Alignment (অ্যালাইনমেন্ট)
Paragraph: Paragraph থেকে Alignment, Indentation, Line Spacing নির্ধারণ করা যায় Home অপশন সিলেক্ট অবস্থায় Paragraph কমান্ড গ্রুপের নিচে ডান পার্শ্বে কর্ণারে ক্লিক করলে Paragraph ডায়লগ বক্স আসবে।
Page Alignment (অ্যালাইনমেন্ট):
অ্যালাইনমেন্ট বলতে লেখার বিন্যাসকে বুঝায়। ডকুমেন্টের লেখাগুলো ডানে না বামে কোন দিকে সমান, কোন দিকে অসমান ইত্যাদি নির্ধারণ করতে হয় বিন্যাসের মাধ্যমে। বিন্যাস ৪(চার) প্রকার হয়ে থাকে। এ সকল নিয়ে আলোচনা করা হলো।
- Left Alignment (বাম বিন্যাস):
কোন ডকুমেন্টের লেখাগুলো বামে দিকে সমান এবং ডান দিকে অসমান রেখে সাজানোকে বাম বিন্যাস (Left Alignment) বলে।
- বাম বিন্যাস করনের জন্য প্রয়োজনীয় লেখা প্রথমে সিলেক্ট করতে হবে।
- Paragraph কমান্ড গ্রুপ Alignment বক্সে ক্লিক করে Left সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করলে সিলেক্টকৃত লেখা বাম বিন্যাস হয়ে যাবে।
অখবা, প্রয়োজনীয় লেখা সিলেক্ট করে Ctrl+L প্রেস করলে লেখা বাম বিন্যাস হবে।
- Right Alignment (ডান বিন্যাস):
কোন ডকুমেন্টের লেখাগুলো ডান দিকে সমান এবং বাম দিকে অসমান রেখে সাজানোকে ডান বিন্যাস (Right Alignment) বলে।
- প্যারাগ্রাফ ডায়াগ্রামের Alignment বক্সে ক্লিক করে Right সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করলে সিলেক্টকৃত লেখা ডান বিন্যাস হয়ে যাবে।
অথবা, প্রয়োজনীয় লেখা সিলেক্ট করে Ctrl+R প্রেস করলে লেখা ডানে বিন্যাস হবে।
- Center Alignment (মধ্য বিন্যাস)ঃ
কোন ডকুমেন্টের লেখাগুলো মধ্যে সমান এবং উভয় পার্শ্বে অসমান রেখে সাজানোকে মধ্য বিন্যাস (Center Alignment) বলে।
- প্যারাগ্রাফ ডায়াগ্রামের Alignment বক্সে ক্লিক করে Center সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করলে সিলেক্টকৃত লেখা মধ্য বিন্যাস হয়ে যাবে।
অথবা, প্রয়োজনীয় লেখা সিলেক্ট করে Ctrl+E প্রেস করলে লেখা মধ্য বিন্যাস হবে।
- Justify (সমবিন্যাস)ঃ
কোন ডকুমেন্টের লেখাগুলো উভয় পার্শ্বে সমান রেখে সাজানোকে সম বিন্যাস (Justify) বলে।
- প্যারাগ্রাফ ডায়াগ্রামের Alignment বক্সে ক্লিক করে Justify সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করলে সিলেক্টকৃত লেখা উভয় পার্শ্বে সমান ভাবে বিন্যাস হয়ে যাবে।
অথবা, প্রয়োজনীয় লেখা সিলেক্ট করে Ctrl+J প্রেস করলে লেখা মধ্য বিন্যাস হবে।