গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষার সাজেশন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা
বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং ( বিষয় কোড :- ৮১)
১। Video editing বলতে কী বুঝো?
উত্তরঃ Video তৈরির সময় অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া এবং গুরুত্বপূর্ণ অংশ যুক্ত করাকে Video editing বলে।
২। .exe- এর পূর্ণরূপ লেখ।
উত্তরঃ Executable
৩। 1 mega pixel = কত pixel?
উত্তরঃ 10^6
৪। মাল্টিমিডিয়া প্রোগ্রামিং কী?
উত্তরঃ Text, Sound, Image সম্পর্কিত প্রোগ্রামিংকে মাল্টিমিডিয়া প্রোগ্রামিং বলে।
৫। ফটোশপে ইমেজকে কীভাবে রিসাইজ করা হয়?
উত্তরঃ Select image➞Click image menu➞Click image size এরপর ডায়ালগ আসবে এর পর Width ও Height থেকে যথাক্রমে image সাইজ নির্ধারণ হবে।
৬। Vector ও Raster Graphics কী?
উত্তরঃ Vector Graphics: ভেক্টর গ্রাফিক্স হচ্ছে জ্যামিতিক সমীকরণ যেমন- বিন্দু, রেখা, বহুভুজ ইত্যাদির গাণিতিক সমীকরণ ব্যবহার করে কম্পিউটার গ্রাফিক্স- এর ছবি উপস্থাপনের পদ্ধতি।
Raster Graphics: রাস্টার গ্রাফিক্স হলো ছবি বা ডিজিটাল ছবি বা বিটম্যাপ, জা এক ধরনের উপাত্ত, ফাইল, যাতে সাধারণ কম্পিউটার মনিটর, কাগজ বা অন্য কোন পর্দায় প্রদর্শনযোগ্য পিক্সেল।
৭। Grey scale কী?
উত্তরঃ ইমেজকে সাদাকালোতে রূপান্তর করে।
৮। Frame কী?
উত্তরঃ অনেকগুলো ইমেজকে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখলে প্রতিটি কে এক একটি Frame বলে।
৯। কীভাবে Text আকর্ষণীয় করা যায়?
উত্তরঃ ভার্চুয়াল ইফেক্ট ব্যবহারের মাধ্যমে Text- কে আকর্ষণীয় করা যায়।
১০। Flash দিয়ে কী ধরনের কাজ করা যায়?
উত্তরঃ Animation. (Flash এর মুভিতে ৩ ধরনের symbol ব্যবহার করা হয়)
১১। Scratch area বলতে কী বুঝো?
উত্তরঃ Adobe illustrator- এর ওয়ার্ক এরিয়াকে Scratch area বলা হয়।
১২। Blend tool- এর কাজ কী?
উত্তরঃ অবজেক্টের স্পেসিফিক অ্যাংকর পয়েন্ট হলো- Blend tool.
১৩। Bitmap Image বলতে কী বুঝায়?
উত্তরঃ Bitmap Image হল Uncompressed রাস্টার ইমেজ, ইমেজের পিক্সেল তৈরি করে, যা Bitmap Image হিসেবেও পরিচিত।
১৪। ইমেজ কয় প্রকার?
উত্তরঃ Image ২ প্রকার হয়, যথা- Vactor Image, Raster Image
(ফটোশপে কালার মোড গুলো কি কি?
উত্তরঃ ফটোশপে কালার প্রধানত ৫ প্রকার হয়, যথা- Bitmap, Grayscale, RGB color, CMYK color, Lab color)
১৫। MIDI- এর পূর্ণরূপ কী?
উত্তরঃ MIDI= Musical Instrument Digital Interface.
১৬। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ২টি ফ্রিল্যান্সিং সাইটের নাম লিখ?
উত্তরঃ (i) 99designs.com (ii) Fiverr (iii)Upwork (iv) Freelancer
১৭। Revert কী কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ বর্তমান ফাইলকে সর্বশেষ সংরক্ষিত ফাইলের সাথে প্রতিস্থাপন করতে ।
(Revert এর শর্টকাট কী- F12)
১৮। Quark Xpress- এ Kerning অপশন- এর কাজ কী?
উত্তরঃ Quark Xpress- এ Kerning অপশন- এর কাজ হলো ক্যারেক্টারের মাঝে স্পেস আডজাস্ট করা।
১৯। Canvas size কী?
উত্তরঃ Canvas size ব্যবহার করে কোনো ফিক্সড সাইজের ইমেজের সাইজ পরিবর্তন না করেই ছবির দুই ধারে লেখা বা নতুন ইমেজ যোগ করা হয়।
২০। ফটোশপ ওয়ার্ক এরিয়ার মাঝে কী ধরনের বার থাকে?
উত্তরঃ ফটোশপ ওয়ার্ক এরিয়াতে ডকুমেন্ট ট্যাব, ক্যানভাস, টুল প্যানেল, কালার অপশন, লেয়ার, এবং অপশন বার থাকে।
২১। কপি মার্জ – এর কাজ কী?
উত্তরঃ কপি করলে শুধু এক লেয়ারের ছবি কপি হয়, আর সব লেয়ারের ছবি একসাথে কপি করার জন্য কপি মার্জ ব্যবহার করা হয়।
২২। রাস্টারাইজ কী?
উত্তরঃ রাস্টার ইমেজ হল পিক্সেলেটেড ইমেজের, যা বিটম্যাপ ইমেজ হিসেবেও পরিচিত।
২৩। Adobe Photosop কী?
উত্তরঃ Adobe Photosop হলো গ্রাফিক্সভিত্তিক ফটো এডিটিং সফটওয়্যার।
২৪। Color Separation কী?
উত্তরঃ কালার সেপারেশন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে মূল রঙ ও ডিজিটাল ফাইলসমূহ প্রিন্টিংয়ের জন্য চারটি পৃথক রঙের উপাদানসমূহে পৃথক করা হয়। যথা- Cyan, Magenta, Yellow and black যা CMYK দ্বারা পরিচিত।
২৫। Image বলতে কী বুঝায়?
উত্তরঃ ইমেজ এমন একটি নিদর্শন, যা ভিজ্যুয়াল ধারণাকে চিত্রিত করে। সুতরাং, কোনো স্থির ছবি বা চিত্রকে ইমেজ বলা হয়।
২৬। Multimedia কী?
উত্তরঃ Multimedia হল বিভিন্ন মাধ্যমের সমন্বয়ে তৈরি media. যেমন-(i) Audio, (ii) Video, (iii) Texts, (iv) Graphics, (v) Animation
২৭। Horizontal scalling কী?
উত্তরঃ কোনো ডকুমেন্টের বাক্যসমূহকে সমান্তরালে প্রসারিত করাকে বলা হয় Horizontal scalling।
২৮। Burn tolol কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ একটি Image-এর নির্দিষ্ট অংশকে পোড়ানোর মত ইফেক্ট দিতে Burn tolol ব্যবহার করা হয়।
২৯। সাদা রঙ উৎপন্নের উপাদানগুলো লেখ।
উত্তরঃ সাদা রঙের উপাদানগুলো হলো- (i) লাল (ii) সবুজ (iii)বেগুনী
(সদা রঙের ক্ষেত্রে RGB- এর মান যথাক্রমে R= 255. G= 255, B= 255. CMYK- এর মান যথাক্রমে C=0, M=0, Y=0, K= 0. HSV- এর মান যথাক্রমে H=-°, S= 0% V=100%. )
৩০। Photoshop Image- এর File Format- এর নাম লেখ।
উত্তরঃ (i) Photoshop(*.PSD, *.PDD), (ii) JPEG(*.JPG, *.JPEG, *.JPE), (iii) TIFF(*.TIFF, *.TIF), (iv) PNG(*.PNG; *.PNS)
৩১। Print করার Keyboard কমান্ড কী?
উত্তরঃ Print করার Keyboard কমান্ড Ctrl+P।
৩২। লেয়ারকে Flatten করলে কী হয়?
উত্তরঃ অনেকগুলো লেয়ার একটি লেয়ারে রূপান্তরিত হয়।
৩৩। Adobe illustrator ডকুমেন্ট Save করার প্রয়োজনীয়তা কী?
উত্তরঃ ডকুমেন্ট যেন হারিয়ে না যায় বা নস্ট না হয়ে যায় তাই adobe illustrator ডকুমেন্ট Save করতে হয়।
৩৪। Brushes প্যালেটে কী কী ব্রাশ বিদ্যমান থাকে?
উত্তরঃ (i) Soft round, (ii) Hard round, (iii) Dry Brush,(iv) Chalk 60 pixel,(v) Chalk
৩৫। কয়েকটি ইংরেজী ফন্টের নাম লেখ?
উত্তরঃ কয়েকটি ইংরেজী ফন্টের নাম Calibri, Tahoma, Times New Roman ।
৩৬। Palettes কী?
উত্তরঃ ডকুমেন্টের ইমেজ বা টেক্সটকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য Palettes প্রয়োজন।যেমন- Info palettes, Color palettes, Option palettes.
৩৭। Text কয় প্রকার ও কী কী?
উত্তরঃ Text ২ প্রকার। যথাঃ (i) Point Text, (ii) Paragraph Text
৩৮। Stroke- এর কাজ কী?
উত্তরঃ Image- এর বর্ডার দেওয়ার জন্য Stroke ব্যবহার করা হয়।
৩৯। Mesh tool- এর কাজ কী?
উত্তরঃ যে-কোনো Shape-এর Gradients তৈরি করতে Mesh tool ব্যবহার করা হয়।
৪০। Sublayer কী?
উত্তরঃ জটিল ড্রয়িংকে কাজের সুবিধার জন্য বিভিন্ন layer কে আবার বিভিন্ন ভাগ করা হয়, এই ভিন্ন ভিন্ন লেয়ারকে Sublayer বলে।
৪১। ফটোশপে ব্যবহৃত ল্যাসো টুলগুলোর নাম লেখ।
উত্তরঃ (i) পলিগুনাল ল্যাসো টুল, (ii) ম্যাগনেটিক ল্যাসো টুল।
৪২। Layer বলতে কী বোঝায়?
উত্তরঃ জটিল ড্রয়িংকে কাজের সুবিধার জন্য বিভিন্ন লেভেল ভাগ করা হয়, এই ভিন্ন ভিন্ন লেবেলকে layer বলে।
৪৩। Photoshop- এর Level গুলোর নাম লেখ।
উত্তরঃ Photoshop- এর Level এর মাধ্যমে Image এর Brightness ঠিক করা হয়, Level গুলোর নাম- Complete Black, Complete White, Midtowns .
৪৫। Image Space কী?
উত্তরঃ ইমেজ স্পেস হলো ত্রি- মাত্রিক সমন্বয় ব্যবস্থা, যাতে স্ক্রীন স্পেস থাকে। ইমেজ স্পেস ত্রিমাত্রিক ভলিউমকে সংজ্ঞায়িত করতে ব্যবহার করা হয়।
৪৬। কয়েকটি Graphics Software- এর নাম লিখো।
উত্তরঃ কয়েকটি হলো- Adobe Photoshop, Adobe illustrator, Adobe Primium.
৪৭। কোন বাটন ক্লিক করলে ফটোশপ উইন্ডো প্রোগ্রাম থেকে বের হওয়া যায়?
উত্তরঃ Ctrl+Q বাটন ক্লিক করলে ফটোশপ উইন্ডো প্রোগ্রাম থেকে বের হওয়া যায়। (Ctrl+W বাটন ক্লিক করলে ফটোশপে নির্দিষ্ট tab বন্ধ হয়)
৪৮। Plug ins কী?
উত্তরঃ Plug ins এক ধরনের সফটওয়্যার কম্পোনেট।
৪৯। ইলাস্ট্রেটর এ ব্যবহৃত দুটি Plug ins এর নাম লিখ
উত্তরঃ Graffix Plugins, Xtream Path plugins
৫০। Zip ফাইলের কাজ লেখ।
উত্তরঃ Zip হলো একটি আর্কাইভ ফাইল ফরম্যাট। সফটওয়ারের সাহায্যে এক বা একাধিক ফাইলকে সংকুচিত করে একটি ফোল্ডারে জমা রাখা হয় এই মাধ্যমে।
51 । Grouo Object কী?
উত্তরঃ আনেকগুলো object কে একসাথে group করাকে Grouo Object বলে ।
52। Quark Express Formatting Palette……. ধরনের Alignment Box আছে ।
উত্তরঃ ৬
সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাওঃ
১।দুই বা ততোধিক রঙ শুরু হয়ে ক্রমশ মিশ্রিত হওয়াকে কী বলে?
উত্তরঃ গ্র্যাডিয়েন্ট
২। আলাদাভাবে Scanning করা Picure একটি Image- এ Fit করতে কোন Option টি প্রয়োজন?
উত্তরঃ Free Transformation
৩। কয়েকটি Audio file- এর Extension?
উত্তরঃ MIDI, mp3, amr, wav,
৪। Illustrator- এর Brush palette-এ কয় ধরনের Brush থাকে?
উত্তরঃ দুই
৫। Group- এর Shortcut command কোনটি ?
উত্তরঃ Ctrl+G
৭। Output ডিভাইস হলো
উত্তরঃ মনিটর ও প্রিন্টার
৮। ১ বাইট সমান কয় বিট?
উত্তরঃ ৮ বিট
৯। ডায়োড কোথায় ব্যবহিত হয়?
উত্তরঃ EPROM
১০। মেমরির একক কোনটি?
উত্তরঃ বিট
১১। MP4 বলতে কোন ধরনের ফাইলকে বোঝায়?
উত্তরঃ Video ফাইল
১২। যে বিন্দুকে কেন্দ্র করে অবজেক্টের রূপান্তর সম্পন্ন করা হয়, তাকে বলে
উত্তরঃ Point of origin
১৩। নিচের কোন কমান্ডটি Draw toolbar- এর অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ offset.
১৪। ওয়েবসাইটের সাথে নিচের কোনটি যুক্ত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বুঝায়?
উত্তরঃ .edu
১৫। Lossy এই Option- টি শুধুমাত্র নিচের কোন Format এর জন্য?
উত্তরঃ GIF
১৬। Art board ব্যবহিত হয়
উত্তরঃ Illustrator
১৭। Photoshop- এর Anchor point হলো
উত্তরঃ ৩ টি
১৮। DVD (Digital Video Drive)হচ্ছে-
উত্তরঃ Drive
১৯। CD- এর পূর্ণনাম হলো-
উত্তরঃ Compact disk
২০। Picture file format- এর Extension?
উত্তরঃ JPEG, PNG, GIF, TIFF
২১। Display card ব্যবহিত হয়-
উত্তরঃ Monitor – এ Color প্রদর্শন করতে
২২। Scanner কি ধরনের device?
উত্তরঃ Input
২৩। Adjust color balance- এর শর্টকাট কমান্ড হচ্ছে-
উত্তরঃ Ctrl+ B
২৪। Illustrator document- এ Toolbar না থাকলে তা কিভাবে আনতে হয়?
উত্তরঃ Window>Show tools
২৫। Get Text অপশনটি কি কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ Text import
২৬।<Blink>….</blink> ফাংশনটি ব্যবহার করে-
উত্তরঃ টেক্সট ব্লিঙ্ক করার জন্য
২৭। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)- তে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়
উত্তরঃ ১৯৯৩ সালে
২৮। <U>….</U> ফাংশনটি ব্যবহার করে-
উত্তরঃ লেখায় আন্ডারলাইন দিতে পারি
২৯। Margin Guides-এর কয়টি field রয়েছে?
উত্তরঃ ২টি
৩০। সাউন্ড এডিট- এর ক্ষেত্রে কোনটি সঠিক?
উত্তরঃ Window>Panels>Sound
৩১। কোন অপশনের মাধ্যমে চার কালারের কাজকে তিন কালার করা যায়?
উত্তরঃ Inverse
৩২। Default Art board page size in illustrator-
উত্তরঃ ৮.5 x ১1 inch
৩৩। বাইনারি সংখ্যা-
উত্তরঃ ২টি
৩৪। Horizontal Scalling কী?
উত্তরঃ বাক্যগুলোকে সমান্তরালে প্রসারিত করা
৩৫। Adobe Illustrator কী?
উত্তরঃ প্রিন্ট/ ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবহৃত ডিজাইনিং প্রোগ্রাম .
৩৬। Create Outline করতে হয় কেন?
উত্তরঃ টাইপ কে ইমেজে রূপান্তর করার জন্য
৩৭। Revert কী জন্য ব্যবহার করা হয়?
উত্তরঃ কালার পরিবর্তন করার জন্য।
৩৮। কোন সিলেকশনে Define pattern হয় না?
উত্তরঃ ল্যাসো টুল
৩৯। Flatten Image- এর শর্টকাট কমান্ড কী ?
উত্তরঃ Shift+Ctrl+E
৪০। Adobe Photoshop কোন ধরনের প্রোগ্রাম?
উত্তরঃ Photo editing software
৪১। ম্যাজিক টুল- এর কাজ হলো-
উত্তরঃ Drawing করা
৪২। fps বলতে কী বোঝায়?
উত্তরঃ Frames per second
৪৩। একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করার জন্য কোনটি ব্যবহিত হয়?
উত্তরঃ Unite
৪৪। সিলেকশনের নির্ধারণ করা যায়।
উত্তরঃ সঠিকতা
৪৫। ইন্টারলেশ কী প্রদর্শন করে?
উত্তরঃ লো-রেজুলেশন ভার্সন
৪৬। কোন কমান্ড দিয়ে ইমেজকে সাদা কালোতে রূপান্তরিত করা যায়?
উত্তরঃ গ্রে-স্কেল
৪৭। ফটোশপে বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয় কী দিয়ে?
উত্তরঃ কাস্টম প্যাটার্ন দিয়ে
৪৮। Image পাথ করতে হলে-
উত্তরঃ সিলেকশন করে ইমেজ লক করতে হবে।
৪৯। Flatten ইমেজ কী?
উত্তরঃ ব্যাকগ্রাউন্ডের সাথে অন্যান্য লেয়ার মার্জ করা।
৫০। অনেকগুলো লেয়ার একই Image- এ আনার Command-
উত্তরঃ Merge Layer
সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখঃ
১। Blue ও Red রঙের সংমিশ্রণ দিয়ে Gray Scale এর কাজ করা হয়।
উত্তরঃ “ মি”।
২। Star tool দিয়ে ত্রিভূজ তৈরি করা যায়।
উত্তরঃ “ মি”।
৩। Canvas illustrator- এ ব্যবহার করা হয়।
উত্তরঃ “স”।
৪। Shift+F5 হলো Inverse এর shortcut কমান্ড।
উত্তরঃ “ মি”। (Shift+Ctrl+I)
৫। Mesh tool এর মাধ্যমে Image -এ বর্ডার দাওয়া যায়।
উত্তরঃ “ মি”।
৬। ইলাস্ট্রেটর হলো ওয়েব ব্রাউজিং সফটওয়্যার।
উত্তরঃ “ মি”।
৭। Match color কমান্ড শুধুমাত্র RGB Mode -এ ব্যবহার হয়।
উত্তরঃ “ মি”।
৮। Photoshop program হতে বের হওয়ার জন্য Ctrl+Q কমান্ড ব্যবহার করা হয়।
উত্তরঃ “স”।
৯। Group object-কে Ungroup করতে Clt+G ব্যবহার করা হয়।
উত্তরঃ “ মি”।
১০। CMKY Option-টি Illustrator- এ কালারের জন্য ব্যবহার করা হয়।
উত্তরঃ “স”।
১১। Preference কমান্ডের মাধ্যমে সূক্ষ্মভাবে অবজেক্টকে স্থানান্তর করা যায়।
উত্তরঃ “ মি”।
১২। AUL হলো Audio file- এর Extension.
উত্তরঃ “ মি”।
১৩। Wav একটি Video format.
উত্তরঃ “ মি”।
১৪। Invert-এর কাজ হলো Negative করা।
উত্তরঃ “স”।
১৫। পাথ অঙ্কনের জন্য ব্যবহার করা হয় Curve tool.
উত্তরঃ “ মি”।
১৬। MP3 বলতে বুঝায় সাউন্ড ফাইল।
উত্তরঃ “স”।
১৭। Cyan 100% ও Yellow 100% মিলে নীল রঙ তৈরি করা হয়।
উত্তরঃ “ মি”।
(100% Yellow ও 100% Cyan মিলেহয় সবুজ রং)
(100% Yellow ও 100% Mazanda মিলেহয় লাল রং)
(100% Mazanda ও 100% Cyan মিলেহয় নীল রং)
১৮। Macromedia dream weaver একটি web- ভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যার।
উত্তরঃ “ মি”।
১৯। বৃত্ত তৈরি করার জন্য star tool ব্যবহার করা হয়।
উত্তরঃ “ মি”।
২০। Brush size বড় করা হয় Ctrl++ দিয়ে।
উত্তরঃ “ মি”।
২১। Elliptical marque tool দিয়ে বৃত্ত তৈরির জন্য Shift কী সহযোগে করতে হয়।
উত্তরঃ “স”।
২২। Paint Brush tool ইমেজকে সুন্দর করে।
উত্তরঃ “স”।
২৩। ফটোশপ সাপোর্ট করে সর্বোচ্চ পিক্সেল ডাইমেনশন 100000 by 100000 px/Image.
উত্তরঃ “স”।
২৪। polygon দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়।
উত্তরঃ “স”।
২৫। Step Forward – এর Shortcut হলো Shift+Ctrl+Z।
উত্তরঃ “স”।
২৬। File-এর Resulation নিয়ন্ত্রণকারী মুড হচ্ছে JPG।
উত্তরঃ “স”।
২৭। MP3 একটি মুভি ফাইল।
উত্তরঃ “মি”।
২৮। Keyboard থেকে V চাপলে selection tool-টি সিলেক্ট হবে।
উত্তরঃ “স”।
২৯। Handle- কে Control point-ও বলা হয়।
উত্তরঃ “স”.
৩০। Magic wand tool দিয়ে রিটাচ করা হয়।
উত্তরঃ “মি”।
৩১। Arrange কমান্ড File মেন্যুতে থাকে।
উত্তরঃ “মি”।
৩২। সর্ব প্রথম ওয়েব তৈরি করেন Tim Burners Lee.
উত্তরঃ “স”।
৩৩। HTML এর যাত্রা শুরু ১৯৮৯ সালে।
উত্তরঃ “মি”। (HTML এর যাত্রা শুরু ১৯91 সালে। HTML=Hyper Text Markup Language)
৩৪। কোরেল ড্র রাস্টার বেসড অ্যাপ্লিকেশান সফটওয়্যার।
উত্তরঃ “মি”।
৩৫। F10 চেপে Text tool active করা হয়।
উত্তরঃ “মি”।
৩৬। Zoom Out করার শর্টকাট কী হলো F3.
উত্তরঃ “মি”।
৩৭। Filtering করা হয় Effect দেওয়ার জন্য।
উত্তরঃ “স”।
৩৮। Photoshop– এ Anchor point ৫ প্রকার।
উত্তরঃ “মি”।
৩৯। Color palette থেকে বিভিন্ন রঙ নির্বাচন করা যায়।
উত্তরঃ “স”।
৪০। Print area-তে অবস্থিত Image– কে প্রিন্ট করা যায়।
উত্তরঃ “স”।
৪১। GIF File format ফটোগ্রাফির জন্য আদর্শ ফরম্যাট।
উত্তরঃ “মি”।
৪২। Lock করে Image- কে নড়াচড়া করা যায়।
উত্তরঃ “মি”।
৪৩। Brightness হলো Image- এর উজ্জ্বলতা।
উত্তরঃ “স”।
৪৪। Ctrl+M press করে Render করা হয়।
উত্তরঃ “মি”।
৪৫। আলোর রঙ হলো CMYK।
উত্তরঃ “মি”।
৪৬। Flash- এ Animation করা যায় না।
উত্তরঃ “মি”।
৪৭। TLB দিয়ে Top Line Border বুঝায়।
উত্তরঃ “স”।
৪৮। Outline mode- এ Object-গুলো তাদের Fill ও Stroke color- সহ প্রদর্শিত হয়।
উত্তরঃ “স”।
৪৯। PDF ফরম্যাটে save করা ফাইলকে World wide web- এ view করা যায় না।
উত্তরঃ “মি”।
৫০। ইলাস্ট্রেটর- এর ডকুমেন্টে একাধিক পৃষ্ঠা তৈরি করা যায়।
উত্তরঃ “স”।
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ
১। New Layer- এর শর্টকাট কমান্ড ………………….
উত্তরঃ Shift+ Ctrl+ N
২। Red কালার তৈরি হয় ………………ও ম্যাজেন্টা কালারের সমন্বয়ে।
উত্তরঃ হলুদ
৩। Photoshop program- এ …………টি Tools থাকে।
উত্তরঃ ২০ ( নতুন ভার্সনে ২০০ টির মত টুল আছে)
৪। Illustrator এ Outline command টি Key-board থেকে দিতে ………………………করতে হবে।
উত্তরঃ Ctrl+Shift+O
৫। Match color command শুধুমাত্র …………………. Mode- এ ব্যবহার করা হয়।
উত্তরঃ RGB
৬।Pen drive একটি ……………….. ডিভাইস।
উত্তরঃ I/O
৭। Keyboard- এর ফাংশন ‘কী’ ……………… টি।
উত্তরঃ ১২
৮। ………………….. একটি Video format.
উত্তরঃ MPEG
৯। Deselect- এর Shortcut ………………………
উত্তরঃ Ctrl+D
১০। Lock- এর Shortcut Key হলো ………………
উত্তরঃ Ctrl+2
১১। Artwork- কে ড্রাগ বা স্ক্রলিং করে ডান/বাম বা উপর/নিচ করার জন্য ………………… টুল ব্যবহার হয়।
উত্তরঃ Hand
১২। ………………… দিয়ে Clipping mask create করতে হয়।
উত্তরঃ লেয়ার।
১৩। Object- কে Import করার কমান্ড হচ্ছে ………..
উত্তরঃ File>Import
১৪। Printer একটি ………………………… ডিভাইস।
উত্তরঃ আউটপুট
১৫। Monitor- এ ছবির রেজুলেশন ভালো পাওয়ার জন্য ………………………… কার্ড ব্যবহার হয়।
উত্তরঃ Graphic
১৬। Video signal- এর Frequency ………………….পর্যন্ত হয়।
উত্তরঃ 50-60 MHz
১৭। Hyperlink- এর সাথে সংযোজিত অংশকে ……………..বলে।
উত্তরঃ Hyper Text
১৮। GIF- এর পূর্ণনাম …………………………………………।
উত্তরঃ Graphics Interchange Format.
১৯। Multimedia বলতে ………. নিয়ন্ত্রিত মাধ্যমকে বুঝায়।
উত্তরঃ কম্পিউটার।
২০। আয়তক্ষেত্র তৈরি করার জন্য…….টুলস ব্যবহার করা হয়।
উত্তরঃ Rectangle
২১। Reflect tool দিয়ে object- এর …………..তৈরি করা যায়।
উত্তরঃ ইমেজ
২২। Layer palette ……………………… মেনুতে থাকে।
উত্তরঃ window.
২৩। ………………… হচ্ছে বিশেষ এক ধরনের Color mode.
উত্তরঃ গ্রে- স্কেল।
২৪। Mesh Tools – এর shortcut …………….
উত্তরঃ U
২৫। হলুদ ও লাল- এর মিশ্রণে ……………… কালার তৈরি হয়।
উত্তরঃ কমলা
২৬। Curves size- এর কী- বোর্ড কমান্ড ………………
উত্তরঃ Ctrl+Alt+C
২৭। Artboard এরিয়াকে ………………… এরিয়া বলে।
উত্তরঃ Working
২৮। ইলাস্ট্রেটর হতে অন্যত্র কোনো অবজেক্ট পাঠানোর পদ্ধতিকে ………………..বলে।
উত্তরঃ Export
২৯। Pen Tools- এর সাহায্যে ……………………যায়।
উত্তরঃ পাথ তৈরি করা
৩০। Filter- এর কাজ ………………………………..
উত্তরঃ অবজেক্টে বিভিন্ন ইফেক্ট দেয়া।
৩১। সর্ব প্রথম ওয়েব তৈরি করেন ……………………….
উত্তরঃ Tim Burners Lee.
৩২। Adobe Premier একটি ………….সফটওয়্যার।
উত্তরঃ ভিডিও এডিটিং গ্রাফিক্স
৩৩। Stroke ব্যবহার করা হয় ……………………..
উত্তরঃ ছবিতে বর্ডার দেওয়ার জন্য
৩৪। HTTP- এর পূর্ণরূপঃ
উত্তরঃ Hyper Text Transfer Protocal
৩৫। WWW-এর পূর্ণরূপঃ
উত্তরঃ World Wide Web
৩৬। স্বচ্ছ পর্দার মত কাজ করে ……………………
উত্তরঃ লেয়ার
৩৭। PPI = ………………….. Per Inch
উত্তরঃ Pixel
৩৮। Selection tool দিয়ে ………………. করা হয়।
উত্তরঃ Object-কে select
৩৯। প্রিন্ট করার পর Image- এর চারপাশে সমানভাবে কাটার জন্য দেয়া ছককে বলে ………………………।
উত্তরঃ Bleed
৪০। যে- কোনো Printing Matter প্রিন্ট দিতে হলে ……………………করে নিতে হবে।
উত্তরঃ Select
৪১। …………………………………….কাজের জন্য Paint brush tool ব্যবহার করা হয়।
উত্তরঃ ইমেজ সুন্দর করার
৪২। Stamp tools ……………. প্রকার।
উত্তরঃ ২
৪৩। Tool Box থেকে …………. প্রকারে tools নির্বাচন করা যায়।
উত্তরঃ ২
৪৪। ATM-এর পূর্ণরূপ ………………………………………
উত্তরঃ Automated Teller Machine
৪৫। File open করার কী- বোর্ড কমান্ড
উত্তরঃ Ctrl+O
৪৬। MMX ………………………………… ইউনিট ব্যবহার করা হয়।
উত্তরঃ পাইপ লাইন ফরম্যাটিং পয়েন্ট
৪৭। Get Text option-টি ………………….কাজে ব্যবহার করা হয়।
উত্তরঃ Text Import
৪৮। Canvas Size- এর কী- বোর্ড কমান্ড ……………..
উত্তরঃ Alt+Ctrl+C
৪৯। Bitmap হচ্ছে বিশেষ এক ধরণের ………………..
উত্তরঃ ইমেজ ফাইল ফরম্যাট
৫০। Image- এর হাইলাইট- এর বিপরীত হলো ………….
উত্তরঃ Invert
৫১। Rotate too দিয়ে …… করা যায় ।
উত্তরঃ ছবিকে বিভিন্ন কোণে ঘুরানো যায়
৫২। Mp3 হলো ….. ফাইল ফরমেট ।
উত্তরঃ অডিও
Translate into English:
১। আমার বাবা একজন দক্ষ কারিগর।
Ans: My father is a skilled technician.
২। তুমি যখন বলবে আমি তখন আসবো।
Ans: When you call me, I will come to you.
৩। আমার নানা একজন মুক্তিযোদ্ধা।
Ans: My maternal grandfather is a freedom fighter.
৪। বাংলাদেশির প্রধান খাদ্য ভাত।
Ans: Rice is the staple food of Bangladeshi.
৫। সে গতকাল বাড়ি গেল।
Ans: He went home yesterday.
৬। আমি এক সপ্তাহ যাবত জ্বরে ভুগছি।
Ans: I have been suffering from fever for a week.
৭। স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল।
Ans: The train had left before I reached the station.
৮। বৃষ্টি হচ্ছে।
Ans: It’s raining.
৯। ঢাকা বাংলাদেশের রাজধানী।
Ans: Dhaka is the capital of Bangladesh.
১০। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
Ans: Dhaka stands on the bank of Buriganga.
১১। সূর্য পূর্ব দিকে উঠে।
Ans: The sun rises in the east.
১২।বাংলাদেশ আমার জন্মভূমি।
Ans: Bangladesh is our motherland.
১৩। আমাকে একটা কমলা দাও।
Ans: Give me an orange.
১৪। আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে চাই।
Ans: I want to be a skilled technician.
১৫। সে গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছে।
Ans: He has been suffering from fever since last Thursday.
Answer the following question in English:
- Do you know how to swim?
Ans: Yes, I know how to swim.
- What is the full meaning of A.C?
Ans: Alternative Current.
- What is the capital of Bangladesh?
Ans: Dhaka is the capital of Bangladesh.
- Write down the name of your institute in English
Ans: District Based Women Computer Training Centre.
- What will you do after your training?
Ans: I shall join in a company after training.
- What is your favorite food?
Ans: Beef is my favorite food.
- Who is your best friend?
Ans: Trisha is my best friend.
- How many brothers you have?
Ans: I have two brothers.
- What do you do to stay healthy?
Ans: I take a balanced diet and regular exercise to stay healthy.
- What does your friend look like?
Ans: My friend looks like a smart person.
- What do you do on weekends?
Ans: On weekends I visit my relatives.
- What is the function of a memory?
Ans: The function of a memory is to store data.
- What is your aim in life?
Ans: I want to be a Doctor.
- What is your profession?
Ans: I am a teacher.
- What is your nationality?
Ans: I am a Bangladeshi.
Choose and fill in the gaps with correct words/word in brackets:
- Has she ……………milk? (drink/drank/drunk)
Ans: drunk
- We are ……………………the class.
Ans: in
- He swims …………………………the pond.
Ans: in
- There is a “no smoking sign” ……………the wall.
Ans: on
- Hammer is made ……………iron.
Ans: of
- Get …………..from the bed (up/on/over)
Ans: up
- Give ……………bad habits. (away/over/up)
Ans: up
- Look ………………the moon. (at/in/on)
Ans: at
- He has been suffering from fever ……………………Monday last. (for/from/since)
Ans: since.
- Sit ……………………me(on/down/by)
Ans: by
- I have ……………………..one taka note. (a/an/the)
Ans: a
- Bangladesh ………..many small rivers. (have/has)
Ans: has
- Salim made the journey………… boat. (to/by/on)
Ans: by
- How ……………..have you lived here. (long/often/many)
Ans: long
- Put the book ……………..the table.
Ans: on
- To be healthy, we must eat……………………
Ans: balanced diet.
- Sweet is made …………………milk.
Ans: of
- My father is …………………………………than your father.(funny/funnier/funniest)
Ans: funnier
- Bangladesh became independent in……………
Ans: 1971.
- Doesn’t ……………………………….?
Ans: he make a noise?