বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস) মেয়াদী তাত্ত্বিক পরীক্ষা–২০২৫
জানুয়ারি–জুন ও এপ্রিল–জুন ২০২৫ সেশন
বিষয়: গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং
(বিষয় কোড: ০০০৮১)
সময় : ১ ঘন্টা পূর্ণমান : ৬০
অতি সংক্ষেপে উত্তর দাও:
১। Vector graphics কাকে বলে?
উত্তর: যে গ্রাফিক্স গাণিতিক সূত্র (যেমন– বিন্দু, রেখা, কার্ভ) ব্যবহার করে তৈরি করা হয় এবং যা জুম করলে বা বড় করলে ফাটে না বা গুণমান নষ্ট হয় না, তাকে ভেক্টর গ্রাফিক্স বলে।
২। তিনটি Graphics software-এর নাম লেখ।
উত্তর: ১. Adobe Photoshop ২. Adobe Illustrator ৩. CorelDRAW (অথবা Adobe InDesign)।
৩। CMYK কী?
উত্তর: CMYK হলো প্রিন্টিং বা ছাপার কাজে ব্যবহৃত একটি কালার মডেল। এর পূর্ণরূপ হলো Cyan, Magenta, Yellow এবং Key (Black)।
৪। Eye dropper tools-এর কাজ কী?
উত্তর: ইমেজের বা ডিজাইনের কোনো নির্দিষ্ট অংশ থেকে কালার বা রং স্যাম্পল হিসেবে কপি বা পিক করা।
৫। Multimedia বলতে কী বোঝায়?
উত্তর: মাল্টিমিডিয়া হলো এমন একটি মাধ্যম যেখানে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, এনিমেশন ইত্যাদি একাধিক কন্টেন্ট বা মাধ্যম একত্রে ব্যবহৃত হয়।
৬। System software বলতে কী বোঝায়?
উত্তর: যে সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যারকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর পরিবেশ তৈরি করে তাকে সিস্টেম সফটওয়্যার বলে। (যেমন: উইন্ডোজ, লিনাক্স)।
৭। Pen tools-এর কাজ কী?
উত্তর: নিখুঁতভাবে পাথ (Path), ভেক্টর শেপ বা সিলেকশন তৈরি করা। এটি দিয়ে সরলরেখা ও বক্ররেখা আঁকা যায়।
৮। A4 Size কত m.m?
উত্তর: ২১০ মি.মি x ২৯৭ মি.মি. (210 mm x 297 mm)।
৯। Pixel কাকে বলে?
উত্তর: ডিজিটাল ইমেজের ক্ষুদ্রতম একক বা বিন্দুকে পিক্সেল (Pixel) বলে। এটি Picture Element-এর সংক্ষিপ্ত রূপ।
১০। Bleed area কাকে বলে?
উত্তর: প্রিন্ট ডিজাইনের সময় মূল মাপে বা ট্রিম লাইনের বাইরে যে বাড়তি অংশ রাখা হয় (যাতে কাটার সময় সাদা অংশ না বের হয়), তাকে ব্লিড এরিয়া বলে।
১১। Offset path কী?
উত্তর: ইলাস্ট্রেটরে কোনো অবজেক্টের পাথ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নতুন একটি পাথ তৈরি করার কমান্ডকে অফসেট পাথ বলে।
১২। Vector file-এর তিনটি File format-এর নাম লেখ।
উত্তর: ১. .AI ২. .EPS ৩. .SVG।
১৩। Gradient color বলতে কী বোঝায়?
উত্তর: একাধিক রঙের সংমিশ্রণে তৈরি রং, যেখানে একটি রং ধীরে ধীরে অন্য রঙে মিশে যায়।
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:
নিচে আপনার দেওয়া তথ্য অনুযায়ী ১৪ থেকে ২৬ পর্যন্ত প্রথমে শূন্যস্থানসহ প্রশ্ন এবং পরে উত্তর সাজিয়ে দেওয়া হলো:
১৪। প্রশ্ন: Resulation-এর একক ………………………… ।
উত্তর: PPI (Pixels Per Inch) / DPI (Dots Per Inch)
১৫।
প্রশ্ন: New layer-এর Shortcut ………………………… ।
উত্তর: Ctrl + Shift + N
১৬।
প্রশ্ন: ………………………… tools-এর সাহায্যে লেখা যায়।
উত্তর: Type (বা Text)
১৭।
প্রশ্ন: Ctrl+3 দিয়ে ………………………… হয়।
উত্তর: Hide (লুকানো)
১৮।
প্রশ্ন: Eye dropper tool-এর Shortcut ………………………… ।
উত্তর: I
১৯।
প্রশ্ন: JPEG-এর পূর্ণরূপ ………………………… ।
উত্তর: Joint Photographic Experts Group
২০।
প্রশ্ন: CMYK-এর পূর্ণরূপ ………………………… ।
উত্তর: Cyan, Magenta, Yellow, Key (Black)
২১।
প্রশ্ন: Adobe Photoshop-এ Ctrl+D দিয়ে ………………………… করা হয়।
উত্তর: Deselect (সিলেকশন বাতিল)
২২।
প্রশ্ন: Blur tool দিয়ে ………………………… করা হয়।
উত্তর: ছবি ঘোলা / অস্পষ্ট
২৩।
প্রশ্ন: Magnifier tool-এ ………………………… টি Option থাকে।
উত্তর: ২
২৪।
প্রশ্ন: www-এর পূর্ণরূপ ………………………… ।
উত্তর: World Wide Web
২৫।
প্রশ্ন: ………………………… কী Press করে Hand tool-এ কাজ করা হয়।
উত্তর: Spacebar
২৬।
প্রশ্ন: MP4 ………………………… ধরনের ফাইল।
উত্তর: ভিডিও (Video)
বাক্যটি সত্য হলে “স” এবং মিথ্যা হলে “মি” লেখ:
২৭। Text বা Image-কে প্রাণ সঞ্চালন করার জন্য Animation দেয়া হয়।
উত্তর: স (সত্য)।
২৮। Shift+F5 হলো Inverse-এর Shortcut।
উত্তর: মি (মিথ্যা)।
(সঠিক তথ্য: Shift+F5 হলো Fill এর শর্টকাট। Inverse এর শর্টকাট Shift+Ctrl+I)
২৯। Brush size বড় করা হয় Ctrl++ দিয়ে।
উত্তর: মি (মিথ্যা)।
(সঠিক তথ্য: ব্রাশ সাইজ বড় করা হয় ‘]’ কী দিয়ে। Ctrl++ দিয়ে জুম ইন করা হয়)
৩০। Crop tool-এর সাহায্যে Image বড় করা হয়।
উত্তর: মি (মিথ্যা)।
(সঠিক তথ্য: ক্রপ টুল দিয়ে ইমেজ কেটে ছোট বা অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া হয়)
৩১। Illustrator-এর New file-এর Command Ctrl+N।
উত্তর: স (সত্য)।
৩২। Step forward-এর কমান্ড Shift+Ctrl+Z।
উত্তর: স (সত্য)।
৩৩। Polygon দিতে ত্রিভুজ আঁকা যায় না।
উত্তর: মি (মিথ্যা)।
(সঠিক তথ্য: পলিগন টুলে বাহুর সংখ্যা ৩ দিলে ত্রিভুজ আঁকা যায়)
৩৪। Group object-কে Ungroup করা যায়।
উত্তর: স (সত্য)।
৩৫। Ctrl+2 দিয়ে Object-কে Hide করা হয়।
উত্তর: মি (মিথ্যা)।
(সঠিক তথ্য: ইলাস্ট্রেটরে Ctrl+2 দিয়ে লক (Lock) করা হয় এবং Ctrl+3 দিয়ে হাইড করা হয়)
৩৬। Print করার জন্য Pdf format-এ Save করা হয়।
উত্তর: স (সত্য)।
৩৭। ফিল ও স্টোক–এর মাঝে কোনো পার্থক্য নেই।
উত্তর: মি (মিথ্যা)।
(সঠিক তথ্য: ফিল হলো ভেতরের রং এবং স্ট্রোক হলো বর্ডার বা রেখার রং)
৩৮। Photoshop একটি Vector software।
উত্তর: মি (মিথ্যা)।
(সঠিক তথ্য: ফটোশপ মূলত রাস্টার বা বিটম্যাপ সফটওয়্যার। ভেক্টর সফটওয়্যার হলো ইলাস্ট্রেটর)
সঠিক উত্তরটি লেখ (MCQ):
৩৯। নিচের কোনটি Graphics software?
(ক) Illustrator (খ) Photoshop (গ) Quark Xpress (ঘ) সবগুলো
উত্তর: (ঘ) সবগুলো
৪০। Free transform-এর Shortcut হলো–
(ক) Alt+T (খ) Ctrl+T (গ) Ctrl+S (ঘ) Alt+F
উত্তর: (খ) Ctrl+T
৪১। সাদা কালো ছবির জন্য কোন Color মোড ব্যবহৃত হয়?
(ক) RGB (খ) CMYK (গ) Gray scale (ঘ) সবগুলো
উত্তর: (গ) Gray scale
৪২। Ungroup-এর Shortcut কমান্ড হলো–
(ক) Ctrl+G (খ) Alt+G (গ) Shift+Ctrl+G (ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) Shift+Ctrl+G (Illustrator-এর ক্ষেত্রে)
৪৩। Unlock-এর Shortcut কমান্ড কী?
(ক) Ctrl+2 (খ) Alt+2 (গ) Ctrl+Alt+2 (ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) Ctrl+Alt+2 (Illustrator-এর ক্ষেত্রে)
৪৪। ওয়েবসাইটের প্রতিটি ঠিকানা শুরু হয়–
(ক) HTTP (খ) WWW (গ) URL (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) HTTP (Hypertext Transfer Protocol)
৪৫। কাজ শেষে Illustrator থেকে বের হওয়ার কমান্ড–
(ক) Ctrl+Q (খ) File→Exit (গ) ক+খ (ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) ক+খ
৪৬। প্রতিটি লাইনের মাঝের ফাকা স্থানকে কী বলে?
(ক) কার্নিং (খ) বেস লাইন (গ) ট্রাকিং (ঘ) লিডিং
উত্তর: (ঘ) লিডিং (Leading)
৪৭। Photoshop-এ কয়টি মার্কিউ Tool থাকে?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: (গ) ৪ (Rectangular, Elliptical, Single Row, Single Column)
৪৮। Red 100%, Green 100% মিলে কোন রং তৈরি হয়?
(ক) Yellow (খ) Blue (গ) Orange (ঘ) Black
উত্তর: (ক) Yellow (RGB কালার মোডে)
৪৯। Image-এর প্রকারভেদ হলো–
(ক) ৫ (খ) ৪ (গ) ৩ (ঘ) ২
উত্তর: (ঘ) ২ (Raster এবং Vector)
৫০। Path তৈরির জন্য কোন Tool প্রয়োজন হয়?
(ক) Star tool (খ) Crop tool (গ) Pen tool (ঘ) Pencil tool
উত্তর: (গ) Pen tool
Translate into English (ইংরেজিতে অনুবাদ কর):
৫১। ছেলেরা মাঠে ফুটবল খেলছে।
Answer: The boys are playing football in the field.
৫২। শেষ ভাল যার, সব ভাল তার।
Answer: All’s well that ends well.
৫৩। ঢাকা বাংলাদেশের রাজধানী।
Answer: Dhaka is the capital of Bangladesh.
Answer the following questions in English:
৫৪। What is the name of your village?
Answer: The name of my village is [আপনার গ্রামের নাম].
(উদাহরণ: The name of my village is Rasulpur.)
৫৫। How many days are there in a week?
Answer: There are 7 days in a week.
৫৬। What is your profession?
Answer: I am a student. (পরীক্ষার্থীর প্রেক্ষাপটে)
Fill in the gaps using appropriate word:
৫৭। Alamin is senior ……………….. me. (to/with/of)
Answer: to
৫৮। She ……………….. to school everyday. ( go/goes/going )
Answer: goes
৫৯। I am ……………….. university student. (a/an/the)
Answer: a
৬০। Give me a glass ……………….. water. (of/by/on)
Answer: of