About Lesson
File Open (পূর্বে Save করা File Open করার নিয়ম ):
- File or Office button – এ ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আসবে।
- ড্রপ ডাউন মেনু থেকে Open- এ Click করলে অথবা,কী-বোর্ড থেকে Ctrl+O প্রেস করলে ওপেন ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।
- যে File Open করতে চাই তাতে অথবা,যে ফাইলটি ওপেন করতে চাই বক্সে তা লিখে দিতে হবে।
- Open Click করলে সিলেক্টকৃত ফাইলটি ওপেন হবে।