গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১২ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি-জুন)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১২ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি-জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১২

এপ্রিল-জুন/জানুয়ারি-জুন ২০১২ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া

 

১।সাউন্ড এডিটিং এর ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক)Window>Panels>Sound

(খ)File>Open>Sound

(গ)Format>Sound>Edit

(ঘ)View>Edit>Sound

উত্তরঃ(ক)Window>Panels>Sound

২।অ্যানিমেশন কেন দিতে হয়?

(ক)লেখা বা চিত্রকে স্থির রাখার জন্য

(খ)লেখা বা চিত্রকে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য

(গ)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালনৈ করার জন্য

(ঘ)লেখা বা চিত্রকে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য

উত্তরঃ(গ)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালনৈ করার জন্য

৩।<U>……</U> ফাংশনটি ব্যবহার করে-

(ক)লেখার আন্ডারলাইন দিতে পারি

(খ)লেখায় সুপারস্ক্রিপ্ট করতে পারি

(গ)লেখা সাব স্ক্রিপ্ট করতে পারি

(ঘ)লেখা বড়/ছোট করতে পারি

উত্তরঃ(ক)লেখার আন্ডারলাইন দিতে পারি

৪।কোনটি ওয়েভ ভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যার?

(ক)Macromedia Dream Weaver

(খ)Macromedia Flash

(গ)Macromedia Free hand

(ঘ)PhotoShop

উত্তরঃ(খ)Macromedia Flash

৫।Macromedia Flash কোন ধরনের প্রোগ্রাম?

(ক)ওয়ার্ড প্রসেসিং

(খ)ডাটাবেস প্রোগ্রাম

(গ)একাউন্টিং প্রোগ্রাম

(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম

উত্তরঃ(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম

৬।ফ্লাশ এর মুভিতে কয় ধরনের Symbol ব্যবহার করা হয়?

(ক)২ ধরনের

(খ)৩ ধরনের

(গ)৪ ধরনের

(ঘ)৫ ধরনের

উত্তরঃ(খ)৩ ধরনের

৭।মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) ওয়েব এপ্লিকেশন তৈরি হয়-

(ক)১৯৯০ সালে

(খ)১৯৯১ সালে

(গ)১৯৯২ সালে

(ঘ)১৯৯৩ সালে

উত্তরঃ(ঘ)১৯৯৩ সালে

৮।HTTPএর পূর্ণরূপ কোনটি?

(ক)Higher Text Technology Problem

(খ)Hyper Text Transfer Protocol

(গ)Hot Text Transfer Problem

(ঘ)Haker Text Transfer Permission

উত্তরঃ(খ)Hyper Text Transfer Protocol

৯।<Blink>……..<Blink> ফাংশনটি ব্যবহার করা হয়-

(ক)ট্যাগের লেখা মুছে ফেলার জন্য

(খ)টেক্স ব্লিঙ্ক করার জন্য

(গ)রো কলাম দেয়ার জন্য

(ঘ)খালি ঘর আকাঁর জন্য

উত্তরঃ(খ)টেক্স ব্লিঙ্ক করার জন্য

১০।<Address>…..</Address> ফাংশনটি ব্যবহার করা হয়-

(ক)পেজের উপরে ঠিকানা লেখার জন্য

(খ)পেজের নিচে ঠিকানা লেখার জন্য

(গ)পেজ কপি করার জন্য

(ঘ)পেজকে ভাগ করার জন্য

উত্তরঃ(ক)পেজের উপরে ঠিকানা লেখার জন্য

১১।Go To Page এর কাজ কী?

(ক)নির্দিষ্ট Text Box  এ যেতে

(খ)নির্দিষ্ট Column এ যেতে

(গ)নির্দিষ্ট কোন Paragraph এ যেতে

(ঘ)নির্দিষ্ট কোন Page এ যেতে

উত্তরঃ(ঘ)নির্দিষ্ট কোন Page এ যেতে

১২।Lock এর শর্টকার্ট & Key কী?

(ক)Shift+L

(খ)Ctrl+C

(গ)Alt+L

(ঘ)Tab+L

উত্তরঃ(গ)Alt+L

১৩।Quark Xpress এ Kearing and Tracking অপশন হচ্ছে-

(ক)৫টি

(খ)২টি

(গ)৪টি

(ঘ)৩টি

উত্তরঃ(গ)৪টি

১৪।টুল বক্স থেকে টুল নির্বাচন করা যায় কয়ভাবে?

(ক) একভাবে

(খ)দু’ভাবে

(গ)তিনভাবে

(ঘ)চারভাবে

উত্তরঃ(খ)দু’ভাবে

১৫।Quark Xpress এ File Extension কী?

(ক).Qai

(খ).QPSd

(গ).QXPd

(ঘ).QXd

উত্তরঃ(ঘ).QXd

১৬। Quark Xpress Formatting Palette এ কয় ধরনের Alingment Box আছে?

(ক)৩

(খ)৫

(গ)৪

(ঘ)৬

উত্তরঃ(ঘ)৬

১৭।Horizontal Scalling কী?

(ক)অক্ষরগুলোকে উলম্বভাবে প্রসারিত করা

(খ)বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

(গ)শব্দগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

(ঘ)অক্ষরগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

উত্তরঃ(খ)বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা

১৮।Ungroup কী?

(ক)কোন টেক্সট এর পিকচারকে গ্র্রুপ মুক্ত করা

(খ)কোন পিকচারকে গ্র্রুপ মুক্ত করা

(গ)কোন টেক্সটকে গ্র্রুপ মুক্ত করা

(ঘ)কোন অবজেক্টকে গ্র্রুপমুক্ত করা

উত্তরঃ(ঘ)কোন অবজেক্টকে গ্র্রুপমুক্ত করা

১৯।Adobe Photoshop এ নতুন ফাইল খুলতে ক্লিক করতে হবে-

(ক)File Open

(খ)File New

(গ)File Fill

(ঘ)File Close

উত্তরঃ(খ)File New

২০।Resoulation এর একক কোনটি?

(ক) ইঞ্চি

(খ)ডিপিআই

(গ)পিক্সেল

(ঘ)সেন্টিমিটার

উত্তরঃ(গ)পিক্সেল

২১।Revert কী জন্য ব্যবহার করা হয়?

(ক)সেভ করা কাজ দেখার জন্য

(খ)দু’টি কাজ একসাথে দেখার জন্য

(গ)সর্বশেষ সেভ করা কাজ দেখার জন্য

(ঘ)কালার পরিবর্তন করার জন্য

উত্তরঃ(খ)দু’টি কাজ একসাথে দেখার জন্য

২২।কোন সিলেকশনে Define Pattern হয় না?

(ক)ইলিপস মারকিউ টুল

(খ)রেকট্যাংগল মারকিউ টুল

(গ)লেসু টুল

(ঘ)ইলিপস টুল এবং ল্যাসো টুল

উত্তরঃ(ঘ)ইলিপস টুল এবং ল্যাসো টুল

২৩। Invert এর কাজ কী?

(ক)নেগেটিভ করা

(খ)কালার কমানো/বাড়ানো

(গ)লেয়ার তৈরি করা

(ঘ)লেয়ার ফেলে দেয়া

উত্তরঃ(ক)নেগেটিভ করা

২৪।HTML এর যাত্রা শুরু হয়-

(ক)১৯৮৯ সালে

(খ)১৯৯০ সালে

(গ)১৯৯১ সালে

(ঘ)১৯৯২ সালে

উত্তরঃ(গ)১৯৯১ সালে

২৫।WWW এর পূর্ণরূপ কোনটি?

(ক)Weabl Word Work

(খ)Worldcom Wild Web

(গ)World Wide Web

(ঘ)Web for World Work

উত্তরঃ(গ)World Wide Web

২৬।ফ্লিপ হরিজন্টাল কী?

(ক)ছবি বড় করা

(খ)ছবি ছোট করা

(গ)বিপরীত দিকে ঘোরানো

(ঘ)উপরে নিচে ও বিপরীত দিকে ঘোরানো

উত্তরঃ(ঘ)উপরে নিচে ও বিপরীত দিকে ঘোরানো

২৭।Platoon ইমেজ কী?

(ক)লেয়ার লিংক করা

(খ)ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ করা

(গ)লেয়ার মার্জ করা

(ঘ)ইমেজ ইফেক্ট দেয়া

উত্তরঃ(খ)ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ করা

২৮।Blur Tool ব্যবহারের ফলে কী হবে?

(ক)অপশন বার প্রদর্শিত হবে

(খ)মেন্যু বার প্রদর্শিত হবে

(গ)Brush বার প্রদর্শিত হবে

(ঘ) আউটপুট বার প্রদর্শিত হবে

উত্তরঃ(ক)অপশন বার প্রদর্শিত হবে

২৯।Brightness বলতে কী বোঝায়?

(ক)ইমেজের কালারসহ আলো বাড়ানো/কমানো

(খ)পর্যাপ্ত পরিমানে ছায় বাড়ানো

(গ)পর্যাপ্ত পরিমানে ছায়া কমানো

(ঘ)তিনটি কালার ফেলে দেয়া

উত্তরঃ(ক)ইমেজের কালারসহ আলো বাড়ানো/কমানো

৩০।Cyan 100% Yellow 100% মিলে কোন রং তৈরি হয়?

(ক)Green

(খ)Red

(গ)Blue

(ঘ)Black

উত্তরঃ(খ)Red

৩১।প্রিন্ট করার জন্য কোন মুড এ File Save করতে হবে?

(ক)EPS

(খ)TIFE

(গ)JPG

(ঘ)PDF

উত্তরঃ(গ)JPG

৩২।File এর Resoulation নিয়ন্ত্রণকারী মুড হচ্ছে-

(ক)EPS

(খ)BMP

(গ)JPG

(ঘ)PDF

উত্তরঃ(গ)JPG

৩৩। Image পাথ করতে হলে-

(ক)সিলেকশন করে Image লক করতে হবে

(খ)Image ছোট করতে হবে

(গ)কালার উঠিয়ে দিতে হবে

(ঘ)Image বড় করতে হবে

উত্তরঃ(ক)সিলেকশন করে Image লক করতে হবে

৩৪। Illustrator এ ডিফল্ট Aartboard এর মাপ কত?

(ক) ৬” X ১২”

(খ)৮.৫” X ১১”

(গ)৮.৫” X ১০”

(ঘ)৬” X ১০”

উত্তরঃ(খ)৮.৫” X ১১”

৩৫।Radiul এবং Linear নিচের কোনটির অন্তর্গত?

(ক)Brush

(খ)Gradient

(গ)Navigator

(ঘ)Color

উত্তরঃ(ক)Brush

৩৬।Adobe Illustrator কী?

(ক) প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবহৃত ডিজাইনিং প্রোগ্রাম

(খ)ল্যাংগুয়েজ  ডিজাইনিং প্রোগ্রাম

(গ)টেক্সট অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রাম

(ঘ)সফটওয়্যার প্রোগ্রাম

উত্তরঃ(গ)টেক্সট অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রাম

৩৭।Mask বলতে কী বোঝায়?

(ক)গোটা ইমেজের অংশকে লুকানো

(খ)গোটা আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে

(গ)আর্টওয়ার্কে অবস্থিত ছবিকে

(ঘ) আর্টওয়ার্কের বাইরের অংশকে

উত্তরঃ(গ)আর্টওয়ার্কে অবস্থিত ছবিকে

৩৮।কোন টুলটি Artwork কে ড্রাগ বা স্ক্র্র্রলিং করে ডান/বাম বা উপর নিচ করার কাজে ব্যবহার করা হয়?

(ক)Zoom Tool

(খ)Eye Tool

(গ)Hand Tool

(ঘ)Transform

উত্তরঃ(গ)Hand Tool

৩৯।Create Out Line করতে হয় কেন?

(ক)টাইপকে সবুজ কালার দেয়ার জন্য

(খ)টাইপকে কালো কালার দেয়ার জন্য

(গ)টাইপকে ইমেজে রূপান্তর করার জন্য

(ঘ)টাইপকে ইমেজ থেকে আলাদা করার জন্য

উত্তরঃ(গ)টাইপকে ইমেজে রূপান্তর করার জন্য

৪০। Illustrator ডকুমেন্টে টুল বার না থাকলে কীভাবে তা আনতে হয়?

(ক) Edit>Show Tools

(খ)Window>Show Tools

(গ)View>Tools

(ঘ)Insert>Show Tools

উত্তরঃ(গ)View>Tools

৪১।সে স্কুলে যাচ্ছে।

উত্তরঃHe goes to school.

৪২।শোভা বাড়ি আছে।

উত্তরঃShova is in house.

৪৩।তোমরা সুখী হও।

উত্তরঃYou are happy.

৪৪।চল,বেড়াতে যাই।

উত্তরঃLet go away.

৪৫।তুমি কাকে চাও?

উত্তরঃWhat do you want?

৪৬।Put the book………the table.

উত্তরঃon

৪৭।Don’t shut……window.

উত্তরঃthe

৪৮। I know nothing……………him.

উত্তরঃabout

৪৯।Apu gets up…………..6.00 A.M.

উত্তরঃat

৫০। I am…………..the board of studies.

উত্তরঃa student

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!