গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৩ প্রশ্ন ও উত্তর (জুলাই-ডিসেম্বর)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৩
অক্টোবর-ডিসেম্বর/জুলাই-ডিসেম্বর ২০১৩ সেশন
বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া
১।ডকুমেন্ট লক করলে ইমেজ-
(ক)নড়াচড়া করা যায় না
(খ)নড়াচড়া করা যায়
(গ)কপি করা যায়
(ঘ)মুছে ফেলা যায়
উত্তরঃ(ক)নড়াচড়া করা যায় না
২।নিচের কোনটি Graphics Software?
(ক)Adobe Photoshop
(খ)Adobe Illustrator
(গ)Quark Xpress
(ঘ)সব কয়টি
উত্তরঃ(ঘ)সব কয়টি
৩।নিচের কোন File extension টি Picture format নয়?
(ক)Bit map
(খ)MPEG
(গ)TIFF
(ঘ)JPEG
উত্তরঃ(ক)Bit map
৪।আলাদা Scanning করা Picture একটি Image এ Fit করতে কোন Option টি লাগবে?
(ক)Free Transform
(খ)Photo Merge
(গ)Fill
(ঘ)Color
উত্তরঃ(ক)Free Transform
৫।ফ্লাশ মুভিতে কয় ধরনের Symbol ব্যবহার করতে হয়?
(ক)২ ধরনের
(খ)৪ ধরনের
(গ)৩ ধরনের
(ঘ)৫ ধরনের
উত্তরঃ(গ)৩ ধরনের
৬।অনেকগুলো Layer একই Image এ আনার Command-
(ক)Flatten Image
(খ)Merge Layer
(গ)New Layer
(ঘ)Layer Style
উত্তরঃ(খ)Merge Layer
৭।Group এর Short cut Command কোনটি?
(ক)Alt+G
(খ)Alt+L
(গ)Ctrl+G
(ঘ)Alt+Ctrl+G
উত্তরঃ(ক)Alt+G
৮।Macromedia flash কোন ধরনের Program?
(ক)Animation
(খ)Video
(গ)Interactivity
(ঘ)সবগুলো
উত্তরঃ(ক)Animation
৯।Quark Xpress Formatting Palette এ কয় ধরনের Alingment Box আছে?
(ক)3
(খ)5
(গ)4
(ঘ)6
উত্তরঃ(ঘ)6
১০।সাউন্ড এডিটিং এর ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক)Window-Panels-Sound
(খ)File-Open-Sound
(গ)Format>Sound>Edit
(ঘ)View>Edit>Sound
উত্তরঃ(ক)Window-Panels-Sound
১১।ম্যাক্সিমাম মুভি ফ্রেম সাইজ ৫০০০X৪০০০ পিক্সেল।
উত্তরঃ:”মি”
১২।MP3 একটি মুভি ফাইল।
উত্তরঃ”মি”
১৩।Text বা Image কে প্রাণ সঞ্চালন করার জন্য Animation দেয়া হয়।
উত্তরঃ”স”
১৪।Shift + F5 হল Inverse এর Short Cut.
উত্তরঃ”মি”
১৫।মেশ টুলের কাজ হলো ইমেজকে ছোট করা।
উত্তরঃ”স”
১৬।Crop tools use করা হয় Image size করে কাটার জন্য।
উত্তরঃ”স”
১৭।Photoshop এর অ্যাংকর পয়েন্ট ৭ টি।
উত্তরঃ”মি”
১৮।Step Forward এর Short Cut হল Shift+Ctrl+Z.
উত্তরঃ”মি”
১৯।Ctrl কী করে Image কে ড্রাগ করলে Copy হবে।
উত্তরঃ”স”
২০।দুটি কাজ একসাথে দেখার জন্য Revert Key ব্যবহার করা হয়।
উত্তরঃ”মি”
২১।একটি ওয়েব ভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যারের নাম লেখ।
উত্তরঃMacromedia Flash ওয়েব ভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যার।
২২।Mask বলতে কী বোঝায়?
উত্তরঃছবির মুখোশ।
২৩।Brightness কী ?
উত্তরঃছবির উজ্জলতাকে Brightness বলে।
২৪।Macromedia Flash কোন ধরনের প্রোগ্রাম?
উত্তরঃ Macromedia Flash অ্যানিমেশন প্রোগ্রাম।
২৫।Resoulation এর একক লেখ।
উত্তরঃResoulation এর একক Pixel।
২৬।Burn Tools কেন ব্যবহার করা হয়?
উত্তরঃএকটি ইমেজের নির্দিষ্ট অংশকে Dark করতে Burn tool ব্যবহৃত হয়।
২৭।Horizontal Scalling কী?
উত্তরঃকতকগুলো বাক্যকে সমান্তরালভাবে প্রসারিত করাকে Horizontal Scalling বলে।
২৮। Invert এর কাজ কী?
উত্তরঃInvert এর কাজ হচ্ছে নেগেটিভ করা।
২৯।Adobe Photoshop কী ?
উত্তরঃফটো এডিটিং সফটওয়্যার।
৩০।WWW এর পূর্ণরূপ লেখ।
উত্তরঃWWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
৩১।Wraser টুল দিয়ে …………..যায়।
উত্তরঃমুছা
৩২।New Layer এর Shortcut…………….।
উত্তরঃCtrl+C
৩৩।Quark Xpress Formatting Palette এ ………………..ধরনের Alingment Box আছে।
উত্তরঃ৬
৩৪।সর্বপ্রথম ওয়েব তৈরি করেন………………।
উত্তরঃTim Burners Lee.
৩৫।Quark Xpress এ Kearning and Tracking Option আছে…………..টি।
উত্তরঃ৪ টি।
৩৬।<Address>……………….<Address>Function ব্যবহার করা হয়…………..কাজে।
উত্তরঃপেজের উপরে ঠিকানা লেখার।
৩৭।Mesh Tool এর Shortcut ………………।
উত্তরঃAlt+D
৩৮।Path এর জন্য…………..Tool ব্যবহার করা হয়।
উত্তরঃPen
৩৯।Deselect এর Shortcut………………।
উত্তরঃAlt+D
৪০।Print করার জন্য…………..মুভে File Save করতে হয়।
উত্তরঃJPG
৪১।What is your name?
উত্তরঃMy name is ismail Hossain.
৪২।What is the capital of Bangladesh?
উত্তরঃThe capital of Bangladesh is Dhaka.
৪৩।How Old are you?
উত্তরঃ I am 18 years old.
৪৪।What do you do after training?
উত্তরঃI will find a suitable job.
৪৫।The sun……………..in the east.
(i)rise
(ii)risen
(iii)rises
Ans.iii.rises
৪৬। It…………raining since Wednesday last.
(i)is
(ii)has been
(iii)has
Ans. (ii)has been
৪৭।He is…………….honest man.
(i)a
(ii)an
(iii)the
Ans. (ii)an
৪৮।I want to………………a letter.
(i)make
(ii)write
(iii)learn
Ans. (ii)write
৪৯।সে প্রতিদিন স্কুলে যায়।
Ans.He goes to school everyday.
৫০।তুমি কেমন আছ?
Ans.How re you?