গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০০৯ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি জুন )

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০০৯ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০০৯

এপ্রিল জুন/জানুয়ারি জুন – ২০০৯ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া ( বিষয় কোড :- ৮১)

 

অতি সংক্ষেপে উত্তর দাওঃ

১। Image কয় প্রকার কী কী?

উত্তরঃদুই প্রকার, ক) Vector image, খ) Raster image

২। Palettes কী?

উত্তরঃডকুমেন্টের ইমেজ বা টেক্সটসমূহকে সুন্দর ও আকর্ষনীয় করে তোলার জন্য Palettes প্রয়োজন হয়।বিভিন্ন ধরনের Palettes এর ব্যবহারে ডকুমেন্টের কাযবলিকে সুন্দর ও আকর্ষনীয় করে তোলা যায়,যেমন-Navigtor Palette,Info Palette,Options Palette,Color Palette,Brush Palette,Layer Palette প্রভৃতি।

৩। Star Tool এর কাজ কী?

উত্তরঃtar tolls ব্যবহার করে বিভিন্ন ধরনের তারকা চিহ্ন ব্যভহার করা যায়।উক্ত তারকা চিহ্নিত অপশন থেকে মনের মত করে গ্রাফিক্সের সৌন্দর্র্য বৃদ্ধি করা হয়ে থাকে।

৪। Group Object কী?

উত্তরঃঅনেকগুলো অবজেক্টকে একত্রে সিলেক্ট করে গ্র্রুপ করাকে Group Object বলে। Group তৈরি করে কোন পরিবর্তন করলে গ্র্রুপের সব অবজেক্টই পরিবর্তিত হয়। গ্র্রুপ করে Object সেভ করে রাখলে পরবর্তিতে একত্রে পরিবর্তন করা যায়।

৫।Layer কী?

উত্তরঃজটিল ড্রয়িংকে কাজের সুবিধার জন্য বিভিন্ন লেভেল তৈরি করা যায়। এই ভিন্ন ভিন্ন লেভেলকে লেয়ার বলা হয়। ব্যবহারকারী যখন নতুন ডকুমেন্টে কাজ শুরু করে ,তখন সব আর্টওয়ার্ক একটি লেয়ারে স্থাপিত হয়।

৬। Stroke এর কাজ কী?

উত্তরঃড্রয়িং করা অবজেক্টের বেষ্টনী রেখা বা আউট লাইনকে Stroke বলা হয়।Stroke ডিফল্ট কালো রং করা থাকে। ইচ্ছে করলে রং পরিবর্তন করা যায়। Stroke এর প্রশস্ততা নির্ধারণ করা যায়।

৭। Crop কী কাজে ব্যবহার হয়?

উত্তরঃCrop কমান্ড ব্যভহার করে কোন ছবি বা Object এর অংশবিশেষ কেটে নেয়া যায়।

৮। Text কয় প্রকার কী কী?

উত্তরঃText ছয় প্রকার যথা-১।Text Boxes ২।Entering and Editing Text ৩।Checking Spelling ৪।Applying Character Attributes ৫। Applying Paragraph Attributes ও ৬।Style Sheets।

৯।Pixel কী?

উত্তরঃPixel হল একটি চিহ্ন। কোন গ্রাফিক্সে Pixel যত বেশি হবে,ছবির পরিচ্ছন্নতা ও তত ভাল হবে। Pixel এর উপর ছবির গুরত্ব নির্ভর করে । Dot Per Inch কে সংক্ষেপে DPI বলে।

১০।Resolution কী?

উত্তরঃগ্রাফিক্সের ক্ষেত্রে Resoulation একটি মূল বিষয়। কোন গ্রাফিক্সে Resoulationযত বেশি হবে, ছবি তত ফুটে উঠবে। Resoulation সাধারণত দৈর্ঘ X প্রস্থ হিসেবে চিহ্নিত করা হয়।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ

১১Red,Green,Blue কে সংক্ষেপে……………বলে।

উত্তরঃRGB

১২।Stamp tools………….প্রকার।

উত্তরঃ৪ প্রকার

১৩।Quark Express………….ধরনের গ্রাফিক্স।

উত্তরঃটেক্সট

১৪।Ungroup এর কাজ হল……………….

উত্তরঃGroup বাতিল করা

১৫।Outline Command টি Keyboard থেকে দিতে …………….Press করতে হবে।

উত্তরঃCtrl+U

১৬।Zoom Out এর কাজ হল…………………

উত্তরঃস্কীনকে ছোট করে দেখা।

১৭।Tool Box থেকে…………প্রকার Tools নির্বাচন করা যায়।

উত্তরঃ৪ প্রকার।

১৮।Color প্যালেট থেকে…………নির্বাচন করা যায়।

উত্তরঃবিভিন্ন রং।

১৯।…………………..গ্রে স্কেল Image কে সাদাকালোতে রূপান্তর করা যায়।

উত্তরঃFilter Menu থেকে।

২০।Photoshop অ্যাংকর পয়েন্ট…………..প্রকার।

উত্তরঃ৩।

২১।Email কী?

(ক)Electrical mail

(খ)Electronic mail

(গ)Express mail

(ঘ)Extra mail

উত্তরঃ()Electronic mail

২২।Dial up Connection Telephone line-

(ক)প্রয়োজন

(খ)প্রয়োজন নাই

(গ)উভয়টি

(ঘ)কোনটিই নয়

উত্তরঃ()প্রয়োজন

২৩। Internet Explorer হলো

(ক)Editing Software

(খ)Application Software

(গ)Operating System Software

(ঘ)কোনটিই নয়

উত্তরঃ()Application Software

২৪।কোনটি Audio file এর Extension নয়?

(ক)MIDI

(খ)MPEG

(গ)U

(ঘ)MP4

উত্তরঃ()MIDI

২৫।Photoshop Option সম্বলিত Menu আছে

(ক)৯ টি

(খ)৮ টি

(গ)৬ টি

(ঘ)৭ টি

উত্তরঃ() টি

২৬।নিচের কোনটি Output Device?

(ক)Keyboard

(খ)Mouse

(গ)Printer

(ঘ)Scanner

উত্তরঃ()Printer

২৭।Image কে গ্রে স্কেলে পরিবর্তন করতে ব্যবহৃত হয়

(ক)Burn tools

(খ)Path tool

(গ)Sponge tool

(ঘ)dodgle tool

উত্তরঃ()Path tool

২৮।তথ্য অন্য Program পাঠানোকে বলা হয়

(ক)Replace

(খ)Save

(গ)Import

(ঘ)Export

উত্তরঃ()Export

২৯। Illustrator Defaault Art board এর size হল

(ক)৬” X ১০”

(খ)৬”X ১২”

(গ)৮.৫”X ১১”

(ঘ)৮.৫”X ১০”

উত্তরঃ ().X ১১

৩০।কাজ শেষে Photoshop থেকে বের হবার Command হল

(ক)File-Exit

(খ)Ctrl+Q

(গ)কোনটিই নয়

(ঘ)ক ও খ উভয়টি

উত্তরঃ() উভয়টি

৩১। MODEM=Modulator Demodulator

৩২।WWW=World Wide Web

৩৩।GPRS=General Packet Radio System

৩৪।URL=Uniform Resource Locator

৩৫।MIDI=Music Instrument Digital Interface

৩৬।DCS=Desktop Colour Seperation

৩৭।JPEG=Joint Picture Export Group

৩৮।MPEG=Mixed Picture Export Graphics

৩৯।RGB=Red Green Blue

৪০।CD=Compact Disk

৪১।Who is your best friend?

Ans.One of the best biys of my school is my best friend.

৪২।What is his name?

Ans.His name is Azad

৪৩।Where does your friend live?

Ans.He is about 20 years.

৪৪।How old is your friend?

Ans.He is about 20 years.

৪৫।Wht does your friend look like?

Ans.He looks so smart and innocent.

৪৬।What………….you like to drink?

(i)are

(ii)do

(iii)would

Ans. (iii)would

৪৭।He……………………me launch yesterday.

(i)bought

(ii)buyed

(iii)boght

Ans. (i)bought

৪৮। I gave……….. book for his birthday.

(i)him

(ii)his

(iii)she

Ans. (i)him

৪৯।My father is………….than your father.

(i)funny

(ii)funnier

(iii)more funny

Ans. (ii)funnier

৫০।How………….have you lived there?

(i)long

(ii)often

(iii)many

Ans. (i)long

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০০৯

এপ্রিল জুন/জানুয়ারি জুন – ২০০৯ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া ( বিষয় কোড :- ৮১)

 

অতি সংক্ষেপে উত্তর দাওঃ

১। Image কয় প্রকার কী কী?

উত্তরঃদুই প্রকার, ক) Vector image, খ) Raster image

২। Palettes কী?

উত্তরঃডকুমেন্টের ইমেজ বা টেক্সটসমূহকে সুন্দর ও আকর্ষনীয় করে তোলার জন্য Palettes প্রয়োজন হয়।বিভিন্ন ধরনের Palettes এর ব্যবহারে ডকুমেন্টের কাযবলিকে সুন্দর ও আকর্ষনীয় করে তোলা যায়,যেমন-Navigtor Palette,Info Palette,Options Palette,Color Palette,Brush Palette,Layer Palette প্রভৃতি।

৩। Star Tool এর কাজ কী?

উত্তরঃtar tolls ব্যবহার করে বিভিন্ন ধরনের তারকা চিহ্ন ব্যভহার করা যায়।উক্ত তারকা চিহ্নিত অপশন থেকে মনের মত করে গ্রাফিক্সের সৌন্দর্র্য বৃদ্ধি করা হয়ে থাকে।

৪। Group Object কী?

উত্তরঃঅনেকগুলো অবজেক্টকে একত্রে সিলেক্ট করে গ্র্রুপ করাকে Group Object বলে। Group তৈরি করে কোন পরিবর্তন করলে গ্র্রুপের সব অবজেক্টই পরিবর্তিত হয়। গ্র্রুপ করে Object সেভ করে রাখলে পরবর্তিতে একত্রে পরিবর্তন করা যায়।

৫।Layer কী?

উত্তরঃজটিল ড্রয়িংকে কাজের সুবিধার জন্য বিভিন্ন লেভেল তৈরি করা যায়। এই ভিন্ন ভিন্ন লেভেলকে লেয়ার বলা হয়। ব্যবহারকারী যখন নতুন ডকুমেন্টে কাজ শুরু করে ,তখন সব আর্টওয়ার্ক একটি লেয়ারে স্থাপিত হয়।

৬। Stroke এর কাজ কী?

উত্তরঃড্রয়িং করা অবজেক্টের বেষ্টনী রেখা বা আউট লাইনকে Stroke বলা হয়।Stroke ডিফল্ট কালো রং করা থাকে। ইচ্ছে করলে রং পরিবর্তন করা যায়। Stroke এর প্রশস্ততা নির্ধারণ করা যায়।

৭। Crop কী কাজে ব্যবহার হয়?

উত্তরঃCrop কমান্ড ব্যভহার করে কোন ছবি বা Object এর অংশবিশেষ কেটে নেয়া যায়।

৮। Text কয় প্রকার কী কী?

উত্তরঃText ছয় প্রকার যথা-১।Text Boxes ২।Entering and Editing Text ৩।Checking Spelling ৪।Applying Character Attributes ৫। Applying Paragraph Attributes ও ৬।Style Sheets।

৯।Pixel কী?

উত্তরঃPixel হল একটি চিহ্ন। কোন গ্রাফিক্সে Pixel যত বেশি হবে,ছবির পরিচ্ছন্নতা ও তত ভাল হবে। Pixel এর উপর ছবির গুরত্ব নির্ভর করে । Dot Per Inch কে সংক্ষেপে DPI বলে।

১০।Resolution কী?

উত্তরঃগ্রাফিক্সের ক্ষেত্রে Resoulation একটি মূল বিষয়। কোন গ্রাফিক্সে Resoulationযত বেশি হবে, ছবি তত ফুটে উঠবে। Resoulation সাধারণত দৈর্ঘ X প্রস্থ হিসেবে চিহ্নিত করা হয়।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ

১১Red,Green,Blue কে সংক্ষেপে……………বলে।

উত্তরঃRGB

১২।Stamp tools………….প্রকার।

উত্তরঃ৪ প্রকার

১৩।Quark Express………….ধরনের গ্রাফিক্স।

উত্তরঃটেক্সট

১৪।Ungroup এর কাজ হল……………….

উত্তরঃGroup বাতিল করা

১৫।Outline Command টি Keyboard থেকে দিতে …………….Press করতে হবে।

উত্তরঃCtrl+U

১৬।Zoom Out এর কাজ হল…………………

উত্তরঃস্কীনকে ছোট করে দেখা।

১৭।Tool Box থেকে…………প্রকার Tools নির্বাচন করা যায়।

উত্তরঃ৪ প্রকার।

১৮।Color প্যালেট থেকে…………নির্বাচন করা যায়।

উত্তরঃবিভিন্ন রং।

১৯।…………………..গ্রে স্কেল Image কে সাদাকালোতে রূপান্তর করা যায়।

উত্তরঃFilter Menu থেকে।

২০।Photoshop অ্যাংকর পয়েন্ট…………..প্রকার।

উত্তরঃ৩।

২১।Email কী?

(ক)Electrical mail

(খ)Electronic mail

(গ)Express mail

(ঘ)Extra mail

উত্তরঃ()Electronic mail

২২।Dial up Connection Telephone line-

(ক)প্রয়োজন

(খ)প্রয়োজন নাই

(গ)উভয়টি

(ঘ)কোনটিই নয়

উত্তরঃ()প্রয়োজন

২৩। Internet Explorer হলো

(ক)Editing Software

(খ)Application Software

(গ)Operating System Software

(ঘ)কোনটিই নয়

উত্তরঃ()Application Software

২৪।কোনটি Audio file এর Extension নয়?

(ক)MIDI

(খ)MPEG

(গ)U

(ঘ)MP4

উত্তরঃ()MIDI

২৫।Photoshop Option সম্বলিত Menu আছে

(ক)৯ টি

(খ)৮ টি

(গ)৬ টি

(ঘ)৭ টি

উত্তরঃ() টি

২৬।নিচের কোনটি Output Device?

(ক)Keyboard

(খ)Mouse

(গ)Printer

(ঘ)Scanner

উত্তরঃ()Printer

২৭।Image কে গ্রে স্কেলে পরিবর্তন করতে ব্যবহৃত হয়

(ক)Burn tools

(খ)Path tool

(গ)Sponge tool

(ঘ)dodgle tool

উত্তরঃ()Path tool

২৮।তথ্য অন্য Program পাঠানোকে বলা হয়

(ক)Replace

(খ)Save

(গ)Import

(ঘ)Export

উত্তরঃ()Export

২৯। Illustrator Defaault Art board এর size হল

(ক)৬” X ১০”

(খ)৬”X ১২”

(গ)৮.৫”X ১১”

(ঘ)৮.৫”X ১০”

উত্তরঃ ().X ১১

৩০।কাজ শেষে Photoshop থেকে বের হবার Command হল

(ক)File-Exit

(খ)Ctrl+Q

(গ)কোনটিই নয়

(ঘ)ক ও খ উভয়টি

উত্তরঃ() উভয়টি

৩১। MODEM=Modulator Demodulator

৩২।WWW=World Wide Web

৩৩।GPRS=General Packet Radio System

৩৪।URL=Uniform Resource Locator

৩৫।MIDI=Music Instrument Digital Interface

৩৬।DCS=Desktop Colour Seperation

৩৭।JPEG=Joint Picture Export Group

৩৮।MPEG=Mixed Picture Export Graphics

৩৯।RGB=Red Green Blue

৪০।CD=Compact Disk

৪১।Who is your best friend?

Ans.One of the best biys of my school is my best friend.

৪২।What is his name?

Ans.His name is Azad

৪৩।Where does your friend live?

Ans.He is about 20 years.

৪৪।How old is your friend?

Ans.He is about 20 years.

৪৫।Wht does your friend look like?

Ans.He looks so smart and innocent.

৪৬।What………….you like to drink?

(i)are

(ii)do

(iii)would

Ans. (iii)would

৪৭।He……………………me launch yesterday.

(i)bought

(ii)buyed

(iii)boght

Ans. (i)bought

৪৮। I gave……….. book for his birthday.

(i)him

(ii)his

(iii)she

Ans. (i)him

৪৯।My father is………….than your father.

(i)funny

(ii)funnier

(iii)more funny

Ans. (ii)funnier

৫০।How………….have you lived there?

(i)long

(ii)often

(iii)many

Ans. (i)long

 

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!