গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৬ প্রশ্ন ও উত্তর (জুলাই-সেপ্টেম্বর)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৬ প্রশ্ন ও উত্তর

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৬

জুলাই-সেপ্টেম্বর ২০১৬ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া ( বিষয় কোড :- ৮১)

১।Eraser টুল দিয়ে………..কাজ করা যায়।

উত্তরঃকোন কিছু মুছার

২।New Layer এর Shortcut…….

উত্তরঃCtrl+C

৩।Quark Xpress Formatting palette এ ……………..ধরনের Alingment Box আছে।

উত্তরঃ৬

৪।সর্বপ্রথম ওয়েভ তৈরি করেন…………

উত্তরঃটিম বার্নার্স লি

৫।Quark Xpress এ Kearning and Tracking option আছে-টি।

উত্তরঃ৪

৬।<Address>…….<Address>Function টি ব্যবহার করা হয়………কাজে।

উত্তরঃপেজের উপরে ঠিকানা লেখার

৭।Mesh tool এর Shortcut ……..

উত্তরঃAlt+M

৮।Deselect এর Shortcut……..

উত্তরঃAlt+D

৯।Path এর জন্য ………..Tool ব্যবহার করা হয়।

উত্তরঃPen

১০।Print করার জন্য …………… মুডে File save করতে হয়।

উত্তরঃJPG

১১।Mesh tools এর Short cut……

উত্তরঃAlt+M

১২।WWW এর পূর্ণরূপ–

উত্তরঃWorld Wide Web

১৩।Resoulation এর একক………

উত্তরঃপিক্সেল

১৪।File save করার জন্য …………Keyword কমান্ড ব্যবহার করতে হয়।

উত্তরঃCtrl+S

১৫।Revert এর Shortcut হলো-

উত্তরঃF9

১৬।ম্যাক্সিমাম মুভি ফ্রেম সাইজ ৫০০০X৪০০০পিক্সেল।

উত্তরঃ”মি”

১৭।MP3 একটি মুভি ফাইল।

উত্তরঃ”মি”

১৮।Text বা Image কে প্রাণ সঞ্চালন করার জন্য Animation দেওয়া হয়।

উত্তরঃ”স”

১৯।Shift+F5 হলো Inverse এর Shortcut.

উত্তরঃ”মি”

২০।মেশ টুলের কাজ হলো ইমেজকে ছোট করা।

উত্তরঃ”মি”

২১।Crop tools ব্যবহার করা হয় Image size করে কাটার জন্য।

উত্তরঃ”স”

২২।ফটোশপ এর এঙ্কর পয়েন্ট ৭টি।

উত্তরঃ”মি”

২৩।Step Backward এর Shortcut হলো Shift+Ctrl+Z.

উত্তরঃ”মি”

২৪।Ctrl কী প্রেস করে Image ড্রাগ করলে Copy হবে।

উত্তরঃ”স”

২৫।দুটি কাজ একসাথে দেখার জন্য Revert Key ব্যবহার করা হয়।

উত্তরঃ”মি”

২৬।কারিগরি শিক্ষা বোর্ডের Web Address: WWW.bteb.gov.bd

উত্তরঃ”মি”

২৭।NIC এর পূর্ণশব্দ হলো Network Interface Card.

উত্তরঃ”স”

২৮।Ctrl+R কী প্রেস করে ডাটা রিপ্লেস করা যায়।

উত্তরঃ”মি”

২৯।Zoom out দিয়ে ইমেজকে বড় করা যায়।

উত্তরঃ”মি”

৩০।Alt+F হলো Dta findings এর Short cut.

উত্তরঃ”মি”

৩১।সাউন্ড এডিটিং এর ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক)Window>Panels>Sound

(খ)File>Open>Sound

(গ)Format>Sound>Edit

(ঘ)View>Edit>Sound

উত্তরঃ(ক)Window>Panels>Sound

৩২।অ্যানিমেশন কেন দিতে হয়?

(ক)লেখা বা চিত্রকে স্থির রাখার জন্য

(খ)লেখা বা চিত্রকে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য

(গ)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালন করার জন্য

(ঘ)লেখা বা চিত্রকে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য

উত্তরঃ(গ)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালন করার জন্য

৩৩।<U>…….</U> ফাংশনটি ব্যবহার করে-

(ক)লেখায় আন্ডারলাইন দিতে পারি

(খ)লেখায় সুপারস্ক্রিপ্ট করতে পারি

(গ)লেখা সাব স্ক্রিপ্ট করতে পারি

(ঘ)লেখা বড় ছোট করতে পারি

উত্তরঃ(ক)লেখায় আন্ডারলাইন দিতে পারি

৩৪।কোনটি ওয়েভ ভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যার?

(ক)Macromedia Dream Weaver

(খ)Macromedia Flash

(গ)Macromedia Free Hand

(ঘ)Photo Shop

উত্তরঃ(খ)Macromedia Flash

৩৫।Macromedia Flash কোন ধরনের প্রোগ্রাম?

(ক)ওয়ার্ড প্রসেসিং

(খ)ডাটাবেস প্রোগ্রাম

(গ)অ্যাকাউন্টিং প্রোগ্রাম

(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম

উত্তরঃ(ঘ)অ্যানিমেটেড প্রোগ্রাম

৩৬।ফ্লাশ এর মুভিতে কয় ধরনের Symbol ব্যবহার করা হয়?

(ক)২ ধরনের

(খ)৩ ধরনের

(গ)৪ ধরনের

(ঘ)৫ ধরনের

উত্তরঃ(খ)৩ ধরনের

৩৭।মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা তে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়-

(ক)১৯৯০ সালে

(খ)১৯৯১ সালে

(গ)১৯৯২ সালে

(ঘ)১৯৯৩ সালে

উত্তরঃ(ঘ)১৯৯৩ সালে

৩৮।HTTP এর পূর্ণরূপ কোনটি?

(ক)Higher Text Technology Problem

(খ)Hyper Text Transfer Protocol

(গ)Hot Text Transfer Problem

(ঘ)Haker Text Transfer Permission

উত্তরঃ(খ)Hyper Text Transfer Protocol

৩৯।<Blink>…..<Address> ফাংশনটি ব্যবহার করা হয়-

(ক)ট্যাগের লেখা মোছার জন্য

(খ)টেক্সট ব্লিঙ্ক করার জন্য

(গ)রো কলাম দেয়ার জন্য

(ঘ)খালি ঘর আঁকার জন্য

উত্তরঃ(খ)টেক্সট ব্লিঙ্ক করার জন্য

৪০।Lock এর Shortcut key –

(ক)Shift+L

(খ)Ctrl+C

(গ)Alt+L

(ঘ)Tab+L

উত্তরঃ(গ)Alt+L

৪১।একটি ভিডিও ফরমেটের নাম লেখ।

উত্তরঃMPEG

৪২।Crop কী কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃCrop কমান্ড ব্যবহার করে কোন ছবি বা অবজেক্ট এর অংশবিশেষ কেটে নেয়ো যায়।

৪৩।Adobe Illustrator এ ডকুমেন্ট Save করা হয় কেন?

উত্তরঃAdobe Illustrtor এ ডকুমেন্ট সেভ করা হয় ডকুমেন্ট যেন হারিয়ে না যায় এই কারনে।

৪৪।গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে Quark Xpress এর কাজ কী?

উত্তরঃলেখালেখি করা

৪৫।File  extension  picture format লেখ।

উত্তরঃi. MPEG ii.TIFF. iii. JPEG

৪৬।Drop caps ব্যবহার করে কোন Effect সৃষ্টি করা যায়?

উত্তরঃText Effects

৪৭।একটি Animated Program এর নাম লেখ।

উত্তরঃঅ্যাডোব ফ্লাশ

৪৮।Brightness কী?

উত্তরঃছবির উজ্জলতাকে Brightness বলে।

৪৯।Video editing বলতে কী বোঝায়?

উত্তরঃVideo তৈরি করার সময় অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া এবং প্রয়োজনীয় অংশ যুক্ত করাই হচ্ছে Video editing।

৫০।Star tools এর কাজ কী?

উত্তরঃStar tools ব্যবহার করে বিভিন্ন তারকা চিহ্ন ব্যবহার করা যায়।

৫১।ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

উত্তরঃDhaka stands on the Buriganga.

৫২।আমি দেশকে ভালোবাসি।

উত্তরঃI Love my Country.

৫৩।তোমার মাতার নাম কী?

উত্তরঃWhat is your mother’s name?

৫৪।আমি একজন দক্ষ কারিগর হবো।

উত্তরঃI Shall/will be a skilled technician.

৫৫।How old are you?

উত্তরঃI am 18 years old.

৫৬।What is the capital of Bangladesh.

উত্তরঃThe capital of Bangladesh is Dhaka.

৫৭।Where are you working?

উত্তরঃI am working in a factory.

৫৮।Bangldesh became independent in……………….

উত্তরঃ1971

৫৯।……… a letter to your father.

উত্তরঃWrite

৬০।He is…………honest man.

উত্তরঃan

 

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top