কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৪ (জানুয়ারি- জুন) প্রশ্ন ও উত্তর
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৪
এপ্রিল-জুন/জানুয়ারি- জুন ২০১৪
[পরিক্ষার তারিখ ঃ ২০/ ০৬/ ২০১৪]
- সঠিক উত্তরটি লেখ ঃ
১। নিচের কোনটি CPU এর অংশ নয় ?
(ক) ALU (খ) MU
(গ) ROM (ঘ) CU
উত্তর ঃ (গ) ROM
২। RAM একটি–
(ক) সেকেন্ডারি মেমরি (খ) স্থায়ী মেমরি
(গ) অস্থায়ী মেমরি (ঘ) ফ্লাশ মেমরি
উত্তর ঃ (গ) অস্থায়ী মেমরি
৩। Copy-Gi কী বোর্ড কমান্ড কোনটি ?
(ক) Ctrl + C (খ) Ctrl + P
(গ) Ctrl + X (ঘ) Ctrl + K
উত্তর ঃ (ক) Ctrl + C
৪। Undo– এর কী বোর্ড কমান্ড কোনটি ?
(ক) Ctrl + Z (খ) Ctrl + V
(গ) Ctrl + C (ঘ) Ctrl + P
উত্তর ঃ (ক) Ctrl + Z
৫। কোনটি Data base প্রোগ্রাম ?
(ক) Word perfect (খ) MS-Excel
(গ) MS-Word (ঘ) MS-Access
উত্তর ঃ (ঘ) MS-Access
৬। MS-Word-এর বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় –
(ক) Spell checker (L)Thesaurus
(গ) Edit (ঘ) Grammer
উত্তর ঃ (ক) Spell checker
৭। Print Preview কোন Menu এর ভেতরে থাকে ?
(ক) File (খ) Edit
(গ) View (ঘ) Tools
উত্তর ঃ (ক) File
৮। Mail merge-থাকে
(ক) Table-এ (খ) Format-এ
(গ) Tools-এ (ঘ) Window-এ
উত্তর ঃ (গ) Tools-এ
৯। (111001)2–এর Hexa-Decimal-এ প্রকাশ–
(ক) E1 (খ) 39
(গ) 3B (ঘ) 93
উত্তর ঃ (খ) 39
১০। বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার আসে ?
(ক) ১৯৪৪ (খ) ১৯৬৪
(গ) ১৯৫১ (ঘ) ১৯৭১
উত্তর ঃ (খ) ১৯৬৪
- বাক্যটি সত্য হলে “স এবং মিথ্যা হলে “মি লেখঃ
১১। কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে মাদারবোর্ড।
উত্তর ঃ ‘মি ’
১২। MS-Excel হচ্ছে একটি spread sheet analysis program ।
উত্তর ঃ ‘স’
১৩। (1001)2 সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে 11 হয়।
উত্তর ঃ ‘মি’
১৪। Computer-এর virus একটি জীবাণু
উত্তর ঃ মি’
১৫। Folder-এর ভিতর Fileও Folder উভয়ই থাকতে পারে।
উত্তর ঃ ‘স’
১৬। MS Word হল ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ
উত্তর ঃ ‘স’
১৭। Hard Disk একটি processing ডিভাইস।
উত্তর ঃ ‘মি’
১৮। ইঙ্কজেট প্রিন্টার একটি নন-ইম্প্যাক্ট প্রিন্টার।
উত্তর ঃ ‘স’
১৯। Windows 7 একটি Application software।
উত্তর ঃ ‘মি’
২০। Pen drive-কে ফ্ল্যাশ মেমরি বলা হয়।
উত্তর ঃ ‘স’
- সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ
২১। স্ক্যানার একটি ………. ডিভাইস।
উত্তর ঃ INPUT
২২। নাম্বার সিস্টেম ……… প্রকার।
উত্তর ঃ 4 (চার)
২৩। এক গিগাবাইট = ………. মেগাবাইট।
উত্তর ঃ 1024
২৪। Legal size কাগজের পরিমাপ হচ্ছে ………. ।
উত্তর ঃ 8 ইঞ্চি x 14 ইঞ্চি / দৈর্ঘ্য 14 ইঞ্চি এবং প্রস্থ ৪ ইঞ্চি
২৫। (13)10সংখ্যাটি বাইনারিতে রুপান্তর করলে …….. হবে।
উত্তর ঃ (1101)2
২৬। একই চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ……… ব্যবহৃত হয়।
উত্তর ঃ Mail Merge
২৭। WWW-এর পূর্ণনাম ………. ।
উত্তর ঃ World Wide Web
২৮। Microsoft Powerpoint একটি…….. ।
উত্তর ঃ Presentation সফ্টওয়্যার
২৯। Recycle Bin ফোল্ডারে …….. ফাইল জমা থাকে ।
উত্তর ঃ Delete কৃত
৩০। সিডি রম একটি …….. ডিভাইস ।
উত্তর ঃ Storage
- অতি সংক্ষেপে উত্তর দাও ঃ
৩১। Bit কী ?
উত্তর ঃ বিট : বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০(শূন্য) এবং ১(এক) কে বিট বলে ।
৩২। Operating system বলতে কী বোঝায় ?
উত্তর ঃ অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে ।
৩৩। OMR কী ?
উত্তর ঃ OMR-এর পূর্ণরূপ হলো Optical Mark Reader.
৩৪। এম এস এক্সেল কী ?
উত্তর ঃ এম এস এক্সেল হচ্ছে স্পেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম ।
৩৫। চারটি Input Device এর নাম লেখ ?
উত্তর ঃ (i) Key board (ii) Mouse (iii) Scanner (iv) Joystick
৩৬। BIOS কী ?
উত্তর ঃ Basic Input Output System
৩৭। Anti-Virus সফ্টওয়্যারের কাজ কী ?
উত্তর ঃ Anti-Virus হল কম্পিউটরের ভাইরাস প্রতিষেধক। কম্পিউটরের প্রোগ্রামসমূহকে ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ । বর্তমানে এ জাতীয় অনেক প্রোগ্রাম পাওয়া যায় ।
৩৮। Data base বলতে কী বোঝায় ?
উত্তর ঃ শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেস । অথবা,ডাটা বেস বলতে তথ্যের সমাবেশ বা ভাণ্ডারকে বুঝায়।পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে বলা হয়।
৩৯। Email অ্যাড্রেসের গঠন লিখ।
উত্তর ঃ ই-মেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস।অর্থাৎ এক নামে শুধু একটি মাএ ই-মেইল অ্যাড্রেস থাকে। ই-মেইল অ্যাড্রেস ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয় । ই-মেইল অ্যাড্রেস সাধারণ গঠন হলো:<Userid> @ Domain name>. । প্রতিটি ই-মেইল অ্যাড্রেসের দুইটি অংশ থাকে । অংশ দুইটির মাঝে সেপারেটর হিসাবে একটি@ (cat sign) ব্যবহৃত হয়।
৪০। Pen drive কে I/O ডিভাইস বলা হয় কেন?
উত্তর ঃ পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহোয্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়,বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুট কাজ করে। এ কারণে Pen drive কে I/O ডিভাইস বলা।
Translate into English:
৪১।সূর্য পূর্ব দিকে উঠে?
উত্তর ঃ The sun rises in the east.
৪২। তোমার মাতার নাম কী ?
উত্তর ঃ What is your mother’s name ?
৪৩। আমার আব্বা একজন গবির লোক।
উত্তর ঃ My father is a poor man.
৪৪। তোমার নাম কী ?
উত্তর ঃ What is your name ?
৪৫। ঢাকা বাংলাদেশের রাজধানী ।
উত্তর ঃ Dhaka is the capital of Bangladesh.
- Fill in the blanks :
৪৬। He is …… honest man.
উত্তর ঃ an
৪৭। Bangladesh become independent in …….
উত্তর ঃ 1971
৪৮। You……. do it easily.
উত্তর ঃ can
৪৯। Swimming …… a good exercise.
উত্তর ঃ is
৫০। The ….. play football.
উত্তর ঃ boys