ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি)

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি)- Digital registration certificate of BRTA driving license

পেপারবুক ফরমেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর পরিবর্তে এবং নতুন রেজিস্ট্রেশনকৃত মোটরযানের ইলেক্ট্রনিক চিপযুক্ত উচ্চ নিরাপত্তা ফিচারসমৃদ্ধ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রদান করা হচ্ছে। ডিআরসি এর ফি জমা প্রদানের পর গ্রাহককে বায়োমেট্রিক্স (চার আঙুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) প্রদানের জন্য এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়। বায়োমেট্রিক্স প্রদানের জন্য গ্রাহককে এসএমএস এর মাধ্যমে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হয়। ডিআরসি তৈরী হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয় এবং একইভাবে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে গ্রাহক নির্ধারিত সময়ে ডিআরসি গ্রহণ করতে পারেন। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট-এর বায়োমেট্রিক্স (ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর) প্রদানের জন্য নিমণবর্ণিত কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে-

² ডিআরসি এর জন্য প্রযোজ্য ফি জমা রশিদের মূল কপি (৫৫৫/-) ও এক সেট ফটোকপি (A4 সাইজ);

² রেজিস্ট্রেশন সার্টিফিকেট/প্রাপ্তিস্বীকার রশিদ এর মূল কপি ও এক সেট ফটোকপি (A4 সাইজ);

² জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স (স্মার্ট কার্ড)/মেশিন রিডেবল পাসপোর্ট এর মূল কপিসহ এক সেট ফটোকপি; 

 ) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক্স প্রদানে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পদ্ধতি:

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NP<SP>Space>B<Space>Date টাইপ কওে ৬৯৬৯ নম্বরে প্রেরণ করতে হবে। যেমনঃ আপনার পছন্দ অনুযায়ী ১৫ ফেব্রম্নয়ারি তারিখের জন্য APPOINTMENT করতে চাইলে NP B ১৫ লিখে ৬৯৬৯ নম্বরে প্রেরণ করতে হবে। উলেস্নখ্য যে, এসএমএস (পছন্দ তারিখ) এর ক্ষেত্রে মাস, বছর, লেখার প্রয়োজন নাই। আপনার মোবাইলে ফিরতি ম্যাসেজে উলেস্নখিত সময়ে এসে বায়োমেট্রিক্স প্রদান করা যাবে।

)  ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণের জন্য নিমেণাক্তভাবে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে:

মোবাইলের এসএমএস অশনে গিয়ে NP<Space>C<Space>Date টাইপ করে ৬৯৬৯ নম্বরে প্রেরণ করতে হবে। যেমনঃ আপনার পছন্দ অনুযায়ী ২০ ফেব্রুয়ারি তারিখের জন্য APPOINTMENT করতে চাইলে  NP B ২০ লিখে ৬৯৬৯ নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি ম্যাসেজ উল্লেখিত সময়ে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণ করা যাবে। নির্ধারিত তারিখে সার্টিফিকেট গ্রহণ করা সম্ভব না হলে একই  পদ্ধতিতে পুনরায় এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে।

) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রতিলিপি (মুল কপি হারিয়ে গেলে):

² নির্ধারিত ফরমে আবেদন;

² প্রযোজ্য ফি জমাদানের রশিদ;

² সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফর্মে ইংরেজিতে নাম পিতা/স্বামীর নামসহ পূর্ণ ঠিকানা ও ৩(তিন) কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ ফরমের অন্যান্য সকল তথ্য প্রদান। গাড়িটি কোম্পানী, ব্যাংক বা অন্য কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন হলে তাদের নিজস্ব লেটার হেড প্যাডে চিঠি, সংশ্লিষ্ট ফরমে নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাসহ অন্যান্য তথ্য;

² গাড়ির নম্বরসহ ফি জমা রশিদ প্রদর্শণ এবং ট্যাক্স, ফিটনেস ও রম্নট পারমিটের (প্রযোজ্য ক্ষেত্রে) হালনাগাদ ফটোকপি,  হালনাগাদ না থাকলে গাড়ি সরেজমিনে পরিদর্শণের জন্য অফিসে হাজির করা। যদি রেজিস্ট্রেশন সনদ হারানো যায়, তবে উপরোক্ত তথ্যসহ নিমেণর তথ্যাদি প্রদানঃ
=> থানার জিডির কপি;
=> নন এফ আইআর মামলা সংক্রামত্ম পুলিশের ট্রাফিক বিভাগের ছাড়পত্র;
=>  আবেদনকারীর স্বাক্ষরের গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হয়ে আবেদনপত্রে স্বাক্ষর প্রদান ইত্যাদি।

হেল্প লাইনঃ ০১৭৯০-৫৪০২১০, ০১৭৯০-৫৪০২১১ ( সরকারী ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিন ব্যতীত সকাল ৯:০০ টা থেকে বিকেল ০৫:০০টা পর্যন্ত)

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!