঘ) OLE
৪৭। keyboard-G Control Key এর সংখ্যা কত ?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
উত্তর ঃ (ক) ২টি
৪৮। কোনটি Logical function ?
(ক) = Max (খ) = SUM
(গ) = IF () (ঘ) = ABS
উত্তর ঃ = IF ()
Page berak- এর “কী” বোর্ড কমান্ড কোনটি ?
(ক) Ctrl + Del (খ) Ctrl + Enter
(গ) Ctrl + End (ঘ) Ctrl + Home
উত্তর ঃ (খ) Ctrl + Enter
৫০। Cell-Gi নামকরণ করতে হয় কেন ?
(ক) হিসাব করতে (খ) সেলকে সঠিকভাবে Identify করতে
(গ) Cell freez করতে (ঘ) Cell Edit করতে
উত্তর ঃ (খ) সেলকে সঠিকভাবে Identify করতে
- Answer the following questions in English:
৫১। What is the capital of Bangladesh ?
উত্তর ঃ Dhaka is the capital of Bangladesh.
৫২। How old are you ?
উত্তর ঃ I am 18 years old.
- Translate into English
৫৩। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।
উত্তর ঃ The earth moves round the sun.
৫৪। বাদল ও কাজল দুই ভাই।
উত্তর ঃ Badal and Kazal are two brothers.
৫৫। সে প্রতিদিন ফুটবল খেলে।
উত্তর ঃ He playes football every afternoon.
৫৬। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
উত্তর ঃ Dhaka stands on the Buriganga.
৫৭। তুমি কি কখনও চট্টগ্রাম গিয়েছ ?
উত্তর ঃ Have you ever been to Chittagong.
- Fill in the gaps using approprite word/words in branches:
৫৮। Bangladesh ………. many small rivers . (have/has)
উত্তর ঃ has
৫৯। Salim made the journey ……… boat . (to/by/on)
উত্তর ঃ by
60|He is ………. one-eyed man . (a/an/the)
উত্তর ঃ a