মানবদেহ ও রোগ – চিকিৎসা 3 (Human body Disease and Treatment)
৮১. রেসিলাম টাইয়ামাম নামক ব্রাকটেরিয়ার জন্য টাইফয়েড রোগ হয়।
৮২. ক্লোসট্রিডিয়াম টিটেনি নামক জীবাণু ধনুস্টংকার রোগ ছড়ায়।
৮৩. অতিরিক্ত আমিষ গ্রহনের ফলে পায়ে লেথারিজম রোগ হয়। খেসারীর ডাল অধিক গ্রহণ এ রোগ হতে পারে।
৮৪.মাইক্রব্যাকটেরিয়া লেপ্রেষি নাকক ব্যাকটেরিয়াই কুষ্ঠ রোগের কারণ।
৮৫.দেহের কাঠামো প্রদান কেও কঙ্কালতন্ত্র। অস্থি ও তরুণাস্থি নিয়ে এটি গঠিত।
86.স্বাভাবিক অবস্থায় অন্থিকে কশেরুকা বলে।
৮৭.করোটির ২৯ টি অস্থিকে কশেরুকা বলে।
৮৮. মেরুদন্ডের প্রতিটি অস্থিকে কশেরুকা বলে।
৮৯.হাতের আঙ্গুলেরঅস্থিগুলিকে ক্যলাঞ্জেস বলে।এতে হাড় থাকে ১৪টি।
৯০. পায়ের আঙ্গুলের হাড়কে ও ফেলানজেস বলে।এদেরহাড়ের সাংখ্যা ১৪টি।
৯১.মানব দেহের মোট ওজনের ৪০-৫০ ভাগ পেশী কলার ওজন।
৯২.ঐচ্ছিক পেশীই মাংসনামে পরিচিত।
৯৩.হৃদ পেশী রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।
৯৪.টেনডন নামক পেশী কঙ্কালতন্ত্র ও হাড়ের যেগাযোগ তথা চলাচলে ভুমিকা রাখে।
৯৫. দুধেল আমিষ জাতীয় খাদ্য কেসেইনকে প্যারা কেসেইনে পরিণত করে রেনিন এনজাইম।
৯৬. পিত্তরস একটি ক্ষারীয় রস।
৯৭. হৃদযন্ত্র মোট ৪টি প্রকোষ্টে বিভক্ত।
৯৮. CO2 সমৃদ্ধ রক্ত উর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান আলিন্দে এবং O2 সমৃদ্ধ ফুসফুসীয় শিরা পথে বাম অলিন্দে আসে।
৯৯. বৃক্কে নেক্সনের সংখ্যা প্রায় ১০ লক্ষ।
১০০. মস্তিস্কের তিনটি অংশ (১) গুরু মস্তিস্ক (২) লঘু মস্তিস্ক(৩) মেডুলা।
১০১. শুক্রাশয় নির্গত যৌন হরমোন গুলিকে বলে অ্যানড্রোজেন।
১০২. সর্বাপেক্ষা প্রায়োজনীয় পু: যৌন হরমোন টেষ্টোষ্টেরন।
১০৩. দেহকোষে অক্সিজেন সরবারাহ কের লৌহ।
১০৪. নাড়ী স্পন্দন অনুভব করা হয় ধমনীতে।
১০৫. মানব দেহে দৈনিক পানির প্রয়োজন ৫ লিটার।
১০৬. মানবদেহের দৈনিক ৬-৮ঘন্টা ঘুমানো প্রয়োজন।
১০৭. লোহিত ও শ্বোত রক্ত কনিকার অনুপাত ৫০০:১।
১০৮. পুরুষের রক্তে হিমোগ্লোবিন ১৪-১৮ গ্রাম/১০০ মি.লি:।
১০৯. নারী রক্তে হিমোগ্লোরিন ১০-১৫গ্রাম/১০০ মি:লি।
১১০. রক্তে প্রোটিনেরহার ৫০%।
১১১.মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজী।
১১২. চোখে আলো প্রবেশ কের কর্নিয়া দিয়ে।
১১৩.চোখের এক পালক ফেলতে সময় লাগে০.৪সেকেন্ড।
১১৪. ঘ্রাণ এক ধরনের রাসায়নিক সংবেদনা।
১১৫. একজন পূর্ণ বয়স্ক লোক মিনিটে ১২-১৮ বার শ্বাস নেয়।
১১৬. রক্তে হিমোগ্লোবিন এর পরিমাণ কমে গেলে তাকে এনিমিয়া বলে।
১১৭. ক্যারেটিন যুক্ত শাক সবজি রাতকানা রোগ থেকে রক্ষা করতে পারে।
১১৮. Vitamin-C এর অভাবে স্কার্ভি রোগ হয়। স্কার্ভিরোগে দাতের গোড়া ফূলে যায় ও মাড়ি আলগা হয।
১১৯.পোলিও পানির মাধ্যমে বিস্তার লাভ করে।
১২০. ক্যাটার্যাক্ট বা চোখের ছানি পর্দার সৃষ্টি করে।
১২১.নিউমোনিয়া একটি ব্যাকটরিয়াল রোগ।
১২২. এনজিও গ্রাম এর মাধ্যমে হার্টের ব্লক দেখা যায়।
১২৩. আয়োডিনের অভাবে গলগণ্ড হয়।