বিশ্বব্যাংক ও এর অঙ্গ সংগঠন
–> প্রথম ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে – ২৯ টি দেশ।
–> প্রেসিডেন্ট নিয়োগ হয় – যুক্তরাষ্ট্র থেকে।
–> প্রেসিডেন্টের মেয়াদকাল – ৫ বছর।
–> বর্তমান ও দ্বাদশ প্রেসিডেন্ট – জিম ইয়ং কিম (১ জুলাই ২০১২-বর্তমান)
–> বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে – ২৫ জুন ১৯৪৬।
–> বিশ্বব্যাংক ইনস্টিটিউট (WBI) প্রতিষ্ঠিত হয় – ১৯৫৫ সালে।
–> বিশ্বব্যাংক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাকালীন নাম – ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।
–> বিশ্বব্যাংক ইনস্টিটিউট নামকরণ করা হয় – ২০০২ সালে।
–> বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর স্বপ্নদ্রষ্টা – জন মেনার্ড কেইনস ও হ্যারি ডেক্সটার হোয়াইট।
–> বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রেসিডেন্ট – ইগুনে মেয়ার (১৮ জুন ১৯৪৬-১৭ মার্চ ১৯৪৭)
–> বিশ্বব্যাংক গ্রুপের অংগ সংগঠন – ৫ টি। সেগুলো হলো : IBRD, IDA, IFC, ICSID, MIGA
–> বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয় – ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে। এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
–> বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় – ১৯৪৪ সালে।
–> বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয় – ফ্রান্স (১৯৪৭ সালে, ২৫০ মিলিয়ন মার্কিন ডলার)
–> বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিচালকমন্ডলী – ২৪ সদস্যবিশিষ্ট।
–> বিশ্বব্যাংকের সদর দপ্তর – ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
–> শীর্ষ অংশীদারী দেশ – যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য।
–> সর্বাধিক চাদা প্রদানকারী দেশ – যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ফ্রান্স।
–> IBRD :
– IBRD এর কার্যক্রম শুরু হয় – ১৯৪৬ সালে।
– IBRD এর পূণরূপ – International Bank for Reconstruction and Development
– IBRD জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।
– IBRD প্রতিষ্ঠিত হয় – ১৯৪৪ সালে।
–> IDA :
– IDA – Soft loan Window নামে পরিচিত।
– IDA এর পূর্ণরূপ – International Development Association.
– IDA প্রতিষ্ঠিত হয় – ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে।
–> IFC :
– IFC এর পূর্ণরূপ – International Finance Corporation
– IFC প্রতিষ্ঠিত হয় – ২০ জুলাই ১৯৫৬ সালে।
–> ICSID :
– ICSID এর পূর্ণরূপ – International Centre for Settlement of Investment Disputes.
– ICSID প্রতিষ্ঠিত হয় – ১৪ অক্টোবর ১৯৬৬।
–> MIGA :
– MIGA এর পূর্ণরূপ – Multilateral Investment Guarantee Agency.
– MIGA এর লক্ষ্য ও উদ্দেশ্য – উন্নয়নশীল দেশসমূহকে বিনিয়োগে উৎসাহিত করা।
– MIGA প্রতিষ্ঠিত হয় – ১২ এপ্রিল ১৯৮৮।