About Lesson
File Save ( ফাইল সংরক্ষণ পদ্ধতি):
ডকুমেন্ট হিসেবে লেখাগুলো স্থায়ীভাবে সংরক্ষণ (Save) করতে হয়।সংরক্ষণ না করলে কম্পিউটারবন্ধ করলে অথবা, বিদুৎ চলে গেলে ডকুমেন্ট হারিয়ে যায়। কম্পিউটারে সম্পূর্ণ ডকুমেন্ট একটি ফাইল আকারে সংরক্ষণ (Save) করে রাখতে হয়। অন্যান্য প্যাকেজ সংরক্ষণ (Save) পদ্ধতি একই রকম | File Save
করার নিয়ম নিম্নে বর্ণনা করা হলো-
- MS Word এ কিছু লিখতে হবে।
- File or Office button – এ ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আসবে।
- ড্রপ ডাউন মেনু থেকে Save এ Click করলে Save as ডায়ালগ বক্স আসবে।
(Office 2013 এর পরবর্তী ভার্সনে Save or Save as এ ক্লিক করার পর This PC তারপর Brows আসবে) - Save as ডায়ালগ বক্সে File Name হিসেবে যেকোন একটি নাম লিখতে হবে।
- Save- এ Click করলে লিখিত ফাইলটি Save হবে।
অথবা,মাউস দিয়ে টুল বারে Save আইকোনে Click করলে Save করা যাবে।
অথবা,কী-বোর্ড থেকে Ctrl+S প্রেস করলেও Save করা যাবে। ।
Save As (পূর্বের Save করা ফাইলের নাম পরিবর্তন করার নিয়ম) :
পূর্বে সেভ করা ফাইলটি ঠিক রেখে, একই ফাইলের আনুলিপি তৈরি করে সে ফাইলে প্রয়োজনীয় সংশোধন করা
- File or Office button – এ ক্লিক করলে মেনু দেখাবে।
- ড্রপ ডাউন মেনু থেকে Save As- এ Click করলে Save a Copy of the docume-উইনডো দেখাবে।
- Save as ডায়ালগ বক্সে file name দিতে হবে।
- Save- এ Click করলে নতুন নামে ফাইলটি সেভ হবে।