বাংলাদেশের সঙ্গীত, মুক্তিযুদ্ধে দেশাত্মবোধক গান

বাংলাদেশের সঙ্গীত, মুক্তিযুদ্ধে দেশাত্মবোধক গান

 

– ‘আমার ভাই‌য়ের রক্তে রাঙা‌নো একু‌শে ফেব্রুয়া‌রি’ এ গা‌নের প্রথম সুরকার –> আব্দুল লতিফ।

– ‘এক নদী রক্ত পে‌রি‌য়ে’ গান‌টির গী‌তিকার ও সুরকার –> খান আতাউর রহমান।

– ‘এক সাগর র‌ক্তের বি‌নিম‌য়ে’ গান‌টির প্রথম শিল্পী –> সপ্না রায়।

– ‘এক সাগর র‌ক্তের বি‌নিম‌য়ে’ গান‌টির রচ‌য়িতা –> গোবিন্দ হালদার।

– ‘এক সাগর র‌ক্তের বি‌নিম‌য়ে’ গান‌টির সুরকার –> আ‌পেল মাহমুদ।

– ‘ও ভাই খাঁ‌টি সোনার চে‌য়ে খা‌টি’ গান‌টির গী‌তিকার –> কজিী নজরুল ইসলাম।

– ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নি‌তে চাই’ গান‌টির রচ‌য়িতা ও সুরকার হলেন –> শিল্পী আব্দুল লতিফ।

– ‘ও‌রে নীল দ‌রিয়া’ গান‌টি যে শিল্পীর গাওয়া –> আব্দুল জব্বার।

– ‘‌কেউ মালা, কেউ তস‌বি গলায়’ গান‌টির রচ‌য়িতা –> লালন শাহ।

– ‘জয় বাংলা বাংলার জয়’ গান‌টির গীতিকার –> গাজী মাজহার‌লি আ‌নোয়ার।

– ‘দুর্গম গি‌রি কান্তার মরু’ গান‌টির রচ‌য়িতা –> কাজী নজরুল ইসলাম।

– ‘পূর্ব দিগ‌ন্তে সূর্য উ‌ঠে‌ছে’ গান‌টি যে সম‌য়ের –> মু‌ক্তিযুদ্ধকালীন।

– ‘ব‌ন্দে মায়া লাগাই‌ছে’ ‌যে বাউ‌লের গী‌তি অংশ –> শাহ অব্দুল ক‌রিম।

– ‘মোরা এক‌টি ফুল‌কে বাচা‌বো ব‌লে যুদ্ধ ক‌রি’ গান‌টির গী‌তিকার –> গো‌বিন্দ হালদার।

– ‘মোরা এক‌টি ফুল‌কে বাচা‌বো ব‌লে যুদ্ধ ক‌রি’ গান‌টির শিল্পী –> আ‌পেল মাহমুদ।

– ‘‌লো‌কে ব‌লে রে ঘরবা‌ড়ি ভা‌লো নাই আমার’ গান‌টির রচ‌য়িতা –> হাছন রাজা।

– ‘সব ক‌টি জানালা খু‌লে দাও না’ গান‌টির সুরকার –> নজরুল ইসলাম বাবু।

– আলকাপ গান যে অঞ্চ‌লের –> রাজশাহী।

– ইউ‌নে‌স্কো যে গান‌কে বিমূর্ত ঐ‌তিহ্য ঘোষণা ক‌রে –> বাউল গান‌কে।

– এক নদী রক্ত পে‌রি‌য়ে’ গান‌টির শিল্পী –> শাহনাজ রহমাতুল্লাহ।

– কোরাস হ‌লো –> সমবেত সঙ্গীত।

– গম্ভীরা যে অঞ্চ‌লের লোক সঙ্গীত –> চাঁপাইনবাবগঞ্জ।

– ছায়ানট হ‌লো –> এক‌টি রা‌গের নাম।

– তান‌সেন যে রাজসভার সঙ্গীতজ্ঞ ছি‌লেন –> সম্রাট আকবর।

– নেত্র‌কোনা অঞ্চ‌লের গানসমূহ‌কে জন‌প্রিয় ক‌রে তো‌লেন –> বারী সিদ্দিকী।

– বাংলাদেশ টে‌লি‌ভিশ‌নে প্রথম যে শিল্পী গান প‌রি‌বেশন ক‌রেন –> ফের‌দৌসী রহমান।

– ভাওয়াইয়া গান দুটি নদীর সা‌থে সম্প‌র্কিত –> তিস্তা ও ধরলা।

– ভাওয়াইয়া গা‌নের সা‌থে বিজ‌ড়িত নাম –> আব্বাস উদ্দীন।

– ভাওয়াইয়া বাংলা‌দে‌শের যে অঞ্চ‌লের গান –> রংপুর।

– ভা‌টিয়ালী বাংলা‌দে‌শের গান –> ময়মন‌সিংহ ও সি‌লেট।

– ভা‌টিয়ালী যে অঞ্চ‌লের গান –> উত্তরব‌ঙ্গের।

– রবীন্দ্র চর্চা ও প্রসা‌রে নি‌বে‌দিত প্র‌তিষ্ঠান –> ছায়ানট।

– সাম্পা‌নের গান যে অঞ্চ‌লের –> চট্টগ্রাম।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!