About Lesson
কম্পিউটারের কর্ম প্রক্রিয়া (Working Process of Computer)
ক) কম্পিউটারের একটা গ্রহণ মুখ (Input) থাকে। যে দিক দিয়ে তথ্য বা ডেটা প্রবেশ করানো হয়ে থাকে।
খ) কম্পিউটারের একটা নির্গমন মুখ (Output) থাকে, যেদিক দিয়ে তথ্য বা ডেটা আমাদেরকে দেখাবে।
গ) কম্পিউটারের গাণিতিক ও যুক্তি নির্ণয় কেন্দ্র বা Arithmetic and Logic unit থাকে যেখানে গাণিতিক এবং যুক্তি নির্দেশাবলী সম্পাদিত হয়।
ঘ) একটা স্মৃতি কেন্দ্র বা Internal Register আছে যেখানে প্রবিষ্ঠ তথ্য বা ডেটা কম্পিউটার সংরক্ষণ করে।