৪০তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন ও সামধান

৪০তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন ও সামধান

০১| দ্বারা,দিয়া,কর্তৃক–বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
উত্তরঃ →ক(৩য়া বিভক্তি)

 

০২| “অভিরাম”শব্দের অর্থ কী?
উত্তরঃ →ঘ(সুন্দর)

→উপাধান অর্থ বালিশ
→অবিরাম অর্থ বিরামহীন

 

০৩| বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
উত্তরঃ →ঘ(খেলনা)
→বিশেষ্য গঠনে কৃৎ না প্রত্যয়

০৪| “Attested
উত্তরঃ →ক(সত্যায়িত বা প্রত্যায়িত)

 

০৫| কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ →ঘ(প্রোজ্জ্বল)

 

০৬| “জোছনা”কোন শ্রেণির শব্দ?
উত্তরঃ →ঘ(অর্ধ-তৎসম)

 

০৭| “জিজীবিষা” শব্দটি দিয়ে বোঝায়–?
উত্তরঃ →গ(বেঁচে থাকার ইচ্ছা)

 

০৮| “সর্বাঙ্গীণ”সঠিক প্রকৃতি-প্রত্যয়
উত্তরঃ →ঘ(সর্বাঙ্গ+ঈন/নীন প্রত্যয়)

 

০৯| অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়—?
উত্তরঃ →ঘ(কুম্ভিলকবৃত্তি)

 

১০| “ঊর্ণনাভ” শব্দটি দিয়ে বুঝায়—?
উত্তরঃ →ঘ(মাকড়সা)

 

১১| বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন?
উত্তরঃ →ঘ(বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)

 

১২|”কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে,
সন্ধ্যা বেলায় দীপ জ্বালায় আগে সকাল বেলায় সলতে পাকানো”বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
উত্তরঃ →গ(যোগাযোগ)

 

১৩| মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তরঃ →ক(একটি কালো মেয়ের কথা–তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
→তেইশ নম্বর তৈলচিত্র(১৯৬০) আলাউদ্দিন আজাদের ১ম উপন্যাস

 

১৪| “কালো বরফ”উপন্যাসটির বিষয় কী?
উত্তরঃ →ঘ(দেশভাগ)
→১৯৭৭ মাহমুদুল হক রচিত

 

১৫| “ঢাকা প্রকাশ”সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
উত্তরঃ →ক(কৃষ্ণচন্দ্র মজুমদার-১৮৬৪)

 

১৬| “জীবনস্মৃতি”কার রচনা?
উত্তরঃ →খ(রবীন্দ্রনাথের)

 

১৭| দীনবন্ধু মিত্রের “নীলদর্পণ” নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তরঃ →খ(মাইকেল মধুসূদন দত্ত)

 

১৮| “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যে ভালো হয়ে চলি’চরণ দুটির রচয়িতা?
উত্তরঃ →ঘ(মদনমোহন তর্কালঙ্কার)

 

১৯| চর্যাপদে কোন ধর্মমতের প্রাধান্য আছে?
উত্তরঃ →ঘ(বৌদ্ধধর্মের)

 

২০| “শরতের শিশির” বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ →ক(সুসময়ের বন্ধু)

 

২১| “শিবরাত্রির সলতে” বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ →গ(একমাত্র সন্তান)

 

২২| “প্রোষিতভর্তৃকা”–শব্দটির অর্থ?
উত্তরঃ →খ(যে নারীর স্বামী বিদেশে থাকে)

 

২৩| উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
উত্তরঃ →ঘ(বমনীপাদ)

 

২৪| উল্লিখিত কোন রচনাটি পুঁথিসাহিত্যের অন্তর্গত নয়?
উত্তরঃ →ক(ময়মনসিংহ গীতিকা)

 

২৫| জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত?
উত্তরঃ →ঘ(বৃন্দাবন দাস)→মধ্যযুগে শ্রীচৈতন্যদেবকে নিয়ে প্রথম জীবনীকাব্য লেখেন)

 

২৬| বৈষ্ণব পদাবলির সাথে কোন ভাষা সম্পর্কৃত?
উত্তরঃ →গ(ব্রজবুলি ভাষা)

 

২৭| জসীম উদদীনের রচনা কোন?
উত্তরঃ →ক(যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায়)

 

২৮| “কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না” উক্তি কোন উপন্যাসের?
উত্তরঃ →সম্ভবত ঘ(বঙ্কিমের রাজসিংহ)

 

২৯| ইয়ংবেঙ্গল গোষ্ঠিভুক্ত বিশেষ কে?
উত্তরঃ →ক(অক্ষয় কুমার দত্ত)

 

৩০| বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ →খ(১৯২১ সনে)

→কলকাতার তালতলা লেনের ৪ রুমের একটি দোতলা রুমে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে।কবিতাটিতে ১০টি স্থবক ও ১৪২টি চরণ রয়েছে।

 

৩১| “আগুন পাখি”উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ →খ(হাসান আজিজুল হক)

 

৩২| “একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে?
উত্তরঃ →গ(আলতাফ মাহমুদ)

 

৩৩| বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
উত্তরঃ →খ(কারক)

→ক্রিয়াপদের সাথে নাম বা অন্যান্যপদে সম্পর্ক

 

৩৪| “গীর্জা” কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তরঃ →পর্তুগিজ শব্দ)

 

৩৫| কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
উত্তরঃ →ক(ঐচ্ছিক-অনাবশ্যিক)
→সঠিক→ঐচ্ছিক-আব্যশিক)

 

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলীর উত্তরঃ

১. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
উঃ ১৯৪৮ সালে
২. OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উঃ ২য় শীর্ষ সম্মেলনে
৩. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারতসম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
উঃ বালাকোট
৪.নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে?
উঃ ভারত
৫. দ্যা আইডিয়া অব জাস্টিস – গ্রন্থের রচয়িতা কে?
উঃ অমর্ত্য সেন
৬. শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিচ দেওয়া হয়েছে?
উঃ হাম্বানটোটা
৭. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
উঃ কিউবা
৮. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Tge 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য রয়েছে?
উঃ১৭ টি
৯. ‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
উঃ জলবায়ু পরিবর্তন
১০.জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৮২ সালে
১১.বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন(ডিসেম্বর ২০১৮)
উঃ কাটোউইস, পোল্যান্ড
১২. Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উঃ উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া
১৩. BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে —
উঃ New Development Bank(NDB)
১৪. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
উঃ জিবুতি
১৫.নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
উঃ BIMSTEC
১৬. নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
উঃ NAM
১৭. জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়?
উঃ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য
১৮. মিনস্ক কোন দেশের রাজধানী?
উঃ বেলারুশ
১৯. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়?
উঃ ফেব্রুয়ারি, ২০১৯ সালে
২০. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
উঃ??????

40th BCS Preli. (English Solution: Set: 2):

  1. ‘The Rape of the Lock’ by Alexander Pope is a / an —
    Ans: a) ballad
  2. Which of the following is not an American poet?
    Ans: b) W. B Yeats
  3. William Shakeaeare was born in —-
    Ans: c) 1564
  4. Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death of —–
    Ans: c) Arthur Henry Hallam
  5. Change the Voice: ‘Who is calling me?’
    Ans: c) By whom am I being called?
  6. ‘You look terrific in that dress!’
    Ans: a) excellent
  7. Someone who is capricious—–
    Ans: d) known for sudden changes in attitude or behavior
  8. Which of the following words is masculine?
    Ans: b) lad
  9. A man whose wife has died is called a —-
    Ans: b) widower
  10. Which word is similar to ‘appal’
    Ans: c) dismay
  11. Which word means the opposite of ‘death’?
    Ans: b) abundance
  12. Identify the word which remains the same in its plural
    Ans: a) aircraft
  13. Identify the determiner in the following sentence:
    ‘I have no news for you.’
    Ans: c) no
  14. ‘A lost opportunity never returns.’ Here ‘lost’ is a —-
    Ans: d) participle
  15. The saying ‘enough is enough’ is used when you want —-
    Ans: b) something to stop
  16. He ran with great speed.
    Ans: b) Adverbial clause
  17. ‘We must not be late, else we will miss the train.’
    Ans: b) Complex sentence
  18. Identify the word which is spelt incorrectly.
    Ans: a) Consciencious
  19. An extra message added at the end of a letter after it is signed is called —–
    Ans: b) postscript
  20. ‘Sweet Helen’ make me immortal with a kiss.’
    The sentence has been taken from the play—-
    Ans: c) Doctor Fautus
  21. ‘What’s in a name? That which we call a rose by any other name would smell as sweet’ –Who said this?
    Ans: a) Juliet
  22. ‘Mans’s love is of man’s life a thing apart. Tis woman’s whole exixtance.’ — This is taken from the poem of —-
    Ans: b) Lord Byron
  23. Who translated the ‘Rubaiyat of Omar Khayyam’ into Englihs?
    Ans: b) Edwarde Fitzgerald
  24. ‘Ulysses’ is a novel written by —
    Ans: d) James Joyce
  25. The short story ‘The Diamond Necklace’ was written by —
    Ans: a) Guy de Maupassant
  26. ‘All the perfumes of Arabia will not sweeten this little hand.’ — Who said this?
    Ans: b) Lady Macbeth
  27. ‘Where are the songs of Spring? Aye, where where are they?
    Think not of them, thou hast thy music too.’ — Who wrote this?
    Ans: c) John Keats
  28. Who is the central character of ‘Wuthering Heights’ by Emily Bronte?
    Ans: c) Heathcliff
  29. ‘The old order changeth, yielding place to new.’ This line is extracted from Tennyson’s poem —-
    Ans: d) Morte d’ Arthur
  30. Who wrote the poem ‘The Good-Morrow’?
    Ans: c) John Donne
  31. ‘Please write to me at the above address.’
    Ans: b) adjective
  32. In which sentence is the word ‘past’ used as a preposition?
    Ans: d) Tania was a wonderful singer, but she’s past her past.
  33. The word ‘siblings’ means —
    Ans: c) a brother or sister
  34. As she was talking, he suddenly broke —- , saying, ‘That’s a lie!
    Ans: b) in
  35. You may go for a walk if you feel —– it.
    Ans: like

40th BCS question solution সাধারণ জ্ঞান সমাধানঃ

১.আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? উত্তরঃ -১৪৯৪-১৫১৯

২. প্রাচীন বাংলা মৌর্য শাসন এর প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ -চন্দ্রগুপ্ত মৌর্য্য

৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন- উত্তরঃ  পর্তুগীজরা

৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশকে ভেটো প্রদান করেছিল/- উত্তরঃ  যুক্তরাষ্ট্র

৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল এর অন্তর্ভুক্ত করা হয়েছে?- উত্তরঃ  পঞ্চম তফসিল

৬.‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?- উত্তরঃ  লর্ড কার্জন

৭. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?- উত্তরঃ  ভাওয়াল ও মধুপুরের

৮. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?- উত্তরঃ  ফরিদপুর

৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ- উত্তরঃ  ২ কোটি ১১ লক্ষ একর।

১০.‘ গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?- উত্তরঃ  ময়মনসিংহ

১১.২০১৮ সালে বাংলাদেশের per capital GDP – উত্তরঃ  ১৭৫১ ডলার

১২.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়- উত্তরঃ  ১৯৭৪

১৩. INCLUSIVE DEVELOPMENT INDEX এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশর অবস্থান- উত্তরঃ প্রথম স্থান

১৪. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়- উত্তরঃ ৪১ বিলিয়ন মার্কিন ডলার

১৫. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন- উত্তরঃ  যুক্তরাষ্ট্র

১৬.২০১৮ সালে বাংলাদেশ জিটিভিতে শিল্প খাতের অবদান ছিল- উত্তরঃ  33.66 %

গণিত অংশের উত্তরঃ

Question 161
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
A 0.4
B 9
C 5.6̇39̇
D 2748
ব্যাখ্যা:

Question 162
নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
A ৪৮
B ৫৪
C ৫৮
D ৬০
ব্যাখ্যা:এখানে, ৩ – ১= ২, ৪ – ২ = ২, ৫ -৩ = ২ এবং ৬ -৪ = ২। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু অপেক্ষা ২ কম। এখন, ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু = ৬০ ∴ নির্ণেয় সংখ্যাটি = (৬০ – ২) = ৫৮

Question 163
পনির ও তপনের আয়ের অনুপাত 4:3 । তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4 । পনিরের আয় 120 টাকা হলে, রবিনের আয় কত?
A 36 টাকা
B 12 টাকা
C 72 টাকা
D 48 টাকা
ব্যাখ্যা:

Question 164
৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে- আসলে ৫৫৮ টাকা হবে?
A ৩ বছরে
B ৪ বছরে
C ৫ বছরে
D ৬ বছরে
ব্যাখ্যা:

Question 165
একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয় মূল্য-
A ৬০০০ টাকা
B ৫০০০ টাকা
C ৪০০০ টাকা
D ৮০০০ টাকা
ব্যাখ্যা:

Question 166
০৯৩০৪৩০৯০৪(০.৯)৩+(০.৪)৩০.৯+০.৪ এর মান কত?
A ০.৩৬
B ০.৫১
C ০.৮১
D ০.৬১
ব্যাখ্যা:০৯৩০৪৩০৯০৪(০.৯)৩+(০.৪)৩০.৯+০.৪০৯০৪০৯২০৯০৪০৪২০৯০৪=(০.৯+০.৪){(০.৯)২−(০.৯×০.৪)+(০.৪)২}(০.৯+০.৪)[∵a3+b3=(a+b)(a2−ab+b2)]০৮১০৩৬০১৬=০.৮১–০.৩৬+০.১৬০৯৭০৩৬=০.৯৭–০.৩৬০৬১=০.৬১

Question 167
3x-2>2x-1 এর সমাধান সেট কোনটি?
A [ 1,∞ )
B ( 1,∞ )
C [1/2,∞ )
D [- 1,∞ )
ব্যাখ্যা:

Question 168
6×2−7x−4=0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
A বাস্তব ও সমান
B বাস্তব ও অসমান
C অবাস্তব
D পূর্ণ বর্গ সংখ্যা
ব্যাখ্যা:6×2−7x−4=0 সমীকরণটিকে ax2+bx+c=0 সমীকরণের সাথে তুলনা করে পাই, a=6,b=−7 এবং c= -4 ∴b2−4ac=(−7)2−4×6(−4) =40+96=145>0 যেহেতু b2−4ac>0 তাই সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও অসমান।

Question 169
যদি x4−x2+1=0 হয় , তবে x3+1×3=?
A 3
B 2
C 1
D 0
ব্যাখ্যা:x4−x2+1=0⇒x4+1=x2⇒x4+1×2=1⇒x2+1×2=1⇒(x+1x)2−2.x.+1x=1⇒(x+1x)2=3⇒x+1x=3∴x3+1×3=(x+1x)3−3.x.1x(x+1x)=(3)3−33=33−33=0

Question 170
xxx=(xx)x হলে, x এর মান কত?
A 3/2
B 4/5
C 9/4
D 2/3
ব্যাখ্যা:Back Solve Method প্রয়োগ করে x=9/4 বিবেচনা করি-L.H.S=xxx=(94)9494=(94)9432=(94)(32)2×32=(94)(32)3=(32)278=(94)2×278=(32)274R.H.S=(xx)x=(9494)94=(94×32)94=(32×322×2)94=(32)3×94=(32)274∴L.H.S=R.H.Sসুতরাং, সঠিক উত্তর (গ)

Question 171
কোন শর্তে loga1=0?
A a> 0,a≠1
B a≠0,a>1
C a>0,a=1
D a≠1,a<0 ব্যাখ্যা:loga1=0? হবে যখন, a>0 এবং a≠1 (স্বতঃসিদ্ধ) ।

Question 172
চিত্রে, ∠PQR=55°,∠LRN=90° এবং PQ||MR,PQ=PR হলে, ∠NRP এর মান নীচের কোনটি?
A 90°
B 55°
C 45°
D 35°
ব্যাখ্যা:চিত্রে ∆ PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন, ∆ PQR- এর যেহেতু PQ= PR, তাই ∠PQR=∠PRQ ∴∠PQR=∠PRQ=55° আবার, ∠LRN=∠NRQ=90° ∴∠NRP=90°-∠PRQ =90-55° =35°
Question 173
P={x:x,12 এর গুণনীয়কসমূহ} এবং Q={x:x,3 এর গুণিতক এবং x≤12} হলে, P-Q কত?
A {1,2,4}
B {1,,3,4}
C {1,3,6}
D {1,2,6}
ব্যাখ্যা:এখানে, P={ 1,2,3,4,6,12} আবার, Q={3,6,9,12} [যেহেতু x≤12] ∴P-Q={1,2,3,4,6,12}-{3,6,9,12} ={ 1,2,4}

Question 174
πcos(⁡nπ2) অনুক্রমটির চতুর্থ পদ কোনটি?
A -1
B 1
C 1/2
D 0
ব্যাখ্যা:ধারাটির চতুর্থ পদ = cos⁡(4π/2) [∵n=4] =cos⁡2π =cos360° [∵π=180]=1

Question 175
৬ জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়?
A ১০
B ২০
C ৬০
D ১২০
ব্যাখ্যা:প্রতি দলে ৩ জন খেলোয়ার নিয়ে মোট বিভক্ত করা যায় ২৩৩২=(২×৩)!(৩!)২ উপায়ে ৬৩২=৬!(৩!)২ উপায়ে ৬৫৪৩২৩৬=(৬×৫×৪×৩×২)৩৬উপায়ে = ২০ উপায়ে অথবা ৬৩৬৩৩৬C৩=৬!৩!৩! ৬৫৪৩৩৩২=৬×৫×৪×৩!৩!×৩×২ = ২০ উপায়ে
Question 176
শুদ্ধ বানান কোনটি?
A অধোগতি
B অধঃগতি
C অধগতি
D অধোঃগতি
ব্যাখ্যা:অ- কারের পরস্থিত স্ – জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যাঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ- কার ও স্- জাত বিসর্গ উভয় স্থলে ও- কার হয়। যেমন- অধঃ + গতি = অধোগতি, মনঃ + গত = মনোগত, বয়ঃ + জ্যেষ্ঠ = বয়োজ্যেষ্ঠ , সদ্যঃ + জাত = সদ্যোজাত ইত্যাদি।

Question 177
সঠিক বানান কোনটি?
A Indwelling
B Indwling
C Indweling
D Indeulling
ব্যাখ্যা:উল্লেখিত অপশনগুলোর মধ্যে সঠিক বানানটি হলো: Indwelling যার অর্থ হচ্ছে: ভিতরে বাসকারী, ভিতরে আছে এমন ইত্যাদি।
Question 178
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’- মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
A ‘ধ’
B ‘ন’
C ‘প’
D ‘ল’
ব্যাখ্যা:ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম সুতরাং ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি হলো ‘ন’।

Question 179
যদি ABC = ZYX হয়, তবে GIVV= ?
A TERE
B TEER
C TREE
D FREE
ব্যাখ্যা:

Question 180
‘UNICEF′− এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
A

B

C

D

ব্যাখ্যা:
আয়নায় যেকোনো শব্দকে উল্টো দেখায় বলে UNICEF শব্দটির উল্টো রূপ হবে (খ)

Question 181
রাস্তার সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে-
A ঠেলে নিয়ে যাওয়া হয়
B টেনে নিয়ে যাওয়া হয়
C তুলে নিয়ে যাওয়া হয়
D সমান সহজ হয়
ব্যাখ্যা:

Question 182
“.১×.০১×.০০১= ?”
A ১.০০০১
B .১০০০১
C .০০০০১
D .০০০০০১
ব্যাখ্যা:১০১০০১.১×.০১×.০০১১১০১১০১১০০০=১১০×১১০×১১০০০১১০০০০০০=১১০০০০০০০০০০০০১=০.০০০০০১
Question 183
যদি চ ×G = ৪২ হয় তবে J× ট =?
A ১২০
B ৯২
C ১১৫
D ১১০
ব্যাখ্যা:[Note : চ ×G = ৪২ হলে উত্তর হবে (ঘ) ১১০ চ ×G = ৪২ [যেখানে চ বাংলা ব্যঞ্জনবর্ণের ৬ষ্ঠ এবং G ইংরেজী বর্ণমালার ৭ম বর্ণ। তাই, চ ×G = ৬×৭= ৪২] এখন, J × ট = ১০×১১ = ১১০ ∴ সঠিক উত্তর হবে (ঘ) ১১০।

Question 184

B

C

D

ব্যাখ্যা:
প্রথম বৃত্তে পরস্পর বিপরীত দিকে দুটি তীর চিহ্ন রয়েছে। যেখানে দ্বিতীয় ও তৃতীয় বৃত্তে পরস্পর বিপরীত দিকে একটি করে তীর চিহ্ন রযেছে। একইভাবে যেহেতু চতুর্থ চিত্রটির ত্রিভুজে পরস্পর বিপরীত দিকে দুটি ছোট বৃত্ত রয়েছে। তাই পঞ্চম চিত্রটিতে যে দিকে ছোট বৃত্ত রয়েছে ষষ্ঠ চিত্রটিতে তার বিপরীত দিকে ছোট বৃত্ত থাকবে। অর্থাৎ সঠিক উত্তর হবে (ক)

Question 185

A

B

C

D

ব্যাখ্যা:


উপরের সংখ্যার ধারাটিতে সাধারণ অন্তর হলো 2। সুতরাং ৩য় সংখ্যাটি 5 হলে ৪র্থ সংখ্যাটি হবে 7। একইভাবে নিচের ধারা অনুসারে ৪র্থ বর্ণটি হবে G । ∴ সঠিক উত্তর হবে:

Question 186

A

B

C

D

ব্যাখ্যা:
এখানে দেখা যাচ্ছে প্রশ্নটির প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে চিত্রটি বসলে, তা উপরের চিত্রের সাথে মিলে যাবে। তখন চিত্রটি দাঁড়াবে

Question 187
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
A আয়ত্তাধীন, অহোরাত্রি, অদ্যপি
B গড্ডালিকা, চিন্ময়, কল্যান
C গৃহন্ত, গণনা, ইদানিং
D আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি
ব্যাখ্যা:অশুদ্ধ শব্দসমূহের শুদ্ধরূপ হচ্ছে – আয়ত্ত/অধীন, অদ্যাপি, অহোরাত্র, গড্ডলিকা, কল্যান, গৃহস্থ, ইদানীং।

Question 188
ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি রাখতে হবে?
A ১২০
B ১৪০
C ১৬০
D ৮০
ব্যাখ্যা:ধরি ভর ক কেজি ∴ ১০০ × ৭ = ৫ × ক বা ক = ৭০০৫ ∴ ক = ১৪০

Question 189
একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?
A ১৭
B ২৮
C ২১
D ২০
ব্যাখ্যা:

সুশাসন নৈতিকতা অংশ সমাধানঃ

১। তথ্য পাওয়ার অধিকার = উত্তরঃ  রাজনৈতিক অধিকার ( রাষ্ট্রের সাথে সম্পর্কিত , রাষ্ট্র যদি ইচ্ছা করে আপনাকে কোনো তথ্য দিবে না তাহলে করার কিছু নাই , যেহেতু সংবিধানের ৩য় ভাগে নেই তাই ধরে নেয়া যায় – রাজনৈতিক অধিকার । তবে বাংলাদেশের তথ্য অধিকার আইনে মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা আছে । এখন পরীক্ষক যেটা নেয় আরকি )
২। বাংলাদেশে ‘নব্য-নৈতিকতা’র প্রবর্তক হলেন = উত্তরঃ আরজ আলী মাতব্বর
৩। আমরা যে সমাজেই বসবাস করি না কেন না কেন, আমরা সকলেই নাগরিক হওয়ার প্রত্যামা করি। এটি
= উত্তরঃ রাজনৈতিক সামাজিক অনুশাসন ( এরিস্টটলের সেই বিখ্যাত উক্তি > মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব)
৪। সভ্য সমাজের মানদণ্ড হলো = উত্তরঃ আইনের শাসন
৫।বিপরীত বৈষম্য – এর নীতিটি প্রয়োগ করা হয় = উত্তরঃ নারীদের ক্ষেত্রে ( লিঙ্গবৈষম্য এর কথা হর হামেশায় শোনা যায়)
৬। মূল্যবোধের চালিকা শক্তি = উত্তরঃ সংস্কৃতি ( সংস্কৃতির কারণেই বিভিন্ন দেশের মূল্যবোধ বিভিন্ন হয়)
৭। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে = উত্তরঃ বিনিয়োগ বৃদ্ধি পায়
৮। মূল্যবোধ হলো = উত্তরঃ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি মানদন্ড
৯। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য = উত্তরঃ  মৌলিক স্বাধীনতার উন্নয়ন ( এটা কনফিউশিং প্রশ্ন , পরীক্ষকের উপর নির্ভর করবে )
১০ । সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য = উত্তরঃ  নিয়মিত কর প্রদান করা

তথ্য প্রযুক্তিঅংশের সমাধানঃ

১। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তরঃ (OCR)
২। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদন করে? উত্তরঃ (Complier)
৩। নীচের কোনটি একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? উত্তরঃ (Touch Screen)
৪। নিচের কোনটি Octal number নয়? উত্তরঃ (101)
৫। একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়? উত্তরঃ (Tables)
৬। Bluetooth কিসের উদাহরণ? উত্তরঃ (virtual Private Network)
৭। মোবাইল ফোনে কোন Mode এ যোগাযোগ হয়? উত্তরঃ  (Full-duplex)
৮। Time-shared OS এর জন্য কোন Schedeuling Policy সবচেয়ে ভাল? উত্তরঃ (Round-robin)
৯। প্রথম web browser কোনটি? উত্তরঃ (World Wide Web)
১০। Social Networking Site এ যোগাযোগ এ কোন media ব্যবহৃত হয়? উত্তরঃ [সবগুলো (image/video, Audio,text)]
১১। Firewell কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়? উত্তরঃ (Virus attacks)
১২। TV remote এর Carrier frequency’র range কত? উত্তরঃ (Infra-red range এর)
১৩। CPU কোন address generate করে? উত্তরঃ (Both Physical & Logical addresses)
১৪। H-323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? উত্তরঃ (VoIP)

৪০ তম বি.সি.এস ২০১৯ এর সাধারণ বিজ্ঞান সমাধান

১)নিম্নের কোনটি পাললিক শিলা– উত্তরঃ (কয়লা)
২)সোডিয়া এসিটেটের সংকেত– উত্তরঃ (CH3COONa)
৩)খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহন করে– উত্তরঃ (CO2)
৪)Cl মৌলের নিউওট্রন সংখ্যা — উত্তরঃ (১৮)
৫)অ্যাানোড কোন বিক্রিয়া সম্পন্ন করে? উত্তরঃ  (জারন)
৬)একটি বাল্বে 60W-220V লেখা আছে,বাল্বটির রোধ-  উত্তরঃ (৮০৬.৬৭ ওহম)
৭)নবায়নযোগ্য জ্বালানি উতস- উত্তরঃ (বায়ুগ্যাস)
৮)কার্বোহাইড্রেড C,H,O এর অনুপাত-  উত্তরঃ (১ঃ২ঃ১)
৯)AC কে DC করার যন্ত্রঃ- উত্তরঃ  (রেকটিফায়ার)
১০)বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম – উত্তরঃ  (হাইগ্রোমিটার)
১১)কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়? উত্তরঃ  (ক্রোমাপ্লাস্ট)
১২)নিচের কোনটি অকটাল নাম্বার নয়- উত্তরঃ  (১৯)
১৩)একটি রিলেশন ডাটাবেস মডেল নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়- উত্তরঃ (এট্রিবিউট)
১৪)ব্লুটুথ কিসের উদাহরন? – উত্তরঃ (PAN)
১৫)মোবাইল ফোন কোন মোডে যোগাযোগ হয়?- উত্তরঃ Full-duplex
১৬)নীচের কোনটি ৫২ এর বাইনারি রুপ- উত্তরঃ (০১০১০০১০)
১৭)প্রথম web browser কোনটি? উত্তরঃ (Internet Explorer)
১৮)CPU কোন address generate করে? উত্তরঃ (লজিকেল এড্রেস)
১৯)মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য কনটি ব্যাভৃত হয়? উত্তরঃ (স্কেনার)
২০)এইচ৩২৩ প্রটোকল কি কাজে ব্যবহৃত হয়?  উত্তরঃ (ভয়েপ)
২১)নীচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ন প্রোগ্রামকে একবার অনুবাদ ও সম্পাদান করে? উত্তরঃ (কম্পাইলার)
২২)একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে উত্তরঃ (টাচ স্ক্রিন)

 

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!