About Lesson
কম্পিউটার (Computer)
কম্পিউটার একটি ইলেক্ট্রনিক যন্ত্র।কম্পিটার শব্দটির গ্রীক শব্দ । compute থেকে computer কথাটি এসেছে computer শব্দটির অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা । প্রাথমিক অবস্থায় কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব বা গণনার কাজ করা হতো । বর্তমানে এর ব্যবহার ব্যপক ও বিস্তৃত । কম্পিউটার দিয়ে গাণিতিক, যুক্তিমূলক ও সিদ্ধান্তমূলক কাজ সমূহ সম্পাদন করা যায় ।
ব্যপক অর্থে কম্পিউটার বলতে বুঝায়,যে ইলেকট্রনিক যন্ত্র বিদ্যুতের সাহায্যে ব্যবহারকারী কর্তৃক প্রাপ্ত নিদেশনা অনুযায়ী সারিবদ্ধ ও সুশৃঙ্খল নির্দেশে মাধ্যমে কোন জটিল ও কঠিন সমস্যা অতি দ্রুতগতিতে ও সূক্ষভাবে সম্পাদন করা যায় তাকে কম্পিউটার বলা হয়।