গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া পরীক্ষা-২০১৫ প্রশ্ন ও উত্তর (জুলাই-ডিসেম্বর)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৫
অক্টোবর-ডিসেম্বর/জুলাই-ডিসেম্বর ২০১৫ সেশন
বিষয় :- গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া
১।HTML এর পূর্ণনাম লেখ।
উত্তরঃHyper Text Markup Language.
২।FTP কী?
উত্তরঃFile transfer protocol কে সংক্ষেপে FTP বলা হয়। এটি একটি স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক প্রটোকল।
৩।গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে Quark Xpress এর কাজ কী?
উত্তরঃগ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে Quark Xpress এর কাজ হচ্ছে লেখালেখি করা।
৪।Stroke Command এর Fore ground colour হিসেবে কোন রং ব্যবহৃত হয়?
উত্তরঃকালো রং ব্যবহৃত হয়।
৫।ভিডিও কনফারেন্সিং বলতে বুঝায়?
উত্তরঃদুটি ভিন্ন অবস্থান বা জায়গা থেকে সরাসরি অর্থাৎ ভিডিও এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করা।
৬।Pixel কী?
উত্তরঃPixel হলো এক একটি চিহ্ন । কোন গ্রাফিক্সের Pixel যত বেশি হবে ,ছবির পরিচ্ছন্নতা ও তত ভাল হবে। Pixel এ উপর ছবির গুরত্ব নির্ভর করে। Dot Per Inch কে সংক্ষেপে DPI বলে।
৭।Color Separation বলতে কী বোঝায়?
উত্তরঃColor এর সঠিক নির্দেশনা বা সঠিক কালার তৈরি করা।
৮।Filter এর কাজ লেখ।
উত্তরঃFilter এর কাজ হচ্ছে অবজেক্টকে বিভিন্ন ইফেক্ট দেয়া।
৯।Crop কী কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ Crop কমান্ড ব্যবহার করে কোন ছবি বা Object এর অংশ বিশেষ কেটে নেয়া যায়।
১০।Video Editing বলতে কী বোঝায়?
উত্তরঃVideo তৈরি করার সময় অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া এবং গুরত্বপূর্ণ অংশ যুক্ত করাকে Video editing বলে।
১১।File এর Resoulation নিয়ন্ত্রণকারী মুড হচ্ছে JPG .
উত্তরঃ”স”
১২। Illustrator এর Default Artboard এর মাপ 8.5“X11” ।
উত্তরঃ”স”
১৩।AUI হল Audio file এর Extension ।
উত্তরঃ”মি”
১৪।বৃত্ত তৈরি করার জন্য Star tool ব্যবহার করা হয়।
উত্তরঃ”মি”
১৫।Photoshop Program থেকে বের হওয়ার জন্য Ctrl+Q ব্যবহার করা হয়।
উত্তরঃ”মি”
১৬।Micro media dream weaver একটি Web ভিত্তিক অ্যানিমেশন সফটওয়্যার।
উত্তরঃ”স”
১৭।Outline তৈরির জন্য কী বোর্ড কমান্ড হলঃAlt+shift+U ।
উত্তরঃ”মি”
১৮।তথ্য অন্য Program এ পাঠানোকে Export বলে।
উত্তরঃ”স”
১৯।Photoshop অ্যাংকর পয়েন্ট পাঁচ প্রকার।
উত্তরঃ”মি”
২০।Type mask tool এর মাধ্যমে Vertical type mask তৈরি করা যায়।
উত্তরঃ”স”
২১।Filter এর কাজ…………।
উত্তরঃঅবজেক্টে বিভিন্ন ইফেক্ট দেয়া
২২।Deselect এর Shortcut …………..।
উত্তরঃAlt+D
২৩।Zoom in দিয়ে ইমেজকে …………করা হয়।
উত্তরঃবড়
২৪।Cyan 100% Yellow 100% মিলে ……….তৈরি করা হয়।
উত্তরঃলাল
২৫।JPEG এর পূর্ণরূপ হলো……………..।
উত্তরঃJoint Picture Export Group.
২৬।Pen tools এর সাহায্যে ………………যায়।
উত্তরঃলেখা
২৭।RGB এর পূর্ণরূপ………..।
উত্তরঃRed Green Blue
২৮।Color প্যালেট থেকে………….নির্বাচন করা যায়।
উত্তরঃবিভিন্ন কালার বা রং
২৯।Photoshop এ ব্যবহৃত ভিন্ন ভিন্ন লেভেলকে ………….বলা হয়।
উত্তরঃলেয়ার
৩০।URL এর পূর্ণরূপ হচ্ছে-
উত্তরঃUniform Resource Locator.
৩১।Adobe Photoshop কোন ধরনের প্রোগ্রাম?
(ক)Accounting Software
(খ)System Software
(গ)Graphics Software
(ঘ)Database Software
উত্তরঃ(গ)Graphics Software
৩২।Magenta 100% Yellow 100% মিলে কোন রং তৈরি হয়?
(ক)Green
(খ)Red
(গ)Blue
(ঘ)Black
উত্তরঃ(ঘ)Black
৩৩।Eraser tool দিয়ে-
(ক)অনুরুপ নতুন ইমেজ তৈরি করে
(খ)নির্দিষ্ট সিলেকশনে ছবি দেয়া যায়
(গ)কোন কিছু মোছা যায়
(ঘ)নতুন ছবি পাশাপাশি যোগ করা যায়
উত্তরঃ(গ)কোন কিছু মোছা যায়
৩৪।Micromedia Flash কোন ধরনের প্রেগ্রাম?
(ক)অ্যানিমেশন প্রোগ্রাম
(খ)ডাটাবেস প্রোগ্রাম
(গ)একাউন্টিং প্রোগ্রাম
(ঘ)ওয়ার্ড প্রসেসিং
উত্তরঃ(ক)অ্যানিমেশন প্রোগ্রাম
৩৫।নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
(ক)Yahoo
(খ)Google
(গ)bteb.gov.bd
(ঘ)Alta vista
উত্তরঃ(গ)bteb.gov.bd
৩৬।MP3 বলতে কী বোঝায়?
(ক)সাউন্ড ফাইল
(খ)সাউন্ড প্লেয়ার
(গ)মুভি ফাইল
(ঘ)মুভি প্লেয়ার
উত্তরঃ(ক)সাউন্ড ফাইল
৩৭।DCS এর পূর্ণরূপ কী?
(ক)Desktop Color Separation
(খ)Desktop Color Supply
(গ)Desktop Color Setup
(ঘ)Desktop Color Select
উত্তরঃ(ক)Desktop Color Separation
৩৮।অ্যানিমেশন কেন দিতে হয়-
(ক)লেখা বা চিত্রকে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে
(খ)লেখা বা চিত্রকে স্থির রাখতে
(গ)লেখা বা চিত্রকে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে
(ঘ)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালন করতে
উত্তরঃ(ঘ)লেখা বা চিত্রকে প্রাণ সঞ্চালন করতে
৩৯।কম্পিউটারের সাহায্যে স্বয়ংত্রিয়ভাবে টাকা তুলতে ব্যবহার করতে হয়-
(ক)ইন্টারনেট
(খ)এটিএম কার্ড
(গ)ই-মেইল
(ঘ)পাঞ্চ কার্ড
উত্তরঃ(খ)এটিএম কার্ড
৪০।বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়বেসাইটের ঠিকানা-
(ক)WWW.Bteb.gov.bd
(খ)WWW.dte.gov.b
(গ)WWW.Techedu.gov.bd
(ঘ)WWW.Ntrca.gov.bd
উত্তরঃ(ক)WWW.Bteb.gov.bd
৪১।বাংলাদেশ আমার মার্তৃভূমি।
উত্তরঃBangladesh is our motherland.
৪২।আমার বাবা একজন কৃষক।
উত্তরঃMy father is a farmer.
৪৩।দেশপ্রেম মহৎ গুণ।
উত্তরঃPatriotism is a great virtue.
৪৪।The birds are sitting………….wall.
উত্তরঃon
৪৫।He goes………..school everyday.
উত্তরঃto
৪৬।Sweet is made………….milk.
উত্তরঃof
৪৭।What is your mother?
উত্তরঃMy mother is a housewife.
৪৮।What is your favourite food?
উত্তরঃMy favourite food is polao and beef.
৪৯।What is your home dristrict?
উত্তরঃMy home district is Dhaka.
৫০।What is the full meaning of W.W.W?
উত্তরঃWorld Wide Web.