১২তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সামধান

১২তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সামধান

উত্তর ভুল মনে হলে নিচে মন্তব্য করুন ।

১. Who is the greatest modern English Dramatist?

ক. Verginia Woolf
খ. George Bernard Shaw
গ. P. B. Shelley
ঘ. S. T. Coleridge

উত্তর : খ. George Bernard Shaw


২ . Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?

ক. James Baker
খ. Dr. Kissinger
গ. Bertrand Russell
ঘ. Lenin

উত্তর : গ. Bertrand Russell

৩. Who is the author of ‘A Farewell to Arms’?

ক. T. S. Eliot
খ. John Milton
গ. Plato
ঘ. Ernest Hemingway

উত্তর : ঘ. Ernest Hemingway

৪. Who is the most famous satirist in English literature?

ক. Alexander Pope
খ. Jonathan Swifts
গ. William Wordsworth
ঘ. Butler

উত্তর : খ. Jonathan Swifts

৫. What is the synonym of ‘Delude’?
ক. Demand
খ. Permit
গ. Aggravate
ঘ. Deceive

উত্তর : ঘ. Deceive

৬. what is the noun of the Word ‘Waste’?

ক. Waste
খ. Wasting
গ. Wastage
ঘ. Wasteful

উত্তর : গ. Wastage

৭. What is the antonym of ‘Queer’?

ক. Integrated
খ. Orderly
গ. Abnormal
ঘ. Odd

উত্তর : খ. Orderly

৮. What is the adjective of the word ‘Heart’?

ক. Heart
খ. Hearten
গ. Heartening
ঘ. Heartful

উত্তর : গ. Heartening

৯. What is the verb of the word ‘Shortly’?
ক. Short
খ. Shorter
গ. Shorten
ঘ. Shortness

উত্তর : গ. Shorten

১০. Choose the correct sentence:

ক. Let he and you be witnesses
খ. Let you and him be witnesses
গ. Let you and he be witnesses
ঘ. Let you and he be witness

উত্তর : খ. Let you and him be witnesses

১১. Choose the correct sentence:

ক. The matter was informed to the police
খ. The matter has informed to to the police
গ. The police was informed of the matter
ঘ. The police were informed of the matter

উত্তর : ঘ. The police were informed of the matter

১২. Who, which, what are:
ক. Demonstrative pronoun
খ. Relative pronoun
গ. Reflexive pronoun
ঘ. Indefinite pronoun

উত্তর : খ. Relative pronoun

১৩. Choose the correct one:

ক. Mispel
খ. Misspell
গ. Mispell
ঘ. Misspel

উত্তর : খ. Misspell

১৪. Fill in the blanks :What is the time ———- your watch?

ক. by
খ. in
গ. at
ঘ. with

উত্তর : ক. by

১৫. Fill in the blinks: “Give my ___to him”.

ক. Warm compliment
খ. Compliments
গ. Best compliment
ঘ. Heartiest compliment

উত্তর : খ. Compliments

১৬. “Caesar and Cleopatra” is-

ক. A tragedy by Shakespeare
খ. A play by G. B. Shaw
গ. A poem by Lord Byron
ঘ. A novel by S.T. Coleridge

উত্তর : খ. A play by G. B. Shaw

১৭. রূপসী বাংলার কবি-

ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাশ
গ. কালিদাস রায়
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর : খ. জীবনানন্দ দাশ

১৮. ‘বটতলার পুঁথি’ বলতে বুঝায়-

ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডলিপি
খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য
গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

উত্তর : গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য

১৯. এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-

ক.অউক্ত
খ.অব্যক্ত
গ.অনুক্ত
ঘ.ব্যক্ত

উত্তর : গ.অনুক্ত

২০. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-

ক. রাম বসু এবং ভোলা ময়রা
খ. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
গ. সাবিরিদ খান এবং দশরথী রায়
ঘ. আলাওল এবং ভারতচন্দ্র

উত্তর : খ. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়

২১. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?

ক. ঠগী
খ. পানাস
গ. পাঠক
ঘ. সেলামী

উত্তর : গ. পাঠক

২২. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?

ক. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
খ. বক ধার্মিক; বিড়াল তপস্বী
গ. রুই-কাতলা; কেউ কেটা
ঘ. বক ধার্মিক; ভিজে বেড়াল

উত্তর : খ. বক ধার্মিক; বিড়াল তপস্বী

২৩. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

ক. নাটক
খ. ছোটগল্প
গ. প্রবন্ধ
ঘ. গীতিকবিতা

উত্তর : ঘ. গীতিকবিতা

২৪. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-

ক. ইউসুফ জুলেখা
খ. রাসুল বিজয়
গ. নুরনামা
ঘ. শবে মেরাজ

উত্তর : ক. ইউসুফ জুলেখা

২৫. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

ক. চাকু, চাকর
খ. খদ্দর, হরতাল
গ. চা, চিনি
ঘ. রিক্সা, রেস্তোরাঁ

উত্তর : গ. চা, চিনি

২৬. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত-

ক. ভাষাতত্ত্ববিদ
খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা
গ. ইসলাম প্রচারক
ঘ. সমাজ সংস্কারক

উত্তর : ক. ভাষাতত্ত্ববিদ

২৭. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-

ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রত্যয়
ঘ. কৃৎ

উত্তর : খ. ধাতু

২৮. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?

ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মধুসূদন দত্ত
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উত্তর : ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

২৯. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন –

ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
খ. বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন
গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

উত্তর : গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন

৩০. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. নিখুঁত
খ. আনমনা
গ. অবহেলা
ঘ. নিমরাজি

উত্তর : ঘ. নিমরাজি

৩১. কোন বানানটি শুদ্ধ?

ক. পাষাণ
খ. পাষান
গ. পাসান
ঘ. পাশান

উত্তর : ক. পাষাণ

৩২. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-

ক. শাহ্ মোহাম্মদ সগীর
খ. সাবিরিদ খান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. মুহম্মদ করীর

উত্তর : ক. শাহ্ মোহাম্মদ সগীর

৩৩. “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-

ক. রামনিধি গুপ্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অতুল প্রসাদ সেন
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর : গ. অতুল প্রসাদ সেন

৩৪. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-

ক. মহাকাব্য
খ. পত্রকাব্য
গ. গীতিকাব্য
ঘ. আখ্যানকাব্য

উত্তর : খ. পত্রকাব্য

৩৫. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?

ক. কৃষ্ণকান্তের উইল
খ. চোখের বালি
গ. গৃহদাহ
ঘ. পথের প্যাঁচালী

উত্তর : ক. কৃষ্ণকান্তের উইল

৩৬. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

ক. ঘোড়াকে চাবুক মার
খ. ডাক্তার ডাক
গ. গাড়ি স্টেশন ছেড়েছে
ঘ. মুষলধারে বৃষ্টি পড়েছে

উত্তর : ক. ঘোড়াকে চাবুক মার

৩৭. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের –

ক. ২ মার্চ
খ. ২৩ মার্চ
গ. ১০মার্চ
ঘ. ২৫ মার্চ

উত্তর : ক. ২ মার্চ

৩৮. ‘গম্ভীরা’ বাংলাদেশর কোন অঞ্চলের লোকসংগীত ?

ক. পার্বত্য চট্টগ্রাম
খ. সিলেট
গ. রাজশাহী
ঘ. রংপুর

উত্তর : গ. রাজশাহী

৩৯. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –

ক. শায়েস্তা খান
খ. নবাব সলিমুল্লাহ
গ. মির্জা আহমেদ খান
ঘ. নওয়াব আবদুল গনি

উত্তর : গ. মির্জা আহমেদ খান

৪০. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে ?

ক. ফখরুদ্দিন মোবারক শাহ
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
গ. আকবর
ঘ. ঈসা খাঁন

উত্তর : খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্

৪১. বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গিয়াছে –

ক. জামালগঞ্জে
খ. জকিগঞ্জে
গ. বিজয়পুরে
ঘ. রানীগঞ্জে
উত্তর : ক. জামালগঞ্জে

৪২. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে –

ক. রানীগঞ্জে
খ. বিজয়পুরে
গ. টেকেরহাটে
ঘ. বাগালীবাজারে

উত্তর : খ. বিজয়পুরে

৪৩. “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা –

ক. জহির রায়হান
খ. গাফফার চৌধুরী
গ. শামসুর রাহমান
ঘ. মাহবুব আলম চৌধুরী

উত্তর : ঘ. মাহবুব আলম চৌধুরী

৪৪. মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল –

ক. মহাস্থান
খ. কর্ণসুবর্ণ
গ. পুন্ড্রনগর
ঘ. রামাবর্তী
উত্তর : গ. পুন্ড্রনগর

৪৫. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

ক. লাল-সবুজ-হলুদ-লাল সবুজ
খ. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

উত্তর : গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল

৪৬. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্হিত-

ক. মহাস্থানগড়
খ. শাহজাদপুরে
গ. নেত্রকোনায়
ঘ. রামপালে

উত্তর : ক. মহাস্থানগড়

৪৭. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম –

ক. এগার সিন্দুর এক্সপ্রেস
খ. পারাবত এক্সপ্রেস
গ. উপকূল এক্সপ্রেস
ঘ. সৈকত এক্সপ্রেস

উত্তর : গ. উপকূল এক্সপ্রেস

৪৮. বাংলাদেশের বৃহত্তম হাওড়-

ক. পাথরচাওলি
খ. হাইল
গ. চলন বিল
ঘ. হাকালুকি
উত্তর : ঘ. হাকালুকি

৪৯. কেওক্রাডং- এর উচ্চতা প্রায় –

ক. ১০১০ মিটার
খ. ১৫৩০ মিটার
গ. ১২৩০ মিটার
ঘ. ৮৯৩ মিটার

উত্তর : গ. ১২৩০ মিটার

৫০. বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমান হচ্ছে প্রায় –

ক. ১৪ কোটি পাউন্ড
খ. ১৩ কোটি পাউন্ড
গ. ১০.৫ কোটি পাউন্ড
ঘ. ৯.৫ কোটি পাউন্ড

উত্তর : ঘ. ৯.৫ কোটি পাউন্ড

৫১. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-

ক. ১০০ বর্গমাইল
খ. ৯০ বর্গমাইল
গ. ১৬০ বর্গমাইল
ঘ. ৮০ বর্গমাইল

উত্তর : গ. ১৬০ বর্গমাইল

৫২. একটি কাঁচা পাটের গাইটের ওজন

ক. ৩.৫ মণ
খ. ২.৫ মণ
গ. ৪.৫ মণ
ঘ. ৫ মণ

উত্তর : গ. ৪.৫ মণ

৫৩. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব

ক. নেপালে জলাধার নির্মাণ
খ. গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
গ. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
ঘ. গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি

উত্তর : ক. নেপালে জলাধার নির্মাণ

৫৪. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য –

ক. দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
খ. দুদেশের নদীগুলোর পলিমাটি অপসারন
গ. বন্যা নিয়ন্ত্রনে দুদেশের মধ্যে সহযোগিতা
ঘ. দুদেশের নৌ পরিবহন ব্যবস্হার উন্নয়ন

উত্তর : ক. দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি

৫৫. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-

ক. ওএইউ
খ. আরব লীগ
গ. জি.সি.সি
ঘ. ওএএম

উত্তর : গ. জি.সি.সি

৫৬. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল-

ক. ১৪ জুলাই,১৭৮৯
খ. ৭ জুন,১৭৮৮
গ. ৫ আক্টোবর,১৭৮৮
ঘ. ২৬ আগস্ট,১৭৮৮

উত্তর : ক. ১৪ জুলাই,১৭৮৯

৫৭. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-

ক. লিওপোন্ডভিল
খ. জিম্বাবুয়ে
গ. জিবুতি
ঘ. জায়ারে

উত্তর : ঘ. জায়ারে

৫৮. জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-

ক. ৪,০০,০০০
খ. ৪০,০০০
গ. ৪৪,০০০
ঘ. ৩৪,০০০

উত্তর : খ. ৪০,০০০

৫৯. ‘ট্রাফল্গার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত-

ক. ওয়াশিংটন
খ. প্যারিস
গ. মস্কো
ঘ. লন্ডন

উত্তর : ঘ. লন্ডন

৬০. মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-

ক. ১৯৫৬ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৫৪ সালে
ঘ. ১৯৫৩ সালে

উত্তর : ক. ১৯৫৬ সালে

৬১. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-

ক. সরকারি নির্দেশ
খ. দূর থেকে চোখে পড়বে বলে
গ. তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
ঘ. দেখতে সুন্দর লাগে

উত্তর : গ. তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য

৬২. জাপান পার্ল হারবার অক্রমন করে-

ক. ৭ ডিসেম্বর,১৯৪১
খ. ২৩ জুন,১৯৪২
গ. ৩ ডিসেম্বর,১৯৪২
ঘ. ২৬ জুলাই,১৯৪৩

উত্তর : ক. ৭ ডিসেম্বর,১৯৪১

৬৩. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-

ক. ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
খ. ইরাকের কুয়েত দখল আবসান করা
গ. স্বল্প মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
ঘ. উপরের সবকটি

উত্তর : ঘ. উপরের সবকটি

৬৪. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-

ক. পিকিং স্পোর্টস স্টেডিয়াম
খ. বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
গ. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
ঘ. চায়না স্টোর্টস স্টডিয়াম

উত্তর : গ. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং

৬৫. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-

ক. ১৩৭
খ. ১২১
গ. ১১৭
ঘ. ৩৯
উত্তর : ঘ. ৩৯

৬৬. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

ক. দামেস্ক চুক্তি
খ. আলজিয়ার্স চুক্তি
গ. কায়রো চুক্তি
ঘ. বৈরুত চুক্তি

উত্তর : খ. আলজিয়ার্স চুক্তি

৬৭. ‘৫০০ দিনের প্লান’ বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-

ক. ওয়ারস জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
খ. রুমানিয়াতে গণতন্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
গ. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা
ঘ. পূর্ব জামার্নি হতে সৌভিয়েত সৈন্য প্রতাহার সম্পন্ন করা

উত্তর : গ. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা

৬৮. হাজার হ্রদের দেশ কোনটি-

ক. নরওয়ে
খ. ফিনল্যান্ড
গ. ইন্দোনেশিয়া
ঘ. জাপান
উত্তর : খ. ফিনল্যান্ড

৬৯. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে,চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না।ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো-

ক. ২২%
খ. ২৫%
গ. ২০%
ঘ. ৩০%

উত্তর : গ. ২০%

৭০. বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-

ক. ১৫ টি
খ. ২০ টি
গ. ২৫ টি
ঘ. ১৮ টি

উত্তর : খ. ২০ টি

৭১. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-

ক. ৯ ঘন্টা
খ. ১২ ঘন্টা
গ. ১০ ঘন্টা
ঘ. ১৮ ঘন্টা

উত্তর : খ. ১২ ঘন্টা

৭২. ৮,১১,১৭,২৯,৫৩,-।পরবর্তী সংখ্যাটি কত?

ক. ১০১
খ. ১০২
গ. ৭৫
ঘ. ৫৯

উত্তর : ক. ১০১

৭৩. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

ক. ২.০৫৭৩৪
খ. ০.০২৫৭৩৪
গ. ০.০২০৫৭৩৪
ঘ. ২০.৫৭৩৪৪০

উত্তর : গ. ০.০২০৫৭৩৪

৭৪. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?

ক. ৩৬০০
খ. ২৪০০
গ. ১২০০
ঘ. ৩০০০

উত্তর : ক. ৩৬০০

৭৫. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?

ক. ৭২:১০৫
গ. ৭২:৩৫
ঘ. ৩৫:৭২
গ. ১০৫:৭২

উত্তর : ঘ. ৩৫:৭২

৭৬. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫’হলে এর বাহুর সংখ্যা কত?

ক. ৪
খ. ৭
গ. ৯
ঘ. ৮

উত্তর : ঘ. ৮

৭৭. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

ক. PC=PD
খ. PA=AB
গ. PB=PA
ঘ. PB=PD

উত্তর : ঘ. PB=PD

৭৮. P-এর মান কত হলে 4×2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?

ক. 10
খ. 9
গ. 16
ঘ. 12

উত্তর : ঘ. 12

৭৯. নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?

ক. (√2+√3)/2
খ. (√2.√3)/2
গ. 1.5
ঘ. 1.8

উত্তর : গ. 1.5

৮০. x2-8x-8y+16+y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?

ক. 4xy
খ. 2xy
গ. 6xy
ঘ. 8xy

উত্তর : খ. 2xy

৮১. 2×2-x-3 এর উৎপাদক কী কী ?

ক. (2x+3)(x+1)
খ. (2x+3)(x-1)
গ. (2x-3)(x-1)
ঘ. (2x-3)(x+1)

উত্তর : ঘ. (2x-3)(x+1)

৮২. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় –

ক. বর্গক্ষেত্র
খ. চতুর্ভুজ
গ. রম্বস
ঘ. সামন্তরিক

উত্তর : গ. রম্বস

৮৩. a4+4 এর উৎপাদক কী কী ?

ক. (a2+2a+2)(a2+2a-2)
খ. (a2+2a+2)(a2-2a+2)
গ. (a2-2a+2)(a2+2a-2)
ঘ. (a2-2a-2)(a2+2a-2)

উত্তর : খ. (a2+2a+2)(a2-2a+2)

৮৪. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?

ক. ৬৪√৩ বর্গমিটার
খ. ১৯২বর্গমিটার
গ. ৬৪ বর্গমিটার
ঘ. ৩২√৩ বর্গমিটার

উত্তর : ক. ৬৪√৩ বর্গমিটার

৮৫. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?

ক. বাষ্পীয় ইঞ্জিন
খ. অন্তর্দহন ইঞ্জিন
গ. স্টারলিং ইঞ্জিন
ঘ. রকেট ইঞ্জিন

উত্তর : ঘ. রকেট ইঞ্জিন

৮৬. ফিউশন প্রক্রিয়ায়-

ক. একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
খ. একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
গ. ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়
ঘ. একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়

উত্তর : ক. একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে

৮৭. প্রবল জোয়ারের কারন এ সময় –

ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোন করে থাকে
খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ. সূর্য , চন্দ্র, ও পৃথিবী এক সরলে থাকে

উত্তর : ঘ. সূর্য , চন্দ্র, ও পৃথিবী এক সরলে থাকে

৮৮. নিচের কোন উক্তিটি সঠিক ?

ক. বায়ু একটি যৌগিক পদার্থ
খ. বায়ু একটি মৌলিক পদার্থ
গ. বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

উত্তর : গ. বায়ু একটি মিশ্র পদার্থ

৮৯. ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়াছে সেটি হচ্ছে –

ক. মূল মধ্যরেখা
খ. কর্কট ক্রান্তি রেখা
গ. মকর ক্রান্তি রেখা
ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তর : খ. কর্কট ক্রান্তি রেখা

৯০. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্ছলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় –

ক. আয়ন বায়ু
খ. প্রত্যায়ন বায়ু
গ. মৌসুমি বায়ু
ঘ. নিয়ত বায়ু

উত্তর : ঘ. নিয়ত বায়ু

৯১. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন –

ক. এটি হাল্কা ও দামে সস্তা
খ. এটি সব দেশেই পাওয়া যায়
গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ. এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

উত্তর : গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

৯২. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর –

ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
খ. প্রতিসরণ
গ. বিচ্ছুরণ
ঘ. পোলারায়ন

উত্তর : খ. প্রতিসরণ
৯৩. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে –

ক. ৭৫ ডি বি
খ. ৯০ ডি বি
গ. ১০৫ ডি বি
ঘ. ১২০ ডি বি

উত্তর : গ. ১০৫ ডি বি

৯৪. আকাশে বিজলি চমকায়-

ক. দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
খ. মেঘের অসংখ্য পানি ও বরফ কনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
গ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্হায় এলে

উত্তর : খ. মেঘের অসংখ্য পানি ও বরফ কনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

৯৫. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-

ক. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
খ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
ঘ. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

উত্তর : গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

৯৬. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-

ক. অফসেট মুদ্রন পদ্ধতিতে
খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
গ. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

উত্তর : খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

৯৭. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল –

ক. নাইট্রিক এসিড
খ. সালফিউরিক এসিড
গ.এমোনিয়াম ক্লোরাইড
ঘ. হাইড্রোক্লোরিক এসিড

উত্তর : খ. সালফিউরিক এসিড

৯৮. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো –

ক. ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়
খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
গ. পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
ঘ. পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়

উত্তর : খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

৯৯. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় –

ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
গ. কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

উত্তর : ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

১০০. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার –

ক. সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি
খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা
ঘ. গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার

উত্তর : খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!