বিশ্ব পরিচিতি ও মহাদেশ পরিচিতি – বিসিএস প্রস্তুতি

বিশ্বের সংক্ষিপ্ত পরিচিতি ও মহাদেশ পরিচিতি – বিসিএস প্রস্তুতি

পৃথিবীর বয়স : ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)।

আয়তন : ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি।

স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গকিমি (মোট আয়তনের ২৯.১%)।

জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গকিমি (মোট আয়তনের ৭০.৯%)।

সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গকিমি।

উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গকিমি।

পরিধি :

নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিমি।

মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিমি।

ব্যাস :

নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কিমি।

মেরুরেখা বরাবর ৬,৩৫৫ কিমি।

ব্যাসার্ধ :

নিরক্ষরেখা থেকে ৬,৩৭৬ কিমি।

মেরুরেখা থেকে ৬,৩৫৫ কিমি।

সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮৮৫০ মিটার।

 

সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।

স’লসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি।

সর্বাধিক সীমান-বেষ্টিত দেশ : দুটি; চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমান-বেষ্টিত)।

পানির প্রকারভেদ : দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়।)

সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘন্টা ৫৬ মিনিট।

আবর্তনের গতিবেগ : ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কিমি/ঘন্টা।

সূর্য থেকে দূরত্ব : ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি (প্রায়)।

একমাত্র উপগ্রহ : চাঁদ।

উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন।

দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২২ ডিসেম্বর।

সর্বত্র দিনরাত্রি সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

গঠন : লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%।

আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ : রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গকিমি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গমাইল।

জনসংখ্যার বৃহত্তম দেশ : চীন, ১৩৪ কোটি ৫৮ লাখ ।

আয়তনে বৃহত্তম মুসলিম দেশ : কাজাখস্থান; ২৭,১৭,৩০০ বর্গকিমি।

জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ : ইন্দোনেশিয়া।

আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিক্যান; আয়তন ০.৪৪ বর্গকিমি বা ০.১৭ বর্গমাইল এবং লোকসংখ্যা ৯২০ জন (মার্চ ২০১০)।

মহাসাগর : ৫টি; প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা এন্টার্কটিকা মহাসাগর ও উত্তর বা আর্কটিক মহাসাগর।

বৃহত্তম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।

গভীরতম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।

 

মহাসাগরের সর্বোচ্চ গভীর খাত : প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।

গভীরতম সাগর : ক্যারিবিয়ান সাগর, যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬ মিটার।

বৃহত্তম সাগর : দক্ষিণ চীন সাগর (আয়তন ২৯,৭৪,৬০০ বর্গকিমি)।

দীর্ঘতম নদী : নীল নদ, আফ্রিকা, দৈর্ঘ্য ৬৮২৫ কিমি।

উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।

বৃহত্তম হ্রদ দ্বীপ : ম্যানিটুলিন, (হিউরন হ্রদ, অন্টারিও; আয়তন ১০৬৮ বর্গমাইল বা ২৭৬৬ বর্গকিমি)।

বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান, অবস্থান এশিয়া-ইউরোপ; আয়তন ৩,৭১,০০০ বর্গকিমি।

গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ, রুশ ফেডারেশন; গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার।

মহাদেশ : ৭টি; এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা।

আয়তনের বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গকিমি।

লোকসংখ্যায় বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪১২ কোটি ১১ লাখ [UNFPA ২০০৯]।

জনশূন্য মহাদেশ : এন্টার্কটিকা।

স্বাধীন দেশ : ১৯৪টি।

জাতিসংঘভুক্ত দেশ : ১৯২টি।

এলডিসিভুক্ত দেশ : ৪৯টি।

 

সর্বোচ্চ সংখ্যক স্বাধীন দেশ রয়েছে : আফ্রিকা মহাদেশে (৫৩টি)।

প্রধান ধর্ম : ইসলাম, খ্রিষ্ট, বৌদ্ধ, হিন্দু প্রভৃতি।

উত্তরের নগরী : হ্যামারফাষ্ট (নরওয়ে)।

দক্ষিণের নগরী : পুয়োর্তো উইলিয়াম (চিলি)।

ছিদ্রায়িত রাষ্ট্র : ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সানমারিনো রাষ্ট্র অবস্থিত।

প্রাচীনতম দেশ : সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।

উচ্চতম রাজধানী : লাপাজ।

সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ : ভারত।

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র : ৮টি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া)।

উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেষ্ট, চীন নেপাল; ৮৮৫০ মিটার বা ২৯,০৩৫ ফুট।

ঘনবসতিপূর্ণ দেশ : মোনাকো;  ১৬,২০৫ জন প্রতি বর্গকিমি []।

কম ঘনবসতিপূর্ণ দেশ : মঙ্গোলিয়া ও নামিবিয়া ২ জন প্রতি বর্গকিমি।

মহিলা প্রতি উর্বরতার হার : ২.৫৪ শতাংশ।

সর্বোচ্চ মুদ্রাস্ফিতির দেশ : জিম্বাবুয়ে।

সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধিহারের দেশ : কাতার, ১০.৭% ।

সর্বাধিক শিশু মৃত্যুহারের দেশ : সিয়েরা লিওন, প্রতি হাজার জীবিত জনে ২৬২ জন মরে।

সর্বনিম্ন শিশু মৃত্যুহারের দেশ : সিঙ্গাপুর, সুইডেন, লুক্সেমবার্গ, লিচটেনষ্টাইন, আইসল্যান্ড; প্রতি হাজার জীবিত জনে ৩ জন।

সর্বোচ্চ গড় আয়ুর দেশ : জাপান;  ৮২.৭ বছর ।

সর্বনিম্ন গড় আয়ুর দেশ : আফগানিস্থান, ৪৩.৬ বছর ।

সর্বাধিক ব্যবহৃত ভাষা : মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।

বৃহত্তম রাজধানী শহর (জনসংখ্যায়) : টোকিও (জাপান); ৩ কোটি ৫৩ লাখ ২৭ হাজার।

বৃহত্তম নগর (জনসংখ্যায়) :  সাংহাই (চীন);  ১ কোটি ৩৩ লাখ।

উষ্ণতম স্থান : দালোল, দেনাকিল ডিপ্রেসন, ইথিওপিয়া; বার্ষিক গড় তাপমাত্রা ৯৩.২০ ফারেনহাইট বা ৩৪০ সেন্টিগ্রেড।

 

বৃহত্তম মরুভূমি :

– উষ্ণমণ্ডলীয়:  সাহারা, উত্তর আফ্রিকা; ৩৫,০০,০০০ বর্গমাইল বা ৯১,০০,০০০ বর্গকিলোমিটার।

– উপকূলীয়:  আতাকামা, চিলি; ৫৪,০০০ বর্গমাইল বা ১৩৯,৮৬০ বর্গকিলোমিটার।

– নাতিশীতোষ্ণ:  গোবি মরুভূমি, চীন; ৫,০০,০০০ বর্গমাইল বা ১২,৯৫,০০০ বর্গকিলোমিটার।

পৃথিবীর বৃহত্তম অরণ্য : তৈগা।

বৃহত্তম দ্বীপ: গ্রিনল্যান্ড, যার আয়তন ৮,৪০,০০৪ বর্গ মাইল বা ২১,৭৫,৬০০ বর্গকিলোমিটার। উল্লেখ্য, অষ্ট্রেলিয়া হলো ব্যাপকভাবে মহাদেশীয় ভূখণ্ড হিসেবে পরিচিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যার আয়তন ২৯,৪১,৫১৭ বর্গমাইল বা ৭৬,১৮,৪৯৩ বর্গকিলোমিটার।

 

বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া, যার আয়তন ৭,৩৫,৩৫৮ বর্গমাইল বা ১৯,০৪,৫৬৯ বর্গকিলোমিটার।

বৃহতত্ম আগ্নেয় দ্বীপ : সুমাত্রা, ইন্দোনেশিয়া; আয়তন ১,৭১,০৬৯ বর্গমাইল বা ৪,৪৩,০৬৬ বর্গকিলোমিটার।

শীতলতম স্থান : প্লাটু ষ্টেশন, এন্টার্কটিকা; বার্ষিক গড় তাপমাত্রা- ৫৬.৭০ সেলসিয়াস।

আর্দ্রতম স্থান : মসিনরাম, আসাম, ভারত; বার্ষিক গড় বৃষ্টিপাত ১১,৮৭৩ মিলিমিটার বা ৪৬৭৪ ইঞ্চি।

শুষ্কতম  স্থান : আতাকামা মরুভূমি, চিলি (বার্ষিক বৃষ্টিপাত অনুযায়ী)।

শুষ্কতম স্থান (জনবসতিপূর্ণ) : আসওয়ান, মিশর; বার্ষিক বৃষ্টিপাত ০.০২”।

আর্দ্রতম জনবসতিপূর্ণ স্থান :  বুয়েনা ভেনতিয়া, কলম্বিয়া, বার্ষিক বৃষ্টিপাত ২৬৭ ইঞ্চি বা ৬৭৮১.৮০ মিলিমিটার।

 

সংক্ষিপ্ত আকারে বিশ্বের মহাদেশ পরিচিতি

এশিয়া :

আয়তন(বর্গ কিমি) : ৪,৪৫,৭৯,০০০

পৃথিবীর আয়তনের শতকরা হার : ৩০%

পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ৬০.৪০%

দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ৪৪

জাতিসংঘভূক্ত দেশ : ৪৪

সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এভারেষ্ট (৮৮৫০)

সর্বনিম্ন স্থান (মিটার) : মৃত সাগর (-৪০০)

 

আফ্রিকা :

আয়তন(বর্গ কিমি) : ৩,০০,৬৫,০০০

পৃথিবীর আয়তনের শতকরা হার : ২০.০%

পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ১৪.২৯%

দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ৫৩

জাতিসংঘভূক্ত দেশ : ৫৩

সর্বোচ্চ স্থান (মিটার) : কিলিমাঞ্জারো (৫৯৬৩)

সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আসাল (-১৫৬)

 

উত্তর আমেরিকা :

আয়তন(বর্গ কিমি) : ২,৪৪,৭৪,০০০

পৃথিবীর আয়তনের শতকরা হার : ১৬.৫%

পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ৭.৯৮%

দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ২৩

জাতিসংঘভূক্ত দেশ : ২৩

সর্বোচ্চ স্থান (মিটার) : ম্যাককিনলে (৬১৯৪)

সর্বনিম্ন স্থান (মিটার) :  ডেথ ভ্যালি (-৮৬)

 

দক্ষিন আমেরিকা :

আয়তন(বর্গ কিমি) : ১,৭৮,১৯,০০০

পৃথিবীর আয়তনের শতকরা হার : ১২%

পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ৫.৮২%

দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ১২

জাতিসংঘভূক্ত দেশ : ১২

সর্বোচ্চ স্থান (মিটার) : একাঙ্কাগুয়া (৬৯৫৯)

সর্বনিম্ন স্থান (মিটার) :  পেনিনসুলা (-৪০)

 

ইউরোপ :

আয়তন(বর্গ কিমি) : ৯৯,৩৮,০০০

পৃথিবীর আয়তনের শতকরা হার : ৬.৮%

পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ১১.০০%

দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ৪৮

জাতিসংঘভূক্ত দেশ : ৪৬

সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এলব্রাস (৫৬৩৩)

সর্বনিম্ন স্থান (মিটার) : কাস্পিয়ান সাগর (-২৮.০)

 

ওশেনিয়া :

আয়তন(বর্গ কিমি) : ৮৪,৮৪,৬২০

পৃথিবীর আয়তনের শতকরা হার : ৫.৮%

পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার : ০.৫১%

দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ১৪

জাতিসংঘভূক্ত দেশ : ১৪

সর্বোচ্চ স্থান (মিটার) : পুঁসাক জায়া (৪৮৮৪)

সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আয়ার (-১১৬)

 

এন্টার্কটিকা :

আয়তন(বর্গ কিমি) : ১,৩২,০৯,০০০

পৃথিবীর আয়তনের শতকরা হার : ৮.৯%

সর্বোচ্চ স্থান (মিটার) : ভিনসন ম্যাসিফ (৪৮৮৪)

সর্বনিম্ন স্থান (মিটার) : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ (-২৫৫.৫)

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top