কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৬ প্রশ্ন ও উত্তর
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও তিন মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৬
জুলাই – ডিসেম্বর ও অক্টোবর -ডিসেম্বর ২০১৬ সেশন
কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স
বিষয় কোডঃ৭৬ পরীক্ষার তারিখঃ২৩/১২/২০১৬
সময়ঃ ১ঘন্টা পূর্নমানঃ ৬০
—–>অতি সংক্ষেপে উত্তর দাওঃ
১। ফাইল ও ফোল্ডার কী ?
উত্তরঃ ফাইলঃ যখন কোন Document – কে কোন নাম দিয়ে সংরক্ষণ করা হয়, তখন তাকে File বলে ।
ফোল্ডারঃ ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, এ
একে সাব-ফোল্ডার বলে।
২। দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন (Search engine)- এর নাম লেখ।
উত্তরঃ Google,Yahoo|
৩। ই-মেইল (E-Mail) অ্যাড্রেস বিভিন্ন অংশগুলো চিহ্নিত কর
উত্তরঃ ই-মেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস। অর্থাৎ এক নামে শুধু একটি মাত্র ই-মেইল অ্যাড্রেস থাকে। ই-মেইল অ্যাড্রেস ইঃরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয়। ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন হল ঃ <Userid>@Domain name>.| প্রতিটি ই-মেইল অ্যাড্রেসের দুইটি অংশ থাকে। অংশ দুইটির মাঝে সেপারেটর হিসাবে একটি @(Cat sing) ব্যবহৃত হয়।
৪। সেল অ্যাড্রেস কী ?
উত্তরঃ সেল অ্যাড্রেস (Cell address): ওয়ার্কশীট এর প্রতিটি ঘরকেই সেল (Cell) বলা হয়। সেল সমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অর্থাৎ রো ও কলাম দ্বারা কোন সেল নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয়।
৫। হোমপেজ কী?
উত্তরঃ হোমপেজ (Home page)t একটি ওয়েব পেইজ এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোমপেজ। ওয়েব পেইজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেইজে।
6|E-mail এর ক্ষেত্রে CC ও BCC এর মাঝে পার্থক্য কী?
উত্তরঃ CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। CC এর মাধ্যমে কোন মেইল প্রেরণ করলে সেখানে সোল্ডারের ই-মেইল অ্যাড্রেস সো (Show) করবে। BCC এর মাধ্যমে কোন মেইল প্রেরণ করলে সেখানে সোল্ডারের ই-মেইল অ্যাড্রেস সো (Show) করবে না।
৭। টেক্রট অ্যালাইনমেন্ট কয় ধরনের ও কী কী?
উত্তরঃ ৪ প্রকার।
৮। ফরেন কী (Foreign key) বলতে কী বোঝায়?
উত্তরঃ ফরেন কী (Foreign key) ঃ একটি Table এর প্রাইমারি কী যখন অন্য টেবিল এর কোন Key এর সাথে রিলেশন তৈরি করে তখন অন্য Table এর সেই key কে Foreign key বলে। অর্থাৎ Primary key যার সাথে রিলেশন সৃষ্টি করে সেই key হলো Foreign key|
৯। Save ও Save as এর পার্থক্য কী?
উত্তরঃ কোন ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মত সেভ করতে চাইলে Save as ব্যবহার করা হয়। আর পূর্বের কোন ডকুমেন্ট এ নতুন কোন অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save ব্যবহার করা হয়।
১০। Pen Drive কে I/O ডিভাইস বলা হয় কেন?
উত্তরঃ প্রেন ড্রাইভ (Pen Drive) কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুট কাজ করে। এ কারণে Pen Drive কে I/O ডিভাইস বলা হয়।
১১। BIOS প্রোগ্রামের কাজ কী?
উত্তরঃ Basic Input Output System.
BIOS= Basic Input Output System- এর সংক্ষিপ্ত রূপকেই Basic বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।
১২। বিট ও বাইট বলতে কী বোঝায়?
উত্তরঃ বিট ঃ বাইনারী bv¤^vi পদ্ধতিতে ব্যবহৃত অংক ০(শূন্য) এবং ১(এক) কে বিট বলে।
বাইট ঃ আট বিটে এক বাইট । এরূপ ৮ বিটের কোড দিয়ে যে বর্ণ,অঙ্ক,বা বিশেষ চিহৃকে প্রকাশ করা হয়ে থাকে।
১৩। হেক্রাডেসিম্যাল নাম্বারিং সিস্টেম বলতে কী বোঝায়?
উত্তরঃ হেক্রাডেসিম্যাল নাম্বারিং ঃহেক্রাডেসিম্যাল সংখ্যার ভিত্তি হলো ১৬ বা হেক্র। যখন বাইনারি বিট অনেক বেশি করা যায়। এতে ১৬ টি অংক আছে, যেমন- 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,I F|
—–>সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর ঃ
১৪। BIOS এর পূর্ণরূপ——।
উত্তরঃ Basic Input Output System.
১৫। —— কে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
16|Ram একটি —– মেমোরি।
উত্তরঃ অস্থায়ী।
১৭। Windows একটি —— সফ্টওয়্যার।
উত্তরঃ অপারেটিং সিস্টেম।
১৮। অক্টাল সংখ্যা পদ্ধতি বেস হলো——।
উত্তরঃ ৮।
১৯। ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য—— ক্লিক করতে হয়।
উত্তরঃ Sign Out|
২০। OMR একটি ——ডিভাইস।
উত্তরঃ আউটপুট।
২১। ডাটার গড়মান নির্ণেয়ের জন্য—— ফাংশন ব্যবহার করা যায়।
উত্তরঃ Average
২২। Record হলো কততগুলো —– এর সমষ্টি।
উত্তরঃ Field
২৩। A4 কাগজের সাইজ—–।
উত্তরঃ দৈর্ঘ্য ১১.৬৯ ইঞ্চি প্রস্থ ৮.২৭ ইঞ্চি
24|Word processing-G বানান শুদ্ধ করার জন্য —— মেন্যু ব্যবহার করা হয়।
উত্তরঃ Tools
২৫।—– কম্পিউটারের সকল প্রকার লজিক ও গাণিতিক কাজ করে থাকে।
উত্তরঃ মাইক্রো
26|Past এর Keyboard কমান্ড আছে—-।
উত্তরঃ ctrl+v
—–>বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ ঃ
27|Super VISI চিপ ও অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে পঞ্চম প্রজন্মের কম্পিউটার তৈরি।
উত্তরঃ ‘স’
২৮। কপি পেস্ট ও কাট পেস্ট-এর মাঝে কোন পার্থক্য নাই।
উত্তরঃ ‘মি’
২৯। মাইক্রো কম্পিউটারের মূল অংশ হলো মাইক্রোপ্রসেসর।
উত্তরঃ ‘স’
৩০। ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয় থাকতে পারে।
উত্তরঃ ‘স’
৩১। Recycel bin- এর ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় না।
উত্তরঃ ‘মি’
৩২। ওয়ার্কশীট ওর্য়াকবুকের অংশ বিশেষ।
উত্তরঃ‘স’
৩৩। Ctrl + Alt +B কী-র্বোড বাংলা-ইংরেজি মোডে পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।
উত্তরঃ ‘স’
৩৪। টেক্সট বক্সে লেখা যায় না।
উত্তরঃ ‘মি’
৩৫। বিজয় একটি বাংলা ফন্টের নাম।
উত্তরঃ ‘মি’
৩৬। SQL প্রোগ্রাম ওয়ার্ড প্রসেসিং-এর কাজে ব্যবহৃত হয়।
উত্তরঃ ‘মি’
৩৭। Page set up ফাইল মেন্যুর একটি option|
উত্তরঃ ‘স’
৩৮। ফিল্ডের সমষ্টি হচ্ছে রেকর্ড।
উত্তরঃ ‘স’
—–>সঠিক উত্তরটিতে টিক (√) চিহৃ দাও ঃ
৩৯। MS-word এ –Undo এর কী – র্বোড কমান্ড কোনটি?
(ক) Ctrl+X (খ) Ctrl+Z (√)
(গ) Ctrl+O (ঘ) Ctrl+F4
৪০। নিচের কোনটি সহায়ক মেমরি নয়?
(ক) Floppy disk (খ) Hard disk
(গ) Cache (√) (ঘ) CD-ROM
৪১। নিচের কোন কমান্ড Equation লেখার জন্য ব্যবহৃত হয়?
(ক) File → Object → Microsoft Equation
(খ) Insert → Equation
(গ) View → Equation
(ঘ) Insert→ Object → Microsoft Equation (√)
৪২। MS-Access Print file
(ক) From file (খ) report file (√)
(গ) Query file (ঘ) Table
৪৩। (২৯)১০ সংখ্যাটির বাইনারি সংখ্যা কত?
(ক) (১১০১১)২ (খ) (১১১০)২
(গ) (১১১০১)২ (√) (ঘ) (১০১১১)২
৪৪। ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়?
(ক) File (খ) Record
(গ) Field (√) (ঘ) Table
৪৫। কোনটি Logical function ?
(ক) =IF (√) (খ) =SUM
(গ) AVG (ঘ) MOD
৪৬। ইন্টারনেট Connectivity -এর নাম নয় কোনটি?
(ক) Dial up (খ) Yahoo(√)
(গ) Broad band (ঘ) Wireless
৪৭। Microsoft excel-G Column কয়টি?
(ক) ২৫৬টি (√) (খ) ২৬৫টি
(গ) ১৬৫ টি (ঘ) ৩৬৫টি
৪৮। নিচের কোনটি পেইজ সেট আপ (Page set up) করার কমান্ড?
(ক) File→Page set up→(Margin,paper size) ok (√)
(খ) Edit→Page set up→(Margin,paper size) ok
(গ) View→Page set up→(Margin,paper size) ok
(ঘ) Insert→Page set up→(Margin,paper size) ok
৪৯। কোনটি অস্থায়ী মেমোরি?
(K)ROM (খ) HDD
(গ) CD-ROM (ঘ) RAM (√)
৫০। C6 থেকে D6 পর্যন্ত Data যোগ করার কমান্ড-
(ক) ADD(C6D6) (খ) ADD(C6D6)
(গ) ADD(C6D6) (√) (ঘ) ADD(C6D6)
৫১। ঢাকা বাংলাদেশের রাজধানী।
উত্তরঃ Dhaka is the capital of Bangladesh.
৫২। আমার বাবা একজন দক্ষ কারিগর।
উত্তরঃ My father is skilled technician.
৫৩। রহিম রোজ স্কুলে যায়।
উত্তরঃ Rahim goes to school regular.
৫৪। বৃষ্টি পড়ছে।
উত্তরঃ It is raining.
Fill in the blank:
৫৫। They ____ playing football.
উত্তরঃ are
৫৬। My mother is_____ honest woman.
উত্তরঃ an
৫৭। Put ______ the lamp.
উত্তরঃ off
Answer the following questions in English:
৫৮। Where do you live?
উত্তরঃ I live in Rajshahi.
৫৯। What is your father?
উত্তরঃ My father is a technician.
৬০। Which trade do you read in
উত্তরঃ I read in Refrige
বই প্রশ্ন পাবার আবেদন
এগুলো বোর্ডের প্রশ্ন