জ্যোতির্বিজ্ঞান 1

জ্যোতির্বিজ্ঞান ( Astronomy) 1

 

১. নক্ষত্র থেকে নক্ষত্র এবং পৃথিবী থেকেনক্ষত্রের দূরত্ব মাপতে যে একক ব্যাহৃত হয় তাকে আলোক বর্ষ বলে।

২. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪কোটি ৯৫ লাখ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর আলো আসতে সময় ৮মি. ২ সে.।

৩. সূর্যেও নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই।

৪. মহাকশে স্বাল্পালোকি তারকারাজির আস্তরনকে নিহারীকা বলে।

৫. সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি।

৬. সৌরজগতে শনির উপগ্রহ সবচেয়ে বেশী ২২টি।

৭. সৌরজগতের বাহিরে আবিস্কৃত প্রথম গ্রহ হলো ৫১ প্যাগাসাস।

৮. সৌরজগতের দ্রূততম এবং ক্ষুদ্রতম গ্রহ বুধ।

৯. সূর্যকে একবার প্রদক্ষিণ কেও আসতে বুধের সময় লাগে ৮৮ দিন। শুক্র গ্রহই ভোরের আকাশে শুকতারা এবং সন্ধার আকাশে সন্ধাতারা।

১০. মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ রয়েছে। একটির নাম ফোবস এবং অপরটির নাম ডিমোস।

১১.সূর্যকে একবার প্রদক্ষিণ করত বৃহস্পতির সময় লাগে ১২ বছর।

১২. সবচেয়ে বড় নক্ষত্র ক্যানোপাস।

১৩. পাথ ফাইন্ডারের রোবটটির নাম সায়ার্জনার।

১৪. ভূ- পৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীতে অবস্থিত ভূ পৃষ্ঠের অপর বিন্দকে প্রতিপাদ স্থান বলে।

১৫.বাসন্ত বিষুব ঘটে ২১ মার্চ।

১৬. বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।

১৭. শনির উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশী।

১৮. মহাকাশে কোটি কোটি নক্ষত্র. ঘূলিকণা এবং বিশাল বাস্পকুন্ড নিয়ে জ্যোতিষ্কমন্ডলীর যে দল সৃষ্টি হয়েছে তাকে গ্যালাক্সি বা নক্ষত্রজগৎ বলে। কোন একটি গ্রালাক্সিও ক্ষুদ্র অংশকে অয়াপথ বলে।

১৯. রাতের মেঘ আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে চলেছে বা কোনো নক্ষত্র যের একমাত্র খসে পড়ল। এ ঘটনাকে নক্ষত্র পতন বলে। এরা কিন্তু আসলে কোন নক্ষত্র নয়। এগুলাকে উল্কা বলে।

২০. মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এসব জ্যোতিষ।ক কিছু দিনেরজন্য উদর হয়ে আবর অদ্যশ্য হয়ে যায়। এসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলা হয়। জ্যাতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি লক্ষ্য করেন মহাকাশে ধুমকেতু আভিকর্ষেরনিয়ম মেনে চলে। তিনি যে ধুমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধুমকেতু নামে পরিচিত। হ্যালির ধুমকেতু প্রায় ৭৫ বছর পরপর দেখা যায়। ১৭৫৯, ১৮৩৫, ১৯১০ ও ১৯৮৬ সালে হ্যঅলির ধুমকেতু দেখা গেছে।

২১. মহাকর্ষে বলের প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যেও চারদিকে নিদিষ্ট সময়ে রিদিষ্ট পথে পরিক্রমণ করে। এসব জ্যোতিষ্ককে গ্রহ বলে।বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও ভলকান অর্থাৎ আমাদেওসৌরজগতে মোট নয়টি গ্রহ।

২২. মহাকর্ষ বলের প্রভাবে কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিেও আবর্তিত হয় এদেরকে উপগ্রহ বলে।

২৩. শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবী থেকে শুক্রের দুরত্ব ৪.৩ কোটি কিলোমিটার।

২৪.সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ‘১৫কোটি কিলোমিটার। পৃথিবীর ব্যাস প্রায় ১২.৬৬৭ কিলোমিটার। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬মিঃ ৪ সেকেন্ড। পৃথিবীর একবার সূর্যেকে পদক্ষিণ করত সময় লাগে ৩৬৫ দিন ঘন্টা ৪৮মিনিট ৪৭ সেকেন্ড।

২৫. মঙ্গল এর ব্যাস ৬.৭৮৬ কিলোমিটার।

২৬. বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলে এক গ্রহরাজ বলা হয়।

২৭. নিজ অক্ষে একবার আবর্তন করতে বৃহস্পতির সময় লাগে মাত্র ৯ঘন্টা ৫৩ মিনিট।

২৮. বৃহস্পতির উপগ্রহ রয়েছে।

২৯. মহাকাশচারী প্রথম মহিলা রাশিয়ার ভ্যালেন্তিনা টেরেস্কোভঅ। তিনি মহাকাশূনন ভোস্টক-৬ এ চড়ে ১৯৬৩ সালের ৪ ডিসেম্বর মহাকাশে যাত্রা করেন।

৩০. মহাকাশে প্রথম যাত্রী প্রাণী লাইকা নামর কুকুর।এটি ১৯৫৭ সালের৩j‡f¤^I রাশিয়ার স্পুটয়ার স্পুটনিক ২ মহাকাশযানে চড়ে আকাশে উঠিছিল।

৩১. পাথ ফাইন্ডারে স্থাপিত কম্পিউটারের নাম আইবি এম রিস্ক ৬০০০।

৩২. রাশিয়ার মনুষ্যহীন চন্দ্রতরী লুনা ৯ সর্ব প্রথম চন্দ্র পৃষ্ঠে আবতরণ কেও ১৯৬৮ সালে ১১নভেম্বর|

৩৩.আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন নির্মাণ শেষ হয়েছে২০০৪ সালে।

৩৪. মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবস্থিত মহাশূন্য যোগাযোগ কেন্দ্রের নাম হল হিউস্টন।

৩৫. ডিসকভারী ও মির ১৮মিটার দুরত্ব পরস্পরের সাথে মিলিত হয়।

৩৬. শুমেকার লেভি ১৬ ২২ জুলাই ১৯৯৪ সালে বৃহস্পতিতে আঘাত হানে।

৩৭. যুক্তরাষ্ট্রে ১৯৫৮ সালের ৩১জানুয়ারী প্রথম মহাশূন্য কৃত্রিম উপগ্রহ ঊীঢ়ষড়ৎবৎ ১ নিক্ষেপ করে।

৩৮. ISS হলো   International Space Station.

৩৯. সাবেক সোভিয়েত ইউনিয়ন সর্ব প্রথম মহাশূন্যে যাত্রার উদ্ধোধন করেন।

৪০. পৃথিবী মানবিত্র কোনো স্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে কতগুলো কাল্পনিক রেখঅ অংকন করা হয়। এগুলোকে যথাক্রমে অক্ষ রেখা ও দ্রাঘিমা রেখা বলা হয়।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!