১৯তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন ও সামধান

১৯তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন ও সামধান

উত্তর ভুল মনে হলে নিচে মন্তব্য করুন ।

১. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?

ক. ক্লোরোফ্লুরো কার্বন
খ. কার্বন মনোক্সাইড
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. মিথেন

উত্তর: ক. ক্লোরোফ্লুরো কার্বন

২. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒

ক. ১৬ শতাংশ
খ. ২০ শতাংশ
গ. ২৫ শতাংশ
ঘ. ৩০ শতাংশ

উত্তর: গ. ২৫ শতাংশ

৩. বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’‒

ক. ১৪ ডিসেম্বর
খ. ১৬ ডিসেম্বর
গ. ২১ ডিসেম্বর
ঘ. ২৩ ডিসেম্বর

উত্তর: ক. ১৪ ডিসেম্বর

৪. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক. ২০ জোড়া
খ. ২২ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২৫ জোড়া

উত্তর: গ. ২৩ জোড়া

৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

ক. রাজশাহী
খ. নওগাঁ
গ. বগুড়া
ঘ. নাটোর

উত্তর: ঘ. নাটোর

৬. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশি
গ. দোলনচাঁপা
ঘ. বাঁধনহারা

উত্তর: ক. অগ্নিবীণা

৭. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?

ক. পেপসিন
খ. এমাইলেজ
গ. রেনিন
ঘ. ট্রিপসিন

উত্তর: গ. রেনিন

৮. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

ক. রোনাল্ডো
খ. জিদান
গ. সুকার
ঘ. বেবেতো

উত্তর: গ. সুকার
[নোট: ২০১০ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট পান টমাস মুলার (জার্মানি)।]

৯. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. জেনেভা
খ. প্যারিস
গ. লন্ডন
ঘ. রোম

উত্তর: ঘ. রোম

১০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?

ক. আব্দুল গাফফার চৌধুরী
খ. আলতাফ মাহমুদ
গ. আব্দুল লতিফ
ঘ. আব্দুল আলীম

উত্তর: ক. আব্দুল গাফফার চৌধুরী

১১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল‒

ক. পরশুরাম
খ. নীললোহিত
গ. ভানুসিংহ ঠাকুর
ঘ. গাজী মিয়া

উত্তর: গ. ভানুসিংহ ঠাকুর

১২. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒

ক. রফিকুল ইসলাম
খ. রশীদ করিম
গ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
ঘ. কর্নেল সিদ্দিক মালিক

উত্তর: গ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

১৩. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?

ক. আশি
খ. সাতাশি
গ. ষাট
ঘ. চৌষট্টি

উত্তর:

[বি.দ্র. প্রকৃত গম্বুজের সংখ্যা ৮১ টি।]

১৪. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?

ক. ১৯ টি
খ. ৯ টি
গ. ৮ টি
ঘ. ১১ টি

উত্তর: ঘ. ১১ টি

১৫. বাংলাদেশের জাতীয় পাখি‒

ক. ময়না
খ. কাক
গ. শালিক
ঘ. দোয়েল

উত্তর: ঘ. দোয়েল

১৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒

ক. পলল গঠিত সমভূমি
খ. বরেন্দ্রভূমি
গ. উত্তরবঙ্গ
ঘ. মহাস্থানগড়

উত্তর: খ. বরেন্দ্রভূমি

১৭. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?

ক. ১৯ শতাংশ
খ. ১২ শতাংশ
গ. ১৬ শতাংশ
ঘ. ৯ শতাংশ

উত্তর:

[বি.দ্র. ১৫ শতাংশ প্রায়: অর্থনৈতিক সমীক্ষা-২০১১।]

১৮. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒

ক. ৫.৫ কিলোমিটার
খ. ৭.২ কিলোমিটার
গ. ৬ কিলোমিটার
ঘ. ৬.২ কিলোমিটার
উত্তর:

[বি.দ্র. প্রকৃত দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।]

১৯. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?

ক. বলাকা
খ. শাপলা
গ. নৌকা
ঘ. রণতরী

উত্তর:
[নোট: সঠিক উত্তর হবে কাছিবেষ্টিত নোঙর।]

২০. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়?

ক. ময়মনসিংহে
খ. বগুড়ায়
গ. সোনারগাঁয়ে
ঘ. রাঙামাটিতে

উত্তর: গ. সোনারগাঁয়ে

২১. কসোভো কোথায় অবস্থিত?

ক. আলবেনিয়ায়
খ. সার্বিয়ায়
গ. রুমানিয়ায়
ঘ. গ্রিসে

উত্তর: খ. সার্বিয়ায়
[নোট: বর্তমানে কসোভো একটি স্বাধীন রাষ্ট্র। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি এটি স্বাধীনতা লাভ করে।]

২২. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম?

ক. নরওয়ে
খ. নেদারল্যান্ড
গ. পোল্যান্ড
ঘ. প্যারাগুয়ে

উত্তর: খ. নেদারল্যান্ড

[নোট: ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে নেদারল্যান্ডের মুদ্রা ইউরো।]

২৩. নেপালের পার্লামেন্টের নাম কী?

ক. সিনেট
খ. পঞ্চায়েত
গ. কংগ্রেস
ঘ. মজলিস

উত্তর:
[নোট: দুকক্ষবিশিষ্ট নেপালের পার্লামেন্টের নাম ‘পার্লামেন্ট’। নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেনটেটিভ’ এবং উচ্চকক্ষ ‘হাউজ অব স্টেটস’।]

২৪. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

ক. গ্রিসে
খ. ইতালিতে
গ. তুরস্কে
ঘ. স্পেনে

উত্তর: গ. তুরস্কে

২৫. ‘নাসা’ কোন দেশের সংস্থা?

ক. জার্মানি
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: ঘ. যুক্তরাষ্ট্র

২৬. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. সৌদি আরব
ঘ. ইন্দোনেশিয়া

উত্তর: ঘ. ইন্দোনেশিয়া

২৭. ভায়াগ্রা কী?

ক. একটি জলপ্রপাত
খ. নতুন একটি ওষুধ
গ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
ঘ. নতুন জাহাজের নাম

উত্তর: খ. নতুন একটি ওষুধ

২৮. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

ক. ব্যাংকক
খ. সিঙ্গাপুর
গ. টোকিও
ঘ. ম্যানিলা

উত্তর: ঘ. ম্যানিলা

২৯. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?

ক. অলিভেট
খ. আইবিএম
গ. এ্যাপেল ম্যাকিনটশ
ঘ. মাইক্রোসফট

উত্তর: ঘ. মাইক্রোসফট

৩০. যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?

ক. ১২ শতাংশ
খ. ১০ শতাংশ
গ. ১৩ শতাংশ
ঘ. ১১ শতাংশ

উত্তর: গ. ১৩ শতাংশ

৩১. বাংলাদেশের জিডিপিতে পশুসম্পদের অবদান কত?

ক. ২%
খ. ৫%
গ. ৬.৫%
ঘ. ১০%

উত্তর: গ. ৬.৫%

[নোট: ২০১০-১১ অর্থবছরে জিডিপি-তে পশুসম্পদের অবদান ২.৬৭% (সূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০১১)।]

৩২. বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয়?

ক. ৫০০ কোটি টাকা
খ. ৪০০ কোটি টাকা
গ. ৩০০ কোটি টাকা
ঘ. ১২৫ কোটি টাকা

উত্তর: খ. ৪০০ কোটি টাকা

[নোট: বর্তমানে ৩০০ কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করা হয়।]

৩৩. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?

ক. রাজশাহী
খ. চট্টগ্রাম
গ. সিলেট
ঘ. সাভার, ঢাকা

উত্তর: ঘ. সাভার, ঢাকা

৩৪. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

ক. গরু
খ. ছাগল
গ. গয়াল
ঘ. রয়েল বেঙ্গল টাইগার

উত্তর: ঘ. রয়েল বেঙ্গল টাইগার

৩৫. রপ্তানি আয়ে বর্তমানে পশুসম্পদের অবদান কত?

ক. ৮ ভাগ
খ. ১০ ভাগ
গ. ১২ ভাগ
ঘ. ১৩ ভাগ

উত্তর: ক. ৮ ভাগ

[নোট: ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের জাতীয় আয়ের শতকরা ২.৫৭ ভাগ পশুসম্পদ থেকে আসে। (সূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০১১)।]

৩৬. দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?

ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ

উত্তর: ঘ. ৪র্থ

[নোট: অর্থনৈতিক সমীক্ষা-২০১১।]

৩৭. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?

ক. নেনী
খ. টর্মি
গ. শেলী
ঘ. ডলি

উত্তর: ঘ. ডলি

৩৮. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒

ক. ইথেন
খ. এমোনিয়া
গ. মিথেন
ঘ. বিউটেন

উত্তর: গ. মিথেন

৩৯. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?

ক. ড. এস ডি চৌধুরী
খ. ড. কাজী ফজলুর রহিম
গ. ড. ওসমান গনি
ঘ. অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী

উত্তর: গ. ড. ওসমান গনি

৪০. সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?

ক. প্রফেসর ড. আব্দুস সালাম
খ. প্রফেসর নরম্যান বরলগ
গ. ড. আব্দুল কাদের
ঘ. ড. স্বামীনাথন

উত্তর: খ. প্রফেসর নরম্যান বরলগ

৪১. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?

ক. মি. জে এইচ বি হেলেন
খ. লর্ড লিনলিথগো
গ. লর্ড ক্লাইভ
ঘ. ওয়ারেন হেস্টিংস

উত্তর: খ. লর্ড লিনলিথগো

৪২. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?

ক. পাবনা, সিরাজগঞ্জ
খ. দিনাজপুর
গ. বরিশাল
ঘ. ফরিদপুর

উত্তর: ক. পাবনা, সিরাজগঞ্জ

৪৩. বিশ্ব ব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

ক. ২০০ মার্কিন ডলার
খ. ২২৫ মার্কিন ডলার
গ. ২৪০ মার্কিন ডলার
ঘ. ২৬০ মার্কিন ডলার

উত্তর:
[বি.দ্র. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ৮১৮ মার্কিন ডলার: অর্থনৈতিক সমীক্ষা-২০১১।]

৪৪. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒

ক. ২ ডিসেম্বর, ১৯৯৭
খ. ৩ ডিসেম্বর, ১৯৯৭
গ. ২২ ডিসেম্বর, ১৯৯৭
ঘ. ৩ জানুয়ারি, ১৯৯৮

উত্তর: ক. ২ ডিসেম্বর, ১৯৯৭

৪৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. হেগ
ঘ. প্যারিস

উত্তর: খ. নিউইয়র্ক

৪৬. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

ক. কয়লা
খ. চুনাপাথর
গ. সাদামাটি
ঘ. গ্যাস

উত্তর: ঘ. গ্যাস

৪৭. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?

ক. জর্জ ওয়াশিংটন
খ. আব্রাহাম লিংকন
গ. রুজভেল্ট
ঘ. কেনেডী

উত্তর: খ. আব্রাহাম লিংকন

৪৮. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?

ক. ইনসুলিন
খ. থাইরক্সিন
গ. এনড্রোজেন
ঘ. এস্ট্রোজেন

উত্তর: ক. ইনসুলিন

৪৯. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?

ক. ১৬ বছর
খ. ১৮ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর

উত্তর: খ. ১৮ বছর

৫০. গ্রীন হাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?

ক. উত্তাপ অনেক বেড়ে যাবে
খ. বৃষ্টিপাত কমে যাবে
গ. নিম্নভূমি নিমজ্জিত হবে
ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে

উত্তর: গ. নিম্নভূমি নিমজ্জিত হবে
[নোট: পরিবেশ বিজ্ঞানীদের মতে, চারটি উত্তরই সঠিক।]

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top