ওয়ার্ড প্রসেসিং কী? ওয়ার্ড মানে শব্দ এবং প্রসেসিং অর্থ প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং হলো এক ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন যা ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, বিন্যাস, এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। কম্পিউটারের মাধ্যমে বর্ণ, সংখ্যা, চিহ্ন, শব্দকে প্রক্রিয়াকরণ করাকে ওয়ার্ড প্রসেসিং বলে। ধারাবাহিক ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে শব্দসমূহকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। সুতরাং ডকুমেন্ট তৈরী ও প্রসেসিং এর জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়াড প্রসেসিং বলা হয়।
ওয়ার্ড প্রসেসিংয়ের সংজ্ঞা
ওয়ার্ড প্রসেসিং বলতে এমন একটি সফটওয়্যার ব্যবহারকে বোঝায়, যা ব্যবহারকারীদের নিম্নলিখিত কাজগুলো করতে সহায়তা করে:
- টেক্সট টাইপ করা এবং সম্পাদনা করা।
- ডকুমেন্ট বিন্যাস করা (ফরম্যাটিং)।
- চিত্র, টেবিল এবং গ্রাফিক্স যোগ করা।
- ডকুমেন্ট সেভ এবং প্রিন্ট করা।
- স্পেল চেক এবং গ্রামার সংশোধন।