বিশ্বের বিখ্যাত মহাসাগর, সাগর ও উপসাগর – ‍বিসিএস প্রস্তুতি

বিশ্বের বিখ্যাত মহাসাগর,  সাগর ও উপসাগর – ‍বিসিএস প্রস্তুতি

আমাদের এই সুন্দর পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ বারিমন্ডলের অন্তর্ভুক্ত। বারিমন্ডল হলো ভ‚-ত্বকের অবনমিত অংশে অবস্থিত বিশাল পানিরাশি। এই বিশাল পানিরাশির সবচেয়ে বড় আধার মহাসাগর এবং সাগর। বিশ্বের বিখ্যাত মহাসাগর, সাগর ও উপসাগর থেকে ‍বিসিএস এ প্রশ্ন আসে।

> পৃথিবীতে মহাসাগর : পাঁচটি।

> প্যাসিফিক শব্দের অর্থ : শান্ত।

> আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর : প্রশান- মহাসাগর।

> মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ প্রভৃতি নিয়ে গঠিত : বারিমণ্ডল।

> উন্মুক্ত বিস্তীর্ণ পানিরাশিকে বলে : মহাসাগর (Ocean )।

> পৃথিবীর মহাসাগরগুলোর নাম : প্রশান- মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।

> প্রশান্ত মহাসাগরে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্রের নাম : ফিলিপাইন, পাপুয়া নিউগিনি, পালাউ, নাউরু, সলোমন দ্বীপপুঞ্জ ইত্যাদি।

> আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্রগুলো : যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্রীনল্যান্ড, কিউবা ইত্যাদি।

> আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান : ন্যায়ার্স (পুয়ের্তোরিকা)।

> আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া প্রথম নারী : জেনিফার ফিগে, যুক্তরাষ্ট্র (১২ জানুয়ারি-৫ ফেব্রুয়ারি ২০০৯)।

> প্রশান্ত মহাসাগরের নাম দেন ‘প্যাসিফিক’ : পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাজেলান।

> প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম : মারিয়ানা ট্রেঞ্চ।

> ভারত মহাসাগরে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপগুলো : সিসিলি, মরিশাস, দিয়াগো, গার্সিয়া, মালদ্বীপ ও মালাগাসি।

> পৃথিবীর গভীরতম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।

> ভূ-মধ্যসাগরের গভীরতম স্থানের নাম : মাতাপ্যান।

> দক্ষিণ মহাসাগরের অন্য নাম : কুমেরু মহাসাগর।

> দক্ষিণ মহাসাগর অবস্থিত : দক্ষিণ মেরুর নিকটস্থ এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে বিস্তৄত।

> আয়তনে সবচেয়ে ছোট মহাসাগর : এন্টার্কটিকা মহাসাগর (দক্ষিণ মহাসাগর)।

> আর্কটিক বা উত্তর মহাসাগরের অন্য নাম : সুমেরু মহাসাগর।

> পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রীফ অবস্থিত : প্রশান- মহাসাগরে।

> ‘টাইটানিক জাহাজ’ নিমজ্জিত হয়েছিল কোন মহাসাগরে : আটলঅন্টিক মহাসাগরে (১৫ এপ্রিল ১৯১২ সালে)।

 

প্রশানমহাসাগর

> আয়তন : ১৫,৫৫,৫৭,০০০

> সর্বোচ্চ গভীরতা (মি.) : ১০,৯২৪

> গড় গভীরতা (মি.) : ৪,০৭৯

> গভীরতম স্থানের নাম : মারিয়ানা ট্রেঞ্চ

নাম : আটলান্টিক

> আয়তন : ৭,৬৭,৬২,০০০

> সর্বোচ্চ গভীরতা (মি.) : ৯,২১৯

> গড় গভীরতা (মি.) : ৩,৯২৬

> গভীরতম স্থানের নাম : ন্যায়ার্স

নাম : ভারত মহাসাগর

> আয়তন : ৬,৮৫,৫৬,০০০

> সর্বোচ্চ গভীরতা (মি.) : ৭,৪৫৫

> গড় গভীরতা (মি.) : ৩,৯৬৩

> গভীরতম স্থানের নাম : সুন্দা ট্রেঞ্চ

নাম : দক্ষিণ মহাসাগর

> আয়তন : ২,০৩,২৭,০০০

> সর্বোচ্চ গভীরতা (মি.) : ৫,৭৪৫

> গড় গভীরতা (মি.) : ১৪৯

> গভীরতম স্থানের নাম :

নাম : উত্তর বা আর্কটিক মহাসাগর

> আয়তন : ১,৪০,৫৬,০০০

> সর্বোচ্চ গভীরতা (মি.) : ৫,৬২৫

> গড় গভীরতা (মি.) : ১,২০৫

> গভীরতম স্থানের নাম : ইউরেশিয়ান বেসিন

 

বিশ্বের উপসাগর বাবে(Bay):

> তিন দিক স্থলদ্বারা বেষ্টিত পানিরাশিকে বে (ইধু) বা উপসাগর বলে। স্থলভাগের মধ্যে প্রবিষ্ট জলভাগের দৈর্ঘ্য যদি উন্মুক্ত মুখের দৈর্ঘ্য অপেক্ষা কম হয়, তাহলে তাকে বে বলে। যেমন- বে অব বেঙ্গল, হাডসন বে।

> গালফ (Gulf) : এর আভিধানিক অর্থও উপসাগর। তবে স’লভাগের মধ্যে প্রবিষ্ট জলভাগের দৈর্ঘ্য যদি উন্মুক্ত মুখের দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়, তবে তাকে গালফ বলা হয়। যেমন : পার্সিয়ান গালফ, গালফ অব মেক্সিকো।

> হরমুজ প্রণালী অবস্থিত : ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মধ্যে।

> বিশ্বের বৃহত্তম উপসাগর : মেক্সিকো উপসাগর (গালফ হিসেবে) ও বঙ্গোসাগরে (বে হিসেবে)।

> কোন নদীর বয়ে আনা পানির প্রভাবে উপসাগরীয় স্রোতের সৃষ্টি হয়েছে : মিসিসিপি।

> জেমস উপসাগর কোন দেশে অবস্থিত  : কানাডায়।

> পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।

> উপসাগরীয় স্রোতের বর্ণ : গাঢ় নীল।

> ব্যাফিন উপসাগর অবস্থিত : কানাডা ও গ্রিনল্যান্ড দ্বীপের মধ্যবর্তী স্থানে।

> হাডসন উপসাগর অবস্থিত : কানাডায়।

> আলাস্কা উপসাগর কোন মহাদেশে অবস্থিত : উত্তর আমেরিকা।

> বুথিয়া উপসাগর অবস্থিত : কানাডায়।

কয়েকটি বিখ্যাত উপসাগর

–বঙ্গোপসাগর : > আয়তন ২২,০০,০০০ ব. কিমি

–মেক্সিকো উপসাগর : > আয়তন ১৫,৪২,৯৮৫ ব. কিমি

–হাডসন উপসাগর : > আয়তন ১২,৩২,৩০০ ব. কিমি

–পারস্য উপসাগর : > আয়তন ২,৩৭,৭৬০ ব. কিমি

বিশ্বের সাগর:

> মহাসাগরের চেয়ে আয়তনে ছোট পানিরাশিকে বলে : সাগর (Sea)।

> লোহিত সাগরের প্রাচীন নাম : সাইনাস আরাবিকাস।

> UNCLOS  চুক্তি কার্যকর হয় : ১৬ বেশ্বর ১৯৯৪।

> আয়তনে বিশ্বের সর্ববৃহৎ সাগর : দক্ষিণ চীন সাগর (২৯,৭৪,৬০০ বর্গ কিমি)।

> এজিয়ান সাগর অবস্থিত : গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী স্থানে।

> বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর : ক্যারিবিয়ান সাগর (৭২৩৯ মিটার)।

> যে দুই সাগরের মাঝে কোরিয়া উপদ্বীপ অবস্থিত : জাপান সাগর ও পীত সাগর।

> কোন সাগরের তীরে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত : ভূমধ্যসাগরের তীরে।

> শৈবাল সাগর : উত্তর আটলান্টিক মহাসাগরের প্রান্ত দিয়ে বিভিন্ন স্রোত প্রবাহের ফলে মাঝামাঝি স্থান স্রোতবাহিত ডালপালা, ঘাস, শৈবাল প্রভৃতি প্রচুর পরিমাণে সঞ্চিত হয়ে যে স্রোতহীন সাগরের সৃষ্টি হয়েছে তা শৈবাল সাগর নামে পরিচিত।

> ইউনাইটেড ন্যাশন্স কনভেনশন অন দ্য ল’ অব দ্য সি (UNCLOS) স্বাক্ষরিত হয় : ১০ ডিসেম্বর ১৯৮২।

 

এক নজরে বিশ্বের উল্লেখযোগ্য সাগর :

নাম : ক্যারিবিয়ান সাগর

> আয়তন (ব. কিমি) : ২৫,১৫,৯০০

> গড় গভীরতা (মি) : ২,৫৬০

> সর্বোচ্চ গভীরতা (মি) : ৭,২৩৯

নাম : ওখোটস্ক সাগর

> আয়তন (ব. কিমি) : ১৩,৯২,১০০

> গড় গভীরতা (মি) : ৮৩৮

> সর্বোচ্চ গভীরতা (মি) : ৩,৬৫৮

নাম : ভূমধ্যসাগর

> আয়তন (ব. কিমি) : ২৫,১০,০০০

> গড় গভীরতা (মি) : ১,৪২৯

> সর্বোচ্চ গভীরতা (মি) : ৪,৬৩২

নাম : দক্ষিণ চীন সাগর

> আয়তন (ব. কিমি) : ২৯,৭৪,৬০০

> গড় গভীরতা (মি) : ১,৬২৫

> সর্বোচ্চ গভীরতা (মি) : ৫,০১৬

নাম : বেরিং সাগর

> আয়তন (ব. কিমি) : ২২,৬১,১০০

> গড় গভীরতা (মি) : ১,৫৪৭

> সর্বোচ্চ গভীরতা (মি) : ৪,৭৭৩

নাম : উত্তর সাগর

> আয়তন (ব. কিমি) : ৫,৭৫,৩০০

> গড় গভীরতা (মি) : ৯০

> সর্বোচ্চ গভীরতা (মি) : ৬৬০

নাম : কৃষ্ণ সাগর

> আয়তন (ব. কিমি) : ৫,০৭,৯০০

> গড় গভীরতা (মি) : ১১০০

> সর্বোচ্চ গভীরতা (মি) : ২,২৪৪

নাম : জাপান (পূর্ব) সাগর

> আয়তন (ব. কিমি) : ১০,১২,৯০০

> গড় গভীরতা (মি) : ১,৩৭০

> সর্বোচ্চ গভীরতা (মি) : ৩,৭৪২

নাম : লোহিত সাগর

> আয়তন (ব. কিমি) : ৪,৩৭,৭০০

> গড় গভীরতা (মি) : ৪৯০

> সর্বোচ্চ গভীরতা (মি) : ২,২১১

নাম : বাল্টিক সাগর

> আয়তন (ব. কিমি) : ৪,২২,১৬০

> গড় গভীরতা (মি) : ৫৫

> সর্বোচ্চ গভীরতা (মি) : ৪২১

নাম : পীত সাগর

> আয়তন (ব. কিমি) : ১২,৪৩,১৯৫

> গড় গভীরতা (মি) : ৪৯

> সর্বোচ্চ গভীরতা (মি) : ১০৬

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

2 Comments

  1. Info Guide BdSeptember 11, 2022

    খুবই দরকারী পোস্ট , একের ভিতরে সব ইনফরমেশন আছে এখান
    ধন্যবাদ

    1. InfotakeBDSeptember 15, 2022

      thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!