বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস) মেয়াদী তাত্ত্বিক পরীক্ষা–২০২৫
জুলাই–সেপ্টেম্বর ২০২৫ সেশন
বিষয় : কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(বিষয় কোড : ০০০৭৬)
সময় : ১ ঘন্টা পূর্ণমান : ৬০
নিচে প্রশ্নপত্রে উল্লিখিত ১ থেকে ৫২ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দেওয়া হলো:
এমসিকিউ (সঠিক উত্তর)
১। কোনটি প্রেজেন্টেশন প্রোগ্রাম–
উত্তর: (গ) MS-Power Point
২। এক টেরাবাইট (TB) সমান কত গিগাবাইট–
উত্তর: (খ) 1024
৩। = ABS (1.258)-এর মান কত–
উত্তর: (গ) 1.258
(ব্যাখ্যা: ABS ফাংশন পরম মান বা Absolute Value প্রদর্শন করে, তাই ধনাত্মক সংখ্যা ধনাত্মকই থাকে)
৪। MS-Word-এর File extension হলো–
উত্তর: (ক) .docx
৫। নিচের কোনটি স্থায়ী মেমোরি–
উত্তর: (খ) ROM
(ROM = Read Only Memory, যা স্থায়ী)
৬। CPU-এর পূর্ণরূপ হলো–
উত্তর: (খ) Central Processing Unit
৭। Computer-এর প্রধান অংশ কয়টি–
উত্তর: (গ) ৪টি
(সাধারণত: ইনপুট, আউটপুট, মেমোরি ও সিপিইউ)
৮। কীবোর্ডে Function ‘কী‘ কয়টি–
উত্তর: (গ) ১২টি
(F1 থেকে F12 পর্যন্ত)
৯। Print-এর কীবোর্ড কমান্ড হলো–
উত্তর: (খ) Ctrl + P
১০। নিচের কোনটি বাংলা সফটওয়্যার–
উত্তর: (গ) অভ্র
(সুলেখা, নিকস, বৃন্দা হলো ফন্টের নাম, অভ্র হলো সফটওয়্যার)
নিচে প্রশ্নপত্র থেকে ১ থেকে ১০ পর্যন্ত এমসিকিউ (MCQ) প্রশ্ন, তাদের চারটি অপশন এবং সঠিক উত্তর দেওয়া হলো:
১। কোনটি প্রেজেন্টেশন প্রোগ্রাম–
(ক) MS-Word
(খ) MS-Excel
(গ) MS-Power Point
(ঘ) MS-Presentation
সঠিক উত্তর: (গ) MS-Power Point
২। এক টেরাবাইট (TB) সমান কত গিগাবাইট–
(ক) 1000
(খ) 1024
(গ) 1124
(ঘ) 1020
সঠিক উত্তর: (খ) 1024
৩। = ABS (1.258)-এর মান কত–
(ক) 1.23
(খ) 1.24
(গ) 1.258
(ঘ) 1.26
সঠিক উত্তর: (গ) 1.258
৪। MS-Word-এর File extension হলো–
(ক) .docx
(খ) .dox
(গ) .document
(ঘ) .txt
সঠিক উত্তর: (ক) .docx
৫। নিচের কোনটি স্থায়ী মেমোরি–
(ক) RAM
(খ) ROM
(গ) ক ও খ
(ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ) ROM
৬। CPU-এর পূর্ণরূপ হলো–
(ক) Control Processing Unit
(খ) Central Processing Unit
(গ) Common Processing Unit
(ঘ) Central Program Unit
সঠিক উত্তর: (খ) Central Processing Unit
৭। Computer-এর প্রধান অংশ কয়টি–
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ) ৪টি
৮। কীবোর্ডে Function ‘কী‘ কয়টি–
(ক) ৮টি
(খ) ১০টি
(গ) ১২টি
(ঘ) ১৬টি
সঠিক উত্তর: (গ) ১২টি
৯। Print-এর কীবোর্ড কমান্ড হলো–
(ক) Alt + P
(খ) Ctrl + P
(গ) Windows + P
(ঘ) P
সঠিক উত্তর: (খ) Ctrl + P
১০। নিচের কোনটি বাংলা সফটওয়্যার–
(ক) সুলেখা
(খ) নিকস
(গ) অভ্র
(ঘ) বৃন্দা
সঠিক উত্তর: (গ) অভ্র
শূন্যস্থান পূরণ কর
১১। HDMI-এর পূর্ণরূপ হলো _________________।
উত্তর: High-Definition Multimedia Interface
১২। একটি ফিল্ডে নাম লিখতে সর্বোচ্চ _________________ টি Character ব্যবহৃত হয়।
উত্তর: ২৫৫ (MS Access এর Short Text ফিল্ড অনুযায়ী)
১৩। MS-Office হচ্ছে অনেকগুলো _________________।
উত্তর: অ্যাপ্লিকেশনের সমষ্টি / প্যাকেজ সফটওয়্যার
১৪। File save AS-এর কমান্ড হলো _________________।
উত্তর: F12 (শর্টকাট) অথবা File > Save As
১৫। Mail Merge-এর কাজ হলো _________________।
উত্তর: একই চিঠি বা ডকুমেন্ট বহু লোকের কাছে পাঠানো
১৬। Data sort _________________ প্রকার।
উত্তর: ২ (Ascending ও Descending)
১৭। WWW-এর পূর্ণরূপ হলো _________________।
উত্তর: World Wide Web
১৮। MS-Excel একটি _________________ প্রোগ্রাম।
উত্তর: স্প্রেডশিট (Spreadsheet) / অ্যাপ্লিকেশন
১৯। কম্পিউটার মেমোরি প্রধানত _________________ প্রকার।
উত্তর: ২ (প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি)
২০। Recycle Bin ফোল্ডারে _________________ ফাইল জমা থাকে।
উত্তর: ডিলিট করা (Deleted)
২১। SSD-এর পূর্ণরূপ হলো _________________।
উত্তর: Solid State Drive
২২। বিজয় একটি _________________ –এর নাম।
উত্তর: বাংলা কীবোর্ড লেআউট / সফটওয়্যার
২৩। Speaker হলো একটি _________________ ডিভাইস।
উত্তর: আউটপুট (Output)
২৪। কপি করার কীবোর্ড কমান্ড হলো _________________।
উত্তর: Ctrl + C
অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
২৫। ইমেইলের ক্ষেত্রে CC ও BCC কী?
উত্তর: CC মানে Carbon Copy (প্রাপক জানবে আর কাকে পাঠানো হয়েছে) এবং BCC মানে Blind Carbon Copy (প্রাপক জানবে না আর কাকে পাঠানো হয়েছে)।
২৬। Row/Column Auto fit কেন করা হয়?
উত্তর: সেলের ভেতরের লেখা বা কন্টেন্ট অনুযায়ী রো বা কলামের আকার স্বয়ংক্রিয়ভাবে ঠিক করার জন্য।
২৭। সিস্টেম সফটওয়্যার বলতে কী বোঝায়?
উত্তর: যে সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর পরিবেশ তৈরি করে (যেমন: Windows, Linux)।
২৮। Database কী?
উত্তর: ডেটাবেজ হলো সুশৃঙ্খলভাবে সাজানো তথ্যের ভাণ্ডার বা সমাবেশ।
২৯। A4 সাইজের কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কত ইঞ্চি?
উত্তর: প্রস্থ ৮.২৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য ১১.৬৯ ইঞ্চি
৩০। ফোল্ডার–এর কাজ কী?
উত্তর: একাধিক ফাইল বা সাব–ফোল্ডারকে একত্রে সাজিয়ে বা গুছিয়ে রাখা।
৩১। Tab কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: কার্সরকে নির্দিষ্ট দূরত্বে সরাতে বা প্যারাগ্রাফ ইনডেন্ট করতে এবং পরবর্তী ফিল্ডে যেতে ব্যবহৃত হয়।
৩২। দুটি Antivirus software-এর নাম লেখ।
উত্তর: ১. Avast ২. Kaspersky (অথবা Norton, ESET)।
৩৩। SQL-এর মূল দুটি ক্লজ লেখ।
উত্তর: SELECT এবং FROM (এছাড়াও WHERE জনপ্রিয়)।
৩৪। DBMS-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Database Management System.
৩৫। ফার্মওয়্যার কী?
উত্তর: কম্পিউটারের হার্ডওয়্যারের (যেমন ROM) সাথে স্থায়ীভাবে যুক্ত বিশেষ প্রোগ্রাম (যেমন: BIOS)।
৩৬। Cache memoryর কাজ কী?
উত্তর: সিপিইউ এবং র্যামের মধ্যে গতির সমন্বয় সাধন করা এবং বহুল ব্যবহৃত ডেটা দ্রুত প্রসেসরের কাছে পৌঁছে দেওয়া।
৩৭। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক অংক সংখ্যা কয়টি?
উত্তর: ২টি (০ এবং ১)।
৩৮। Save ও Save as-এর মাঝে পার্থক্য লেখ।
উত্তর: Save দিয়ে বর্তমান ফাইলটি সংরক্ষণ করা হয়, আর Save As দিয়ে ফাইলটি নতুন নামে বা নতুন জায়গায় সংরক্ষণ করা হয়।
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
৩৯। RAM ও ROM-এর মাঝে ৩টি পার্থক্য লেখ।
উত্তর:
১. RAM হলো অস্থায়ী মেমোরি (Volatile), ROM হলো স্থায়ী মেমোরি (Non-volatile)।
২. বিদ্যুৎ চলে গেলে RAM-এর তথ্য মুছে যায়, ROM-এর তথ্য মুছে যায় না।
৩. RAM-এ তথ্য লেখা ও পড়া যায়, ROM-এ সাধারণত কেবল তথ্য পড়া যায়।
৪০। তিনটি বাংলা ফন্টের নাম লেখ।
উত্তর: ১. সুতন্নি এমজে (SutonnyMJ) ২. নিকস (Nikosh) ৩. সোলায়মান লিপি (SolaimanLipi)।
৪১। Page setup বলতে কী বোঝায়?
উত্তর: ডকুমেন্ট প্রিন্ট করার পূর্বে পৃষ্ঠার আকার (Size), মার্জিন (Margin), ওরিয়েন্টেশন (Portrait/Landscape) ইত্যাদি নির্ধারণ করাকে পেজ সেটআপ বলে।
৪২। কম্পিউটার নিরাপদ রাখার ৩টি উপায় লেখ।
উত্তর:
১. ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করা।
২. নিয়মিত ডেটা ব্যাকআপ রাখা।
৩. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং অপরিচিত লিংকে ক্লিক না করা।
English Section
Answer the following questions in English:
৪৩। What is your aim in life?
Answer: My aim in life is to be a computer engineer. (বা নিজের ইচ্ছামতো উত্তর)
৪৪। What is your mother?
Answer: My mother is a housewife / teacher / doctor. (মায়ের পেশা উল্লেখ করতে হবে)
Translate into English:
৪৫। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
Answer: Honesty is the best policy.
৪৬। আমার বাবা একজন কৃষক।
Answer: My father is a farmer.
৪৭। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে।
Answer: The earth moves round the sun.
৪৮। বাংলাদেশ নদীমাতৃক দেশ।
Answer: Bangladesh is a land of rivers / Bangladesh is a riverine country.
৪৯। মুষলধারে বৃষ্টি হচ্ছে।
Answer: It is raining cats and dogs.
Choose and fill in the gaps:
৫০। The mango ……………….. (taste / tastes / tasting) sweet.
Answer: tastes
৫১। Sumon is senior ……………….. (to / from / with) Suma.
Answer: to
৫২। The train had started before we ……………….. (have reached / reached / had reached) station.
Answer: reached
-XX-