বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি

বাংলাদেশের শিল্পকলা সংস্কৃতি

– ‘মরমী ক‌বি’ নামে প‌রি‌চিত –> হাছন রাজা।

– এ‌শিয়া‌টিক সোসাই‌টি থে‌কে প্রকা‌শিত ‘বিশ্ব‌কোষ‌’টির নাম –> বাংলা‌পি‌ডিয়া।

– ছায়ানট হ‌তে প্রকাশিত ত্রৈমা‌সিক প্র‌ত্রিকার নাম –> বাংলা‌দে‌শের হৃদয় হ‌তে।

– জাতীয় নাট্যশালা ঢাকার –> শিল্পকলা একা‌ডেমী‌তে।

– ঢাকা ময়মন‌সিংহ অঞ্চ‌লের ঐ‌তিহ্যবাহী নৃ‌ত্যের নাম –> জা‌রি।

– ঢাকা শহ‌রের কোন এলাকায় বেনারশী শাড়ী তৈ‌রি হয় –> মিরপুর।

– না‌সির উ‌দ্দিন ইউসুফ একজন –> নাট্য‌নির্মাতা।

– প্রথম আদিবাসী মেলা অনু‌ষ্ঠিত হয় –> কক্সবাজা‌রে।

– বাংলা সনের ৩১ দি‌নের মাস কয়‌টি –> ৫ টি।

– বাংলা‌দে‌শের বিখ্যাত ম‌ণিপুরী নাচ যে অঞ্চ‌লের –> সি‌লেট।

– বাংলা‌দে‌শের বিশিষ্ট লালনগীতি গ‌বেষক –> ড: আশরাফ সি‌দ্দিকী।

– বাংলাদে‌শের শ্রেষ্ঠ কার্টু‌নিস্ট –> রনবী

– বাংলা‌দে‌শের সাংস্কৃ‌তির অন্যতম অংশ বি‌ভিন্ন জাতীয় দিবস উদযাপন। সর্বজননীন প্রাচ‌নি সংস্কৃ‌তির ধারক –> বৈশাখী মেলা।

– বাংলা‌দে‌শের সুর সম্রাট বলা হয় –> ওস্তাদ আলাউদ্দিন খাঁ‌কে।

– বাংলার আ‌দি জন‌গোষ্ঠী যে ভাষাভাষী –> অ‌ষ্ট্রিক।

– বাউল গা‌নের বি‌শেষত্ব –> আধ্যাত্ম্য বিষয়ক।

– ময়মন‌সিংহ অঞ্চ‌লের জন‌প্রিয় লোকনাট্য –> গীতিকা।

– লালন শা‌হের আখড়া –> কু‌ষ্টিয়া‌তে।

– শেকড় সন্ধানী নাট্যকার হি‌সে‌বে খ্যাত –> সে‌লিম আল দীন।

– সংস্কৃ‌তি বল‌তে বোঝায় –> প্র‌তি‌টি মানু‌ষের ব্য‌ক্তিগত আচারণ সম‌ষ্টি।

– সমকা‌লের খ্যা‌তিমান কার্টু‌নিস্ট –> আহসান হাবীব।

 

– সাংস্কৃ‌তিক সংগঠন ছায়ানট প্র‌তিষ্ঠা হয়  –>১৯৬১ সা‌লে।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!