গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৩ প্রশ্ন ও উত্তর (জুলাই-সেপ্টেম্বর)

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৩ প্রশ্ন ও উত্তর (জুলাই-সেপ্টেম্বর)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৩

জুলাই-সেপ্টেম্বর ২০১৩ সেশন

বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া

 

১।E-mail কী?

(ক)Electrical mail

(খ)Electronic mail

(গ)Express mail

(ঘ)Extra mail

উত্তরঃ(খ)Electronic mail

২।  Internet Explorer হলো-

(ক)Editing Software

(খ)Application Software

(গ)Operating System Software

(ঘ)কোনটিই নয়

উত্তরঃ(খ)Application Software

৩।নিচের কোনটি Output device?

(ক)Keyboard

(খ)Mouse

(গ)Printer

(ঘ)Scanner

উত্তরঃ(গ)Printer

৪।কপি মার্জ কী?

(ক)ফাইল এর সিলেক্ট অংশ কপি করা

(খ)সিলেক্ট লেয়ার কপি করা

(গ)ফাইল ব্যাকগ্রাউন্ডসহ কপি করা

(ঘ)সব লেয়ার একত্রীকরণ

উত্তরঃ(ঘ)সব লেয়ার একত্রীকরণ

৫।Regulation এর একক কোনটি?

(ক)  ইঞ্চি

(খ)ডি.পি.আই

(গ)পিক্সেল

(ঘ)সেন্টিমিটার

উত্তরঃ(গ)পিক্সেল

৬।Adobe photoshop কোন ধরনের প্রোগ্রাম?

(ক)Database Software

(খ)System Software

(গ)Designing software

(ঘ)Accounting software

উত্তরঃ(গ)Designing software

৭।Eraser টুল দিয়ে-

(ক)অনুরুপ নতুন ইমেজ তৈরি করা যায়

(খ)কোন কিছু মুছা যায়

(গ)নির্দিষ্ট সিলেকশনে ছবি দেয়া যায়

(ঘ)লেয়ার তৈরি করা যায়

উত্তরঃ(খ)কোন কিছু মুছা যায়

৮।Zooming বলতে কী বোঝায়?

(ক)ছবি কেবল বড় করা

(খ)ছবি কেবল ছোট করা

(গ)ছবি স্থির করা

(ঘ)ছবি ছোট বা বড় করা

উত্তরঃ(ঘ)ছবি ছোট বা বড় করা

৯।WWW কী ?

(ক)World Wide Web

(খ)World Wide Week

(গ)World Wide Wave

(ঘ)World Wide War

উত্তরঃ(ক)World Wide Web

১০।Photoshop কমান্ড অপশন সম্বলিত কয়টি মেনু আছে?

(ক)৬ টি

(খ)৭ টি

(গ)৮ টি

(ঘ)৯ টি

উত্তরঃ(ঘ)৯ টি

১১।স্বচ্ছ পর্দার মত কাজ করে………………।

উত্তরঃলেয়ার

১২।Stroke ব্যবহার করা হয়………………..।

উত্তরঃColour পরিবর্তন করা

১৩।Gray Scale দিয়ে ………………দুটি রংয়ের সংমিশ্রণ বোঝায়।

উত্তরঃBlue এবং Red

১৪।……………………….এর কাজ হল নেগেটিভ করা।

উত্তরঃInvert

১৫।Zoom in দিয়ে ইমেজকে ………………করা হয়।

উত্তরঃছোট

১৬।Red,Green,Blue কে সংক্ষেপে …………….বলা হয়।

উত্তরঃRGB

১৭।Color প্যালেট থেকে………………নির্বাচন করা যায়।

উত্তরঃবিভিন্ন রং

১৮। Image এর অংশবিশেষকে …………………..বলা হয়।

উত্তরঃFlip

১৯।ফটোশপ উইন্ডো প্রোগ্রাম থেকে বের হওয়ার কমান্ড হল……………..।

উত্তরঃCtrl+Q

২০।Document lock করলে………………..করে না।

উত্তরঃImage নড়াচড়া

২১।Adobe Illustrator ডকুমেন্ট একাধিক পৃষ্ঠা তৈরি করা যায়।

উত্তরঃ”মি”

২২।Text box হতে চারভাবে Tool নির্বাচন করা যায়।

উত্তরঃ”মি”

২৩।Photoshop program থেকে বের হওয়ার জন্য Ctrl+Q ব্যবহৃত হয়।

উত্তরঃ”স”

২৪।Keyboard থেকে V চাপলে ‍Selection tool টি সিলেক্ট হবে।

উত্তরঃ”স”

২৫।বৃত্ত তৈরি করার জন্য Star tool ব্যবহৃত হয়।

উত্তরঃ”মি”

২৬।E-Mail এর পূর্ণনাম হলো Electric mail ।

উত্তরঃ”মি”

২৭।Zoom out এর কাজ ইমেজ ছোট করা।

উত্তরঃ”স”

২৮।Handle কে Control Point ও বলা হয়।

উত্তরঃ”স”

২৯।ফটোশপে কাজের সুবিধার্থে ভিন্ন ইমেজ বা কাজের লেভেলকে বলা হয় লেয়ার।

উত্তরঃ”মি”

৩০।Print Area তে অবস্থিত Image কে প্রিন্ট করা যায়।

উত্তরঃ”স”

৩১। Image কয় প্রকার ও কী কী?

উত্তরঃবিভিন্ন আকৃতিতে প্রদর্শন বা উপস্থাপন করে ডকুমেন্টকে সৌন্দর্র্য বৃদ্ধি করার জন্য Image ব্যবহার করা হয়। Image বিভিন্ন প্রকার, যথা-Bitmap.Grayscale,Duonote,Index,color,RGB color,CMYK color,Lab color,Multichannel.

৩২।Layer কী?

উত্তরঃজটিল ড্রয়িংকে কাজের সুবিধার জন্য বিভিন্ন লেভেল তৈরি করা যায় এই ভিন্ন ভিন্ন লেভেলকে লেয়ার বলা হয়। ব্যবহারকারী যখন নতুন ডকুমেন্টে কাজ শুরু করে ,তখন সব আর্টওয়ার্ক একটি লেয়ারে স্থাপিত হয়।

৩৩।Pixel কী?

উত্তরঃDot Per Inch কে Pixel বলে। কোন গ্রাফিক্সে পিক্সেল যত বেশি হবে ছবি তত সুন্দর হবে।

৩৪।Mask কী ?

উত্তরঃছবির মুখোশ।

৩৫।Video Editing বলতে কী বোঝায়?

উত্তরঃVideo তৈরি করার সময় অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া এবং গুরত্বপূর্ণ অংশ যুক্ত করাকে Video Editing বলে।

৩৬।কীভাবে Text আকর্ষনীয় করা যায়?

উত্তরঃভার্চুয়াল effect ব্যবহারের মাধ্যমে Text কে আকর্ষনীয় করা যায়।

৩৭।কোনো নির্দিষ্ট Page এ যেতে হলে কোন Command ব্যবহৃত হয়?

উত্তরঃকোনো নির্দিষ্ট Page এ যেতে হলে go to command ব্যবহৃত হয়।

৩৮।Adobe Illustrator ডকুমেন্ট Save করার প্রয়োজনীয়তা কী?

উত্তরঃডকুমেন্ট যেন হারিয়ে বা নষ্ট না হয় সে জন্য Save করা প্রয়োজন।

৩৯।Star tool এর কাজ কী?

উত্তরঃStar tools ব্যবহার করে বিভিন্ন ধরনের তারকা চিহ্ন ব্যবহার করা যায়। উক্ত তারকা চিহ্নিত অপশন থেকে মনের মত করে গ্রাফিক্সের সৌন্দয বৃদ্ধি করা হয়ে থাকে।

৪০।একটি বাংলা ফন্টের নাম লেখ।

উত্তরঃSutonny MJ একটি বাংলা ফন্ট।

৪১।ঢাকা বাংলাদেশের রাজধানী।

উত্তরঃDhaka is the capital of Bangladesh.

৪২।তুমি কী চাও?

উত্তরঃWhat do you want?

৪৩।বাংলাদেশ আমার জন্মভূমি।

উত্তরঃBangladesh is our birthland/motherland.

৪৪।How many brothers and sisters do you have?

উত্তরঃI have only one sister but no brother.

৪৫।What do you do after training?

উত্তরঃI will find a suitable job.

৪৬।How are you?

উত্তরঃI am fine.

৪৭। I want to………………a letter.

(i)make

(ii)write

(iii)learn

Ans: (ii)write

৪৮। I am too………………..to walk.

(i)weak

(ii)tight

(iii)quiet

Ans: (i)weak

৪৯। I gave…………….a book for his birthday.

(i)him

(ii)his

(iii)her

Ans: (i)him

৫০।My father is………………than your father.

(i)funny

(ii)funnier

(iii)more funny

Ans:ii.funnier

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!