দীনবন্ধু মিত্র রচিত নাটক ও প্রহসন সহজে মনে রাখার উপায়:
নাটক ও প্রহসন: নবীন জামাই কমল সধবারএকাদশীতে লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।
প্রহসনঃ ১। বিয়ে পাগলা বুড়ো, ২। সধবার একাদশী
নাটক: ১। জামাই বারিক ২। লীলাবতী ৩। নবীন তপস্বিনী ৪। কমলে কাহিনী ৫। নীল দর্পণ
নীল দর্পণ – ঢাকা থেকে প্রকাশিত ১ম গ্রন্থ। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটিকে ইংরেজীতে অনুবাদ করেন ১৮৬১ সালে। নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন
খুব ভালো