About Lesson
লেখাকে Bold, Italic, Underline করা:
Bold: স্বাভাবিক লেখার চেয়ে মোটা করাকে Bold বলা হয়।
- লেখাকে সিলেক্ট কের নেই।
- Font কমান্ড গ্রুপ থেকে B এর উপর ক্লিক করি।
অথবা, কী-বোর্ড থেকে Ctrl+B প্রেস করলে Font মোটা হবে।
Italic: স্বাভাবিক লেখার চেয়ে ডানদিকে বাকা লেখাকে Italic বলা হয়।
- লেখাকে সিলেক্ট কের নেই।
- Font কমান্ড গ্রুপ থেকে I এর উপর ক্লিক করি।
অথবা,কী-বোর্ড থেকে Ctrl+I প্রেস করলে Font Italic (বাঁকা) হবে।
Underline: লেখার নিচে দাগ দেওয়াকে আন্ডার লাইন বলে।
- প্রথমে লেখাকে সিলেক্ট কের নেই।
- Font কমান্ড গ্রুপ থেকে U এর পাশে ড্রপ ডাউন-এ ক্লিক করলে বিভিন্ন ধরনের আন্ডর লাইনের পুলডাউন মেনু আসবে।
- এরপর মাউস পয়েন্টার দিয়ে যেকোন আন্ডার লাইনের উপর ক্লিক করলে সেই আন্ডার লাইন কার্যকর হবে।
আথবা, কী-বোর্ড থেকে Ctrl+U প্রেস করলে সিলেক্টকৃত লেখার নিচে আন্ডার লাইন হবে।