আমরা অনেকেই বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স করতে চাই, ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে পরীক্ষা দিতে হয় আমাদের সেটির তিনটি ধাপ রয়েছে, প্রথম ধাপটি হল লিখিত আপনাকে 20 মার্কের একটি লিখিত পরীক্ষা দিতে হবে,এরপরের যে পরীক্ষাটি হবে সেটি হলো ভাইবা, ভাইভাতে আপনাকে পাঁচটি প্রশ্ন করা হবে 5 টির মধ্যে ও আপনাকে নূন্যতম তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে আপনি ভাইভাতে পাশ করবেন, আর যদি আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারেন তাহলে আপনি ভাই বাদে ফেল করবেন আপনাকে পুনরায় এই পরীক্ষাটি দিতে হবে, এর পরের যে পরীক্ষা সেটি হল প্র্যাকটিক্যাল, সবাইকে জিগজ্যাগ টেস্ট পরীক্ষা দিতে হবে, তিনটি পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় আপনি পাস করবেন সেটি আর দিতে হবে না আপনাকে আর যদি সে ফেল করবে সে পরীক্ষাটি আপনাকে আবার দিতে হবে,
এখন আমরা আলোচনা করব ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে যে ভাইভার প্রশ্ন গুলো আসে সেটি নিয়ে, ড্রাইভিং লাইসেন্স এর ভাইভা তে সাধারণত ট্রাফিক সিগনাল থেকেই প্রশ্ন করা হয়, বিভিন্ন ধরনের ট্রাফিক চিহ্ন বা সংকেত থাকে সেগুলো একটি বড় পোস্টারে দেওয়া থাকে, এবং প্রত্যেকটি চিহ্নের নিচে একটি করে নাম্বার দেয়ার লেখা থাকে, ভাইভা বোর্ডে সাধারণত আপনাকে জিজ্ঞেস করা হবে পাঁচ নম্বর সংকেত কি প্রকাশ করে, 95 নম্বর সংকেত কি প্রকাশ করে, সাধারণভাবে আপনাদের প্রশ্নগুলো করা হবে আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে একটি নমুনা ছবি দেওয়া হল,
এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল Holistic tube এ ভিডিও রয়েছে, আপনারা Holistic tube ইউটিউব চ্যানেল থেকে প্লে লিস্ট BRTA থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরীর জন্য যে সকল তথ্য প্রয়োজন তা জানতে পারবেন