গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০০৮ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি জুন)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০০৮ প্রশ্ন ও উত্তর (জানুয়ারি জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০০৮

জানুয়ারি জুন – ২০০৮ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া ( বিষয় কোড :- ৮১)

 

১। Quark Xpress কোন ধরনের Graphics?

(ক)Vector Graphics

(খ)Text Editing Graphics

(গ)Raster Graphics

(ঘ)Vector Rester Graphics

উত্তর🙁)Text Editing Graphics

২।Quark Express file Extension কী

(ক).Qai

(খ).QPSd

(গ).QXPd

(ঘ).QXd

উত্তর🙁).QXd

৩। Content Tool এর আর এক নাম কী?

(ক)Editing Text Tool

(খ)Formating Text Tool

(গ)Alignment Text Tool

(ঘ)Character Text Tool

উত্তর🙁)Editing Text Tool

৪।Quark Express Formatting Palette কয় ধরনের Alingment Box আছে

(ক)3

(খ)5

(গ)4

(ঘ)6

উত্তর🙁)6

৫।Go To Page এর কাজ কী

(ক)নির্দিষ্ট Text Box এ যেতে

(খ)নির্দিষ্ট Column এ যেতে

(গ)নির্দিষ্ট কোন Paragraph এ যেতে

(ঘ)নির্দিষ্ট কোন Page এ যেতে

উত্তর🙁)নির্দিষ্ট কোন Page যেতে

৬। Lock এর শর্টকাট Key কী?

(ক)Shift+L

(খ)Ctrl+L

(গ)Alt+L

(ঘ)↓+L

উত্তর🙁)Alt+L

৭।Horizontal Centred Alignment শর্টকাট Key কী?

(ক)Shift+Ctrl+C

(খ)Shift+Alt+C

(গ)Ctrl+Shift+C

(ঘ)Ctrl+Alt+C

উত্তর🙁)Shift+Ctrl+C

৮।নিচের কোন Fike Extension টি Picture Format নয়

(ক)Bitmap

(খ)MPEG

(গ)TIFF

(ঘ)JPEG

উত্তর🙁)Bitmap

৯।Automatic page number এর কাজ কী

(ক)স্বয়ংক্রীয়ভাবে Document number দেয়া

(খ)স্বয়ংক্রিয়ভাবে Page number দেয়া

(গ)Text Box এ Number দেয়া

(ঘ)Content এ Number দেয়া

উত্তর🙁)স্বয়ংক্রিয়ভাবে Page number দেয়া

১০।Quark Express Kerning and Tracking অপশন আছে– 

(ক)৫টি

(খ)২টি

(গ)৪টি

(ঘ)৩টি

উত্তর🙁)৪টি

১১। Adobe Illustrator কোন ধরনের প্রোগ্রাম?

(ক)Database Software

(খ)Accounting Software

(গ)Graphics Software

(ঘ)System Softwaare

উত্তর🙁)Graphics Software

১২।Illustrator যকুমেন্টে রূলার ব্যবহারের কমান্ড কোনটি

(ক)Edit⇒Show Roulers

(খ)Window⇒Show Roulers

(গ)View⇒Show Roulers

(ঘ)Insert⇒Show Roulers

উত্তর🙁)ViewShow Roulers

১৩।নিচের কোনটির মাধ্যমে Artwork এর Colour ,Stroke ইত্যাদী বিভিন্ন অপশন পরিবর্তন করে Edit করা যায়?

(ক)Blend

(খ)Palette

(গ)Layer

(ঘ)Path

উত্তর🙁)Layer

১৪।Document Lock করলে– 

(ক)Image নড়াচড়া করা যায় না

(খ)Image নড়াচড়া করা যায়

(গ)Image কপি করা যায়

(ঘ)Image মুছে ফেলা যায়

উত্তর🙁)Image নড়াচড়া করা যায় না

১৫।নিচের কোনটি মেশ টুলের কাজ

(ক)একাধিক রঙের সংমিশ্রণে ইফেক্ট তৈরি করা

(খ)ইমেজকে ছোট করা

(গ)ইমেজে বর্ডার দেয়া

(ঘ)রঙিন ইমেজকে সাদা কালো করা

উত্তর🙁)একাধিক রঙের সংমিশ্রণে ইফেক্ট তৈরি করা

১৬। Magenta ১০০% এবং Yellow ১০০ এর মিশ্রণে কোন রং তৈরি হয়?

(ক)Yellow

(খ)Black

(গ)Red

(ঘ)Cyan

উত্তর🙁)Black

১৭।একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করার জন্য কোন অপশনটি ব্যবহৃত হয়

(ক)Trim

(খ)Divide

(গ)Exclude

(ঘ)Unite

উত্তর🙁)Unite

১৮।Illustrator ডকুমেন্টে টুলবার না থাকলে কীভাবে তা আনতে হয়

(ক)Edit-Show tool

(খ)Window-Show Tools

(গ)View-Show Tools

(ঘ)Insert-Show Tools

উত্তর🙁)View-Show Tools

১৯।Illustrator ডিফল্ট Artboard এর মাপ কত

(ক)6”x 12”

(খ)8.5“ x 11“

(গ)8.5“ x 10“

(ঘ)6“ x 10“

উত্তর:8.5“ x 11“

২০।কোন টুলটি Artwork কে ড্রাগ বা স্ক্রলিং করে ডান/বাম বা উপর/নিচ করার কাজে ব্যবহার করা হয়

(ক)Zoom Tool

(খ)Eye Tool

(গ)Hand Tool

(ঘ)Transform

উত্তর🙁)Hand Tool

২১।এডোবি ফটোশপ প্রোগ্রামে কয়টি প্যালেট রয়েছে

(ক)অসংখ্য

(খ)তেরটি

(গ)বারটি

(ঘ)দশটি

উত্তর🙁)তেরটি

২২। ফটোশপে কমান্ড অপশন সম্বলিত কয়টি মেনু রয়েছে?

(কেআটটি

(খ)নয়টি

(গ)সাতটি

(ঘ)ছয়টি

উত্তর🙁)নয়টি

২৩।সিলেকশনের……………নির্ধারণ করা যায়। 

(ক)মসৃণতা

(খ)সঠিকতা

(গ)নির্ভরযোগ্যতা

(ঘ)সহজবোধ্যতা

উত্তর🙁)সঠিকতা

২৪। Stroke কমান্ডে ফরগ্রাউন্ড কালার হিসাবে কোন রং ব্যবহার করা হয়?

(ক)কালো

(খ)লাল

(গ)সবুজ

(ঘ)সাদা

উত্তর🙁)কালো

২৫। ফটোশপে কাজের সুবিধার্থে ভিন্ন ভিন্ন ইমেজ বা কাজকে ভিন্ন ভিন্ন লেভেলে রাখা হয়। ভিন্ন ভিন্ন লেভেলকেই বলা হয়

(ক)নোটস

(খ)এনোটেশন

(গ)স্লাইস

(ঘ)লেয়ার

উত্তর🙁)লেয়ার

২৬। ইমেজের অংশবিশেষকে…………করা যায়।

(ক)Flip

(খ)Save

(গ)View

(ঘ)Preview

উত্তর🙁)Flip

২৭.Zoom Out এর কাজ কী?

(ক)ইমেজকে বড় করা

(খ)ইমেজকে ছোট করা

(গ)ইমেজের কিছু অংশ বাদ দেয়া

(ঘ)ওপরের কোনটিই নয়

উত্তর🙁)ইমেজকে বড় করা

২৮। DCS এর পূর্ণনাম কী?

(ক)Desktop Color Setup

(খ)Desktop Color Supply

(গ)Desktop Color Select

(ঘ)Desktop Color Seperation

উত্তর🙁)Desktop Color Seperation

২৯।দু.বা ততোধিক রং শুরূ হয়ে ক্রমশ মিশ্রিত হওয়াকে কী বলে

(ক)গ্রেডিয়েন্ট

(খ)সোয়াচেস

(গ)পয়েন্টার

(ঘ)স্লাইডার

উত্তর🙁)গ্রেডিয়েন্ট

৩০।পেইন্ট ব্রাশ টুল ব্যবহার করা হয় কোন কাজের জন্য

(ক)সেভ করার জন্য

(খ)ড্রয়িং করার জন্য

(গ)ইমেজ সুন্দর করার জন্য

(ঘ)দু’টো ইমেজকে একসাথে যুক্ত করার জন্য

উত্তর🙁)ইমেজ সুন্দর করার জন্য

৩১। type mask tool দিয়ে কী কাজ করা হয়

(ক)হরিজন্টালি লেখা যায়

(খ)সিলেকশন বর্ডার তৈরি করা যায়

(গ)ভার্টিকালি লেখা যায়

(ঘ)ভার্টিক্যাল টাইপ মাস্ক তৈরি করা যায়

উত্তর🙁)ভার্টিক্যাল টাইপ মাস্ক তৈরি করা যায়

৩২। ইমেজকে ক্রমশ যে স্কেলে পরিবর্তন করা যায় কোন Tool ব্যবহার করে?

(ক)Dodgle tool

(খ)Burn Tool

(গ)Sponge Tool

(ঘ)Path Tool

উত্তর🙁)Sponge Tool

৩৩।কোন Tool ব্যবহার করলে ইমেজের যে অংশে ড্রাগ করা হবে, অংশটির পিক্সেল আবছা করে বের হয়ে প্রান্ত সীমায় ছড়িয়ে যাবে

(ক)History Brush Tool

(খ)Patch Tool

(গ)Smudge Tool

(ঘ)Dodge Tool

উত্তর🙁)History Brush Tool

৩৪।Blur Tool ব্যবহারের ফলে কী হবে

(ক)অপশন বার প্রদর্শিত হবে

(খ)মেনু বার প্রদর্শিত হবে

(গ)Brush বার প্রদর্শিত হবে

(ঘে)আউটপুটবার প্রদর্শিত হবে

উত্তর🙁)অপশন বার প্রদর্শিত হবে

৩৫। কোন কমান্ড দিয়ে গ্রেস্কেলে ইমেজকে সাদা কালোতে রূপান্তরিত করা যায়?

(ক)Posterize কমান্ড

(খ)Variations কমান্ড

(গ)Threesold কমান্ড

(ঘ)Equalize কমান্ড

উত্তর🙁)Posterize কমান্ড

৩৬।ফটোশপে অ্যংকর পয়েন্ট কয় প্রকার?

 

(ক)৭ প্রকার

(খ)৪ প্রকার

(গ)৫ প্রকার

(ঘ)৩ প্রকার

উত্তর: প্রকার

৩৭।ইন্টারলেশ কী প্রদর্শন করে?

 

(ক)লো রেজুলেশন ভার্সন

(খ)লো কাপাসিট্যান্স ভার্সন

(গ)হাই ভার্সন

(ঘ)কোনটিই নয়

উত্তর:লো রেজুলেশন ভার্সন

৩৮।Lossy এই অপশনটি কেবলমাত্র…………..

 

(ক)Web ফরমেটের জন্য

(খ)GIF ফরমেটের জন্য

(গ)MAC ফরমেটের জন্য

(ঘ)Windows ফরমেটের জন্য

উত্তর🙁)GIF ফরমেটের জন্য

৩৯।fps বলতে কী বুঝায়?

 

(ক)Frames per second

(খ)film per second

(গ)fact per second

(ঘ)foot per second

উত্তর:Frames per second

৪০।ম্যাক্সিমাম মুভি ফ্রেম এর সাইজ কত?

 

(ক)2000 X 2400

(খ)2880X2880

(গ)3200X320

(ঘ)5000X4000

উত্তর🙁)2000 X 2400

৪১।গ্রেডিয়েন্ট বলতে কী বুঝায়?

 

(ক)একাধিক রং এর মিশ্রণ

(খ)কেবলমাত্র দুটি রং এর মিশ্রণ

(গ)শুধুমাত্র লাল ও সবুজ রং এর মিশ্রণ

(ঘ)সাদা এবং কালো রং এর মিশ্রণ

উত্তর🙁)একাধিক রং এর মিশ্রণ

৪২। MP3 বলতে কী বুঝায়?

 

(ক)সাউন্ড ফাইল

(খ)সাউন্ড প্লেয়ার

(গ)মুভি ফাইল

(ঘ)মুভি প্লেয়ার

উত্তর:সাউন্ড ফাইল

৪৩।MPEG কী?

 

(ক)Mixed Picture Export Graphics

(খ)Mixed Picture Export Group

(গ)Motion Picture Export Group

(ঘ)Motion Picture Expert Group

উত্তর🙁)Mixed Picture Export Graphics

৪৪।WWW কী?

 

(ক)World Wide Web

(খ)World Wide Week

(গ)World Wide Wave

(ঘ)World Wide War

উত্তর🙁)World Wide Web

৪৫।তারবিহীন ইন্টারনেট Connection কোনটি?

 

(ক)Internet Explorer

(খ)Dial-Up

(গ)Broadband

(ঘ)GPRS

উত্তর🙁)GPRS

৪৬।কোনটি সঠিক Web Address?

 

(ক)www.yahoo.com

(খ)www@yahoo.com

(গ)www.yahoo@com

(ঘ)www@yahoo@com

উত্তর🙁)www.yahoo.com

৪৭। NIC কী?

 

(ক)Network Internet Connection

(খ)Network Interface Card

(গ)Network Internet Card

(ঘ)Network Internal Connection

উত্তর🙁)Network Interface Card

৪৮।URL কী?

 

(ক)Unifiel Radio Link

(খ)Undefined Radio Link

(গ)Uniform Rescource Locator

(ঘ)Unordered Rescource List

উত্তর🙁)Uniform Rescource Locator

৪৯।TLB কী?

(ক)Top Line Border

(খ)Total Line Break

(গ)Top-Left-Bottom

(ঘ)Top-Left-Border

উত্তর🙁)Top Line Border

৫০।কোনটি E-Mail Account তৈরির ওয়েবসাইট?

(ক)Yahoo

(খ)Google

(গ)nokia

(ঘ)bteb

উত্তর:Yahoo

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!